বাংলাদেশ জাতিসংঘের কত তম সদস্য?
A
১৩৬
B
১৩৭
C
১৩৮
D
১৩৯
উত্তরের বিবরণ
বাংলাদেশ ও জাতিসংঘের সম্পর্ক স্বাধীন দেশের আন্তর্জাতিক কূটনৈতিক ও মানবিক ভূমিকার একটি গুরুত্বপূর্ণ অংশ।
-
সদস্যপদ: বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য, যা লাভ করা হয় ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে।
-
প্রাথমিক প্রতিবন্ধকতা: চীন বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে ভেটো দিয়েছে।
-
নিরাপত্তা পরিষদ: ১৯৭৯-৮০ এবং ২০০০-০১ সালে মোট ২বার অস্থায়ী সদস্য পদ লাভ।
-
জাতিসংঘ সাধারণ পরিষদ: ১৯৮৬ সালে হুমায়ুন রশীদ চৌধুরী সভাপতি নির্বাচিত হন।
-
মহাসচিব: মুক্তিযুদ্ধ চলাকালে জাতিসংঘের মহাসচিব ছিলেন উ থান্ট।
-
শান্তিরক্ষা মিশন: বাংলাদেশ ১৯৮৮ সালে প্রথমবার ইরাক-ইরান (UNIIMOG) মিশনে অংশগ্রহণ করে।
0
Updated: 1 month ago
বাংলাদেশের উত্তরে ভারতের কোন রাজ্য রয়েছে?
Created: 1 month ago
A
পশ্চিমবঙ্গ ও মিজোরাম
B
ত্রিপুরা ও মিজোরাম
C
মেঘালয় ও আসাম
D
আসাম ও ত্রিপুরা
বাংলাদেশের সীমানা:
- বাংলাদেশের সর্বমোট সীমারেখা ৪,৭১১ কিলোমিটার।
- এর মধ্যে ভারত-বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য ৩,৭১৫ কিলোমিটার।
- বাংলাদেশ-মিয়ানমার সীমারেখার দৈর্ঘ্য ২৮০ কিলোমিটার
- বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম রাজ্য;
- পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম রাজ্য ও মিয়ানমার;
- দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত।
- বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমে হাড়িয়াভাঙ্গা নদী এবং দক্ষিণ-পূর্বে নাফ নদী ভারত ও মিয়ানমারের সীমানায় অবস্থিত।
0
Updated: 1 month ago
১ম আরব-ইসরাইল যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
Created: 1 month ago
A
১৯৪৮ সালে
B
১৯৪৯ সালে
C
১৯৫১ সালে
D
১৯৫০ সালে
মোট চারটি আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয়েছে।
১ম আরব-ইসরাইল যুদ্ধ (১৯৪৮):
-
ইসরায়েল এবং আরব রাষ্ট্রসমূহ ও ফিলিস্তিনি আরব বাহিনীর সম্মিলিত সামরিক বাহিনী মধ্যে সংঘটিত।
-
আরবিতে এটি নাকবা (বিপর্যয়) এবং হিব্রুতে মিলখেমেত হাতজমাউত (স্বাধীনতা যুদ্ধ) নামে পরিচিত।
২য় আরব-ইসরাইল যুদ্ধ (১৯৫৬):
-
সংঘটিত হয় ১৯৫৬ সালে।
৩য় আরব-ইসরাইল যুদ্ধ (১৯৬৭):
-
ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করেছিল।
-
যুদ্ধের স্থায়িত্ব মাত্র ৬ দিন ছিল।
৪র্থ আরব-ইসরাইল যুদ্ধ (১৯৭৩):
-
Yom Kippur War নামে পরিচিত।
-
ইহুদিদের পবিত্র দিন ইয়ম কিপুরের সময় আরব জোট ইসরায়েল-অধিকৃত অঞ্চলে অতর্কিত হামলা চালায়।
-
মিশরীয় ও সিরিয়ান সেনারা যুদ্ধবিরতি রেখা ভেদ করে যথাক্রমে সিনাই উপদ্বীপ ও গোলান মালভূমিতে প্রবেশ করে।
-
যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন উভয়ই তাদের নিজ নিজ মিত্রদের সহায়তা করে, ফলে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে বিবাদ সৃষ্টি হয়।
0
Updated: 1 month ago
পাপুয়া নিউগিনি কোন দেশ থেকে স্বাধীনতা অর্জন করে?
Created: 1 month ago
A
ফ্রান্স
B
যুক্তরাস্ট্র
C
অস্ট্রেলিয়া
D
যুক্তরাজ্য
পাপুয়া নিউগিনি প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র, যা ওশেনিয়ার মেলানেশিয়া অঞ্চলে অবস্থিত। স্বাধীনতার আগে এটি অস্ট্রেলিয়ার অধীনে ছিল।
-
১৯০৫ সালে ব্রিটিশদের নিয়ন্ত্রণ থেকে অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে আসে।
-
১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার নিকট থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে।
-
এটি বিশ্বের সবচেয়ে বেশি ভাষা-ধারী দেশ।
-
দেশটিতে প্রায় ৮৪০টি ভাষা প্রচলিত।
0
Updated: 1 month ago