বাংলাদেশ জাতিসংঘের কত তম সদস্য?
A
১৩৬
B
১৩৭
C
১৩৮
D
১৩৯
উত্তরের বিবরণ
• জাতিসংঘ ও বাংলাদেশ:
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
- সদস্য পদ লাভ করে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সাল।
- চীন বাংলাদেশের সদস্য পদ লাভের বিরুদ্ধে ভেটো দেয়।
- ১৯৭৯-৮০ ও ২০০০-০১ সালে মোট ২বার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ লাভ করে।
- ১৯৮৬ সালে হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়।
- মুক্তিযুদ্ধ চলাকালে জাতিসংঘের মহাসচিব ছিলেন উ থান্ট।
- বাংলাদেশ ১৯৮৮ সালে সর্বপ্রথম ইরাক-ইরান
(UNIIMOG) মিশনে অংশগ্রহণ করে।

0
Updated: 8 hours ago
মন্ত্রী পরিষদের প্রধান কে?
Created: 8 hours ago
A
স্পীকার
B
প্রধানমন্ত্রী
C
চীফ হুইপ
D
মন্ত্রী পরিষদ সচিব
• মন্ত্রী পরিষদের প্রধান প্রধানমন্ত্রী।
বাংলাদেশে সংবিধানের ৫৫ নং অনুচ্ছেদ অনুসারে,
- ৫৫। (১) প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি মন্ত্রিসভা থাকিবে এবং প্রধানমন্ত্রী ও সময়ে সময়ে তিনি যেরূপ স্থির করিবেন, সেইরূপ অন্যান্য মন্ত্রী লইয়া এই মন্ত্রিসভা গঠিত হইবে।
(২) প্রধানমন্ত্রী কর্তৃক বা তাঁহার কর্তত্বে এই সংবিধান-অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হইবে।
(৩) মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকিবেন।
(৪) সরকারের সকল নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে গৃহীত হইয়াছে বলিয়া প্রকাশ করা হইবে।
(৫) রাষ্ট্রপতির নামে প্রণীত আদেশসমূহ ও অন্যান্য চুক্তিপত্র কিরূপে সত্যায়িত বা প্রমাণীকৃত হইবে, রাষ্ট্রপতি তাহা বিধিসমূহ-দ্বারা নির্ধারণ করিবেন এবং অনুরূপভাবে সত্যায়িত বা প্রমাণীকৃত কোন আদেশ বা চুক্তিপত্র যথাযথভাবে প্রণীত বা সম্পাদিত হয়
উৎস: বাংলাদেশের সংবিধান।

0
Updated: 8 hours ago
কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোনটি?
Created: 2 weeks ago
A
মিজোরামের লুসাই পাহাড়
B
কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ
C
সিকিমের পার্বত্য অঞ্চল
D
খাগড়াছড়ির বাদানাতলী পর্বতশৃঙ্গ
বিভিন্ন নদীর উৎপত্তিস্থল:
- পদ্মা নদীর উৎপত্তিস্থল গঙ্গা নামে হিমালয় পর্বতের গাঙ্গোত্রী হিমবাহ।
- মেঘনা নদীর উৎপত্তিস্থল আসামের লুসাই পাহাড়।
- যমুনা নদীর উৎপত্তিস্থল ব্ৰহ্মপুত্ৰ নামে কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ।
- কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল মিজোরামের লুসাই পাহাড়।
- করতোয়া নদীর উৎপত্তিস্থল সিকিমের পার্বত্য অঞ্চল।
- সাঙ্গু নদীর উৎপত্তিস্থল মিয়ানমার-বাংলাদেশ সীমানার আরাকান পাহাড়।
- হালদা নদীর উৎপত্তিস্থল খাগড়াছড়ির বাদানাতলী পর্বতশৃঙ্গ।
- মহানন্দা নদীর উৎপত্তিস্থল মহালড্রীম, দার্জিলিং।
তথ্যসূত্র - ভূগোল ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 weeks ago
বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি?
Created: 1 week ago
A
৫টি
B
৬টি
C
৪টি
D
৮টি
সুশাসন বা Good Governance সংক্রান্ত ধারণা প্রথমবার বিশ্বব্যাংক ১৯৮৯ সালে প্রদান করে।
বিশ্বব্যাংকের মতে সুশাসনের ৬টি প্রধান উপাদান:
-
বাক স্বাধীনতা ও জবাবদিহিতা
-
রাজনৈতিক স্থিতিশীলতা ও সহিংসতা অনুপস্থিতি
-
সরকারের কার্যকারিতা
-
নিয়ন্ত্রণ গুণ
-
আইনের শাসন
-
দুর্নীতি দমন
অন্য সংস্থাগুলোর মতে সুশাসনের উপাদান:
-
ইউএনডিপি: ৯টি উপাদান
-
জাতিসংঘ: ৮টি উপাদান
-
আইডিএ: ৪টি উপাদান
-
এডিবি: ৪টি উপাদান
-
ইউএনএইচসিআর: ৫টি উপাদান
উৎস:

0
Updated: 1 week ago