কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসাবে প্রসিদ্ধ নয়?
A
ময়নামতি
B
পাহাড়পুর
C
মহাস্থানগড়
D
সুন্দরবন
উত্তরের বিবরণ
সুন্দরবন প্রত্নতাত্ত্বিক স্থান নয়, এটি একটি প্রাকৃতিক ম্যানগ্রোভ বন এবং বিশ্বের বৃহত্তম তার মধ্যে অন্যতম।
প্রত্নতাত্ত্বিক স্থানের সংজ্ঞা:
-
‘প্রত্ন’ অর্থ অতি পুরাতন বা প্রাচীন।
-
প্রত্নতত্ত্ব হলো প্রাচীন বস্তু, স্থাপত্য ও সংস্কৃতির গবেষণা।
-
প্রত্নতাত্ত্বিক স্থান: যেসব স্থানে প্রাচীন জিনিসপত্র, মুদ্রা, অট্টালিকা, স্থাপত্য, গহনা, ধাতব বস্ত্র ইত্যাদি পাওয়া যায়।
-
বাংলাদেশে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থানসমূহ: মহাস্থানগড়, ময়মনসিংহ, পাহাড়পুর, উয়ারী-বটেশ্বর।
সুন্দরবন সম্পর্কে তথ্য:
-
পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বন।
-
বাংলাদেশে অবস্থিত আয়তন: প্রায় ৬,০১৭ বর্গ কিলোমিটার।
-
৬ ডিসেম্বর, ১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে ৭৯৮তম World Heritage Site হিসেবে ঘোষণা করে।
0
Updated: 1 month ago
ইরাকের রাজধানী শহর-
Created: 1 month ago
A
কারবালা
B
আল-কাদিসিয়াহ
C
বাগদাদ
D
সুলিমানিয়া
ইরাক দক্ষিণ-পশ্চিম এশিয়ার একটি আরব দেশ, যা আরব বিশ্বের পূর্বতম অংশে অবস্থিত। এটি অক্ষাংশের দিক থেকে দক্ষিণ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তুলনীয় অবস্থানে রয়েছে। দেশটি ভূ-রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থান গ্রহণ করেছে এবং পারস্য উপসাগরের উত্তর প্রান্তে একটি ছোট উপকূলরেখা রয়েছে। রাজধানী বাগদাদ প্রাচীন মেসোপটেমিয়ার কেন্দ্রস্থলে, টাইগ্রিস নদীর তীরে অবস্থিত।
-
অবস্থান: দক্ষিণ-পশ্চিম এশিয়া, আরব বিশ্বের পূর্বতম অংশ
-
সীমান্তবর্তী দেশসমূহ:
-
উত্তরে: তুরস্ক
-
পূর্বে: ইরান
-
পশ্চিমে: সিরিয়া ও জর্ডান
-
দক্ষিণে: সৌদি আরব ও কুয়েত
-
-
উপকূলরেখা: পারস্য উপসাগরের উত্তর প্রান্তে ৩৬ মাইল (৫৮ কিমি) দীর্ঘ
-
রাজধানী: বাগদাদ, টাইগ্রিস নদীর তীরে
0
Updated: 1 month ago
বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি? (আগস্ট-২০২৫)
Created: 1 month ago
A
চামড়া-চামড়াজাত পণ্য
B
হস্তশিল্প
C
নীট পোষাক
D
প্রাকৃতিক গ্যাস
বাংলাদেশের রপ্তানি খাতসমূহ ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-জুন সময়ের আয়ের ভিত্তিতে নিম্নরূপ:
-
নীট পোষাক:
-
রপ্তানি আয়: ২১,১৫৯.০৮ মিলিয়ন মার্কিন ডলার
-
মোট রপ্তানিতে অবদান: ৪৩.৮২%
-
উল্লেখযোগ্য: বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য
-
-
ওভেন পোষাক:
-
রপ্তানি আয়: ১৮,১৮৭.৮৯ মিলিয়ন মার্কিন ডলার
-
মোট রপ্তানিতে অবদান: ৩৭.৬৭%
-
-
হোম টেক্সটাইল:
-
রপ্তানি আয়: ৮৭১.৫৭ মিলিয়ন মার্কিন ডলার
-
মোট রপ্তানিতে অবদান: ১.১৮%
-
-
চামড়া-চামড়াজাত পণ্য ও পাদুকা:
-
রপ্তানি আয়: ১,১৪৫.০৭ মিলিয়ন মার্কিন ডলার
-
মোট রপ্তানিতে অবদান: ২.৩৭%
-
উৎস:
0
Updated: 1 month ago
বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম -
Created: 1 month ago
A
বঙ্গ
B
পুন্ড্র
C
বরেন্দ্র
D
গঙ্গারিডাই
বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হলো 'পুন্ড্র', যা প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ জনপদগুলোর মধ্যে একটি। পুন্ড্ররা ‘জন’ বা জাতি দ্বারা গঠিত ছিল এবং বঙ্গসহ অন্যান্য জাতিগোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখত।
-
জনপদ: পুন্ড্র
-
রাজধানী: পুন্ড্রনগর (বর্তমান বগুড়া শহরের নিকটে করতোয়া নদীর তীরে, পরবর্তীতে মহাস্থানগড় নামে পরিচিত)
-
পুন্ড্রদের বিস্তৃতি: বর্তমান বগুড়া, রংপুর ও দিনাজপুর অঞ্চলে
-
ইতিহাস: সম্ভবত মৌর্য সম্রাট অশোকের রাজত্বকালে (খ্রি.পু. ২৭৩-২৩২ অব্দ) পুন্ড্র রাজ্য স্বাধীনতা হারায়
-
পুন্ড্ররা বঙ্গসহ অন্যান্য জাতিগোষ্ঠীর নিকটজন ছিল
প্রাচীন বাংলার অন্যান্য জনপদসমূহ:
-
বঙ্গ
-
বরেন্দ্র
-
সমতট
-
হরিকেল
-
রাঢ়
-
চন্দ্রদ্বীপ
-
তাম্রলিপ্ত
-
গঙ্গারিডাই
-
গৌড়
সূত্র:
0
Updated: 1 month ago