কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসাবে প্রসিদ্ধ নয়?
A
ময়নামতি
B
পাহাড়পুর
C
মহাস্থানগড়
D
সুন্দরবন
উত্তরের বিবরণ
• প্রত্নতাত্ত্বিক
স্থান নয় - সুন্দরবন।
• প্রত্নতাত্ত্বিক
স্থান:
- প্রত্ন’ শব্দের অর্থ অতি পুরাতন
বা প্রাচীন।
- এ-সম্পর্কিত যে তত্ত্ব তা-ই হচ্ছে প্রত্নতত্ত্ব।
- আর প্রত্নতাত্ত্বিক স্থান হলো যেসব স্থানে
প্রাচীন কালের জিনিসপত্র, মুদ্রা, অট্টালিকা, স্থাপত্য, গহনা, ধাতব বস্ত্র ইত্যাদি
পাওয়া যায়।
- বাংলাদেশে বেশ কয়েকটি স্থানে প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান পাওয়া গেছে। সেগুলো হলো মহাস্থানগড়, ময়মামতি, পাহাড়পুর ও উয়ারী-বটেশ্বর।
• সুন্দরবন:
- সুন্দরবন পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বা স্রোতজ বনভূমি।
- বাংলাদেশে অবস্থিত সুন্দরবনের আয়তন প্রায় ৬০১৭ বর্গ কিলোমিটার।
- ৬ ডিসেম্বর, ১৯৯৭ সালে জাতিসংঘের সংস্থা ইউনেস্কো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে ৭৯৮তম World Heritage হিসেবে ঘোষণা করে।

0
Updated: 8 hours ago
বাংলাদেশের প্রথম ফিফা কমিশনের অধীন কে ছিলেন?
Created: 8 hours ago
A
ড. আনিসুজ্জামান
B
ড. মনিরুজ্জামান মিয়া
C
ড. কুদরত-ই-খুদা
D
ড. রঙ্গলাল সেন
• প্রশ্নটির
ভাষাগত ত্রুটি রয়েছে।
- প্রশ্নটি হওয়ার কথা, 'বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের অধীন কে ছিলেন?'
- তাই আমরা 'শিক্ষা কমিশন' ধরে নিয়ে ড.
কুদরাত-ই-খুদা উত্তরটি
সঠিক হিসেবে নিলাম।
• কুদরত-ই-খুদা কমিশন:
- জাতীয় শিক্ষা কমিশন (১৯৭২) বিশিষ্ট শিক্ষাবিদ ও বিজ্ঞানী ড. কুদরাত-ই-খুদাকে চেয়ারম্যান করে ১৯৭২ সালের ২৬ জুলাই গঠিত হয় বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন ‘জাতীয় শিক্ষা কমিশন’।
- চেয়ারম্যানের নামানুসারে এই কমিশন কুদরত-ই-খুদা কমিশন
নামেও পরিচিতি পায়।
- কমিশন প্রশ্নমালার আকারে শিক্ষিত এলিট শ্রেণীর লোকদের
নিকট থেকে মতামত গ্রহণ
করে, এবং ঐসব মতামত
সতর্কতার সঙ্গে যাচাই বাছাই করে প্রণীত রিপোর্টে
দেশের শিক্ষা ব্যবস্থার পুনর্বিন্যাসের সুপারিশ করে।
- কমিশন ১৯৭৪ সালের ৩০
মে সরকারের নিকট রিপোর্ট পেশ
করে।

0
Updated: 8 hours ago
কে পাকিস্তানে সর্বপ্রথম সামরিক শাসন জারি করেন?
Created: 2 weeks ago
A
জুলফিকার
আলী ভুট্টো
B
ইস্কান্দার
মির্জা
C
ইয়াহিয়া
খান
D
আইয়ুব
খান
পাকিস্তানে সর্বপ্রথম সামরিক শাসন জারি
-
পাকিস্তানে সর্বপ্রথম সামরিক শাসন জারি করেন ইস্কান্দার মির্জা।
-
পাকিস্তানের রাজনীতিতে শুরু থেকেই স্বৈরতান্ত্রিক ও আমলাতান্ত্রিক প্রবণতা ছিল।
-
২৩ মার্চ ১৯৫৬: ইস্কান্দার মির্জা পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হন।
-
৭ অক্টোবর ১৯৫৮: ইস্কান্দার মির্জা মালিক ফিরোজ খানের নেতৃত্বাধীন সংসদীয় সরকার উৎখাত করে দেশে প্রথম সামরিক শাসন জারি করেন।
-
সেনাপ্রধান আইয়ুব খানকে প্রধান সামরিক শাসক ঘোষণা করা হয়।
-
সংবিধান বাতিল, আইন পরিষদ ও মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়।
-
মেজর জেনারেল ওমরাও খান পূর্ব বাংলার সামরিক প্রশাসক হিসেবে নিযুক্ত হন।
-
গণতন্ত্রবিরোধী কার্যক্রমে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জার প্রধান সহযোগী ছিলেন আইয়ুব খান।
-
২৭ অক্টোবর ১৯৫৮: মাত্র ২১ দিনের মাথায় আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে ক্ষমতাচ্যুত করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন।

0
Updated: 2 weeks ago
ইমানুয়েল কান্ট কোন দেশের নীতিবিজ্ঞানী?
Created: 1 week ago
A
ফ্রান্স
B
জার্মানি
C
সুইডেন
D
যুক্তরাজ্য
• ইমানুয়েল কান্ট:
- ইমানুয়েল কান্টকে 'কর্তব্যমুখী নৈতিকতার' প্রবর্তক বলা হয়।
- ইমানুয়েল কান্ট একজন জার্মান নীতিবিজ্ঞানী।
- তাঁর নীতিবিদ্যার মূলকথা তিনটি যথা: সৎ ইচ্ছা, কর্তব্যের জন্য কর্তব্য এবং শর্তহীন আদেশ।
- সততার জন্য সদিচ্ছা'র কথা বলেছেন ইমানুয়েল কান্ট।
- 'কর্তব্যের জন্য কর্তব্য'-ধারণাটির প্রবর্তক ইমানুয়েল কান্ট।
• ইমানুয়েল কান্ট গুরুত্বপূর্ণ কিছু বই:
- Groundwork for Metaphysics of Morals.
- Critique of Pure Reason.
- Critique of Practical Reason.
- Critique of Judgement.

0
Updated: 1 week ago