বাংলাদেশের তৈরি ল্যাপটপ কোনটি?
A
শাপলা
B
যমুনা
C
দোয়েল
D
এসার
উত্তরের বিবরণ
• বাংলাদেশে তৈরি ল্যাপটপ দোয়েল:
- ২০১১ সালের ১১ অক্টোবর এই ল্যাপটপের উদ্বোধন হয়।
- ল্যাপটপের মাদার বোর্ডসহ শতকরা ৬০ ভাগ যন্ত্রাংশই তৈরি করা হয়েছে দেশের মাটিতে।
- ১৯৬৭ সালে টেলিফোন সেট উৎপাদনের মাধ্যমে যাত্রা শুরু করেছিল টেশিস কোম্পানি৷
- ১৯৬৪ সালে দ্বিতীয় প্রজন্মের
IBM 1620 কম্পিউটার দিয়ে বাংলাদেশে কম্পিউটারের ব্যবহার শুরু হয়।
- এটি ছিল আইবিএম কোম্পানির একটি মেইনফ্রেইম কম্পিউটার।
- IBM 1620 সিরিজের কম্পিউটারটি স্থাপিত হয় তৎকালীন পাকিস্থান পরমাণু গবেষণা কেন্দ্রে যার বর্তমান নাম বাংলাদেশ পরমাণু গবেষণা কেন্দ্র।
- কম্পিউটারটি বর্তমানে ঢাকার আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে সংরক্ষিত আছে।

0
Updated: 8 hours ago
Who was the proponent of the United States' "Strategic Defense Initiative"?
Created: 2 weeks ago
A
Lyndon B. Johnson
B
Ronald Reagan
C
John F. Kennedy
D
Henry Kissinger
- "Strategic Defense Initiative" (এসডিআই), এটি সাধারণত "স্টার ওয়ারস বা তারকা যুদ্ধ" নামে পরিচিত।
- এর প্রবক্তা ছিলেন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান।
যুক্তরাষ্ট্র:
- যুক্তরাষ্ট্রে মোট পঞ্চাশটি রাজ্য রয়েছে।
- আকারের দিক থেকে সবচেয়ে বড় রাজ্য হলো আলাস্কা, আর জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য হলো ক্যালিফোর্নিয়া।
- যুক্তরাষ্ট্র ১৭৭৬ সালের ৪ জুলাই ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে,
- এটি ‘স্বাধীনতা দিবস’ হিসেবে জাতীয়ভাবে উদযাপিত হয়।
- দেশটির প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন, তিনি স্বাধীনতার পর নেতৃত্ব দেন নবগঠিত রাষ্ট্রকে।
- যুক্তরাষ্ট্রের ইতিহাসে আরেক গুরুত্বপূর্ণ নেতা ছিলেন আব্রাহাম লিংকন, তিনি ১৮৬৩ সালে ক্রীতদাস প্রথা বিলোপ করেন।

0
Updated: 2 weeks ago
দেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ কোথায় অবস্থিত?
Created: 2 weeks ago
A
নীলফামারী
B
সৈয়দপুর
C
রংপুর
D
গাইবান্ধা
সরকারি EPZ (Export Processing Zone)
-
বাংলাদেশে সরকারি EPZ-এর সংখ্যা ৮টি।
-
অবস্থানগুলো:
-
চট্টগ্রাম
-
সাভার
-
মংলা (খুলনা)
-
উত্তরা (নীলফামারী)
-
ঈশ্বরদী (পাবনা)
-
কুমিল্লা
-
কর্ণফুলী (চট্টগ্রাম)
-
আদমজী (নারায়ণগঞ্জ)
-
-
সরকারি EPZ প্রতিষ্ঠা করা হয় ১৯৮৩ সালে, যা ১৯৮০ সালে বাংলাদেশ সরকারের সংসদে পাশ হওয়া আইন অনুযায়ী পরিচালিত।
-
বাংলাদেশের EPZ-এর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ সম্পাদন করে BEPZA।
-
দেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ হলো উত্তরা, নীলফামারী।
উৎস: BEPZA ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে কত সালে?
Created: 1 week ago
A
১৯৭৫ সালে
B
১৯৭৪ সালে
C
১৯৭৩ সালে
D
১৯৭৬ সালে
বাংলাদেশ ওআইসির (OIC) সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে, যা দেশের আন্তর্জাতিক ইসলামি সহযোগিতার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ।
ওআইসি সম্পর্কিত তথ্য:
-
পূর্ণরূপ: The Organization of Islamic Cooperation
-
একটি ইসলামি সহযোগিতা সংস্থা, যা মুসলিম দেশগুলোর রাজনৈতিক জোট হিসেবে কাজ করে।
-
গঠন: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে
-
প্রথম শীর্ষ সম্মেলন: রাবাত, মরক্কো (১৯৬৯)
-
অফিসিয়াল যাত্রা: ১৯৭২ সালে
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি
-
বর্তমান সদস্য: ৫৭টি [আগস্ট, ২০২৫]
-
সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব
উল্লেখযোগ্য তথ্য:
-
বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা (১২তম)
-
অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি, ফরাসি
-
OIC-এর পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলন অনুষ্ঠিত হয় তুরস্ক, ২১-২২ জুন, ২০২৫
উৎস:

0
Updated: 1 week ago