বাংলাদেশের তৈরি ল্যাপটপ কোনটি?
A
শাপলা
B
যমুনা
C
দোয়েল
D
এসার
উত্তরের বিবরণ
বাংলাদেশে তৈরি ল্যাপটপ ‘দোয়েল’ দেশের প্রযুক্তি ও উৎপাদন খাতে একটি গুরুত্বপূর্ণ অর্জন।
-
উদ্বোধন: ২০১১ সালের ১১ অক্টোবর
-
ল্যাপটপের মাদারবোর্ডসহ প্রায় ৬০% যন্ত্রাংশ দেশের মাটিতে তৈরি।
-
উৎপাদন প্রতিষ্ঠান: টেশিস কোম্পানি, যাত্রা শুরু ১৯৬৭ সালে টেলিফোন সেট উৎপাদনের মাধ্যমে।
-
কম্পিউটারের ব্যবহার বাংলাদেশে শুরু হয় ১৯৬৪ সালে দ্বিতীয় প্রজন্মের IBM 1620 কম্পিউটার দিয়ে।
-
IBM 1620 ছিল একটি মেইনফ্রেইম কম্পিউটার।
-
স্থাপিত হয়েছিল তৎকালীন পাকিস্তান পরমাণু গবেষণা কেন্দ্রে, যা বর্তমানে বাংলাদেশ পরমাণু গবেষণা কেন্দ্র নামে পরিচিত।
-
কম্পিউটারটি বর্তমানে ঢাকার আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে সংরক্ষিত।
0
Updated: 1 month ago
বরেন্দ্রভূমি দেশের কোন অঞ্চলে বিস্তৃত?
Created: 1 month ago
A
পশ্চিম-পূর্বাঞ্চলে
B
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে
C
উত্তর-পূর্বাঞ্চলে
D
উত্তর-পশ্চিমাঞ্চলে
বরেন্দ্রভূমি বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বিস্তৃত একটি অঞ্চলের নাম, যা প্লাবন সমভূমির তুলনায় কিছুটা উঁচু।
-
বরেন্দ্রভূমির উচ্চতা প্লাবন সমভূমির তুলনায় ৬ থেকে ১২ মিটার।
-
এ অঞ্চলের মাটি প্রধানত ধূসর ও লাল বর্ণের।
মধুপুর ও ভাওয়ালের গড়:
-
মধুপুর অবস্থিত টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায়, এবং ভাওয়ালের গড় গাজীপুর জেলায়।
-
এর আয়তন প্রায় ৪,১০৩ বর্গকিলোমিটার।
-
সমভূমি থেকে এর উচ্চতা প্রায় ৩০ মিটার।
-
মাটির রং লালচে ও ধূসর।
উৎস:
0
Updated: 1 month ago
পাপুয়া নিউগিনি কোন দেশ থেকে স্বাধীনতা অর্জন করে?
Created: 1 month ago
A
ফ্রান্স
B
যুক্তরাস্ট্র
C
অস্ট্রেলিয়া
D
যুক্তরাজ্য
পাপুয়া নিউগিনি প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র, যা ওশেনিয়ার মেলানেশিয়া অঞ্চলে অবস্থিত। স্বাধীনতার আগে এটি অস্ট্রেলিয়ার অধীনে ছিল।
-
১৯০৫ সালে ব্রিটিশদের নিয়ন্ত্রণ থেকে অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে আসে।
-
১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার নিকট থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে।
-
এটি বিশ্বের সবচেয়ে বেশি ভাষা-ধারী দেশ।
-
দেশটিতে প্রায় ৮৪০টি ভাষা প্রচলিত।
0
Updated: 1 month ago
টেকনাফ ও তেঁতুলিয়া স্থান ২টি কোন কোন জেলায় অবস্থিত?
Created: 1 month ago
A
বান্দরবান ও নীলফামারি
B
কক্সবাজার ও দিনাজপুর
C
কক্সবাজার ও পঞ্চগড়
D
ফেনী ও টাঙ্গাঁইল
টেকনাফ ও তেতুঁলিয়া উপজেলা বাংলাদেশের ভৌগোলিক ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ অঞ্চল।
-
টেকনাফ উপজেলা:
-
অবস্থিত কক্সবাজার জেলায়।
-
-
তেতুঁলিয়া উপজেলা:
-
অবস্থিত পঞ্চগড় জেলায়।
-
১৮৬০ থেকে ১৮৬৯ সাল পর্যন্ত রংপুর জেলার একটি মহুকুমা হিসেবে প্রশাসনিক মর্যাদা পায়।
-
শিল্প, বাণিজ্য ও নদীবন্দর হিসেবে সুপরিচিত।
-
১৯৪৭ সালের ১৮ আগস্ট, স্যার রেডক্লিপ ভারতের জলপাইগুড়ি জেলার অন্যান্য থানার সঙ্গে তেতুলিয়াকে পূর্ব পাকিস্তানের দিনাজপুরের সাথে যুক্ত করেন।
-
বাংলাদেশের সর্বোত্তর উপজেলা।
-
উপজেলা তিন দিকে ভারত সীমান্ত দ্বারা ঘেরা, শুধুমাত্র দক্ষিণ দিকে পঞ্চগড় সদর উপজেলা।
-
0
Updated: 1 month ago