২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
A
জাপান-দক্ষিণ কোরিয়া-চীন
B
ঘানা-কেনিয়া-উগান্ডা
C
যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো
D
ভারত-পাকিস্তান-বাংলাদেশ
উত্তরের বিবরণ
• ফিফা বিশ্বকাপ ফুটবল, ২০২৬:
- ২০২৬ সালের ৮ জুন থেকে ৩ জুলাই ২৩তম ফিফা ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে।
- ২৩তম বিশ্বকাপের চূড়ান্ত পর্বে প্রথম বারের মতো ৪৮টি দেশ অংশগ্রহণ করবে।
- ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপ চলতি ২০২২ সালের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারে অনুষ্ঠিত হয়।
- প্রথম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা ১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিলো।
- চূড়ান্ত পর্বে হবে ১০৪টি ম্যাচ।

0
Updated: 7 hours ago
কৌটিল্যের মতে সুশাসনের উপাদান কয়টি?
Created: 1 week ago
A
৩টি
B
৮টি
C
৫টি
D
৪টি
প্রাচীন অর্থশাস্ত্রবিদ কৌটিল্য'র মতে, সুশাসনের উপাদান ৪টি। যথা:
- Law and Order.
- People Learning Administration.
- Justice and Rationally as the basis of decision.
- Corruption Free Government.
• বিভিন্ন সংস্থাভিত্তিক সুশাসনের উপাদানের সংখ্যা:
- UNDP: ৯টি,
- জাতিসংঘ:৮টি,
- বিশ্বব্যাংক:৬টি,
- UNHCR: ৫টি,
- AFDB: ৫টি,
- ADB :৪টি ,
- IDA : ৪টি।

0
Updated: 1 week ago
সোনালী প্যাগোডার দেশ নামে পরিচিত-
Created: 1 week ago
A
শ্রীলঙ্কা
B
মিয়ানমার
C
থাইল্যান্ড
D
হংকং
মিয়ানমারে অসংখ্য সোনালী রঙের প্যাগোডা ও স্তূপ রয়েছে, যা দেশের ধর্ম, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত। তাই মিয়ানমারকে সোনালী প্যাগোডার দেশ বলা হয়।
বিভিন্ন দেশের ভৌগলিক উপনামগুলো:
-
সোনালী প্যাগোডার দেশ: মিয়ানমার
-
লিলি ফুলের দেশ: কানাডা
-
ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া
-
সিল্ক রুটের দেশ: ইরান
-
মার্বেলের দেশ: ইতালি
-
পঞ্চম ড্রাগনের দেশ: তাইওয়ান
-
তামার দেশ: জাম্বিয়া
-
পিরামিডের দেশ: মিশর
-
প্রাচীরের দেশ: চীন
-
ভূমিকম্পের দেশ: জাপান
উৎস:

0
Updated: 1 week ago
"আইন হল সার্বভৌম শাসকের আদেশ" উক্তিটি কার?
Created: 1 week ago
A
এরিস্টটল
B
অধ্যাপক হল্যান্ড
C
জন অস্টিন
D
কফি আনান
আইন:
- আইন হল ফার্সী শব্দ যার অর্থ সুনির্দিষ্ট নীতি বা নিয়ম।
- আইন এর ইংরেজি প্রতিশব্দ "Law"। Law শব্দের অর্থ স্থির বা অপরিবর্তনীয় এবং সকলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য।
- এরিস্টটল বলেন, "সমাজের যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই হচ্ছে আইন"।
- অধ্যাপক হল্যান্ড এর মতে আইন হচ্ছে, "সেই সাধারণ নিয়ম যা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ যা প্রয়োগ করেন।"
- জন অস্টিন বলেন, "আইন হল সার্বভৌম শাসকের আদেশ"।
- সুতারং আইন হল মানবজাতির বৃহত্তর কল্যাণে মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে রাষ্ট্র যে সকল বিধিনিষেধ প্রণয়ন করে সাধারণভাবে সেগুলোকেই আইন বলা হয়।

0
Updated: 1 week ago