বাংলাদেশের জাতীয় শিশুনীতি অনুসারে শিশুর বয়স সীমা কত?
A
০-১৮ বছর
B
০-৮ বছর
C
১-২০ বছর
D
০-১২ বছর
উত্তরের বিবরণ
বাংলাদেশের জাতীয় শিশুনীতি অনুসারে,
• শিশুর সংজ্ঞা:
• শিশু: শিশু বলতে আঠারো বছরের কম বয়সী বাংলাদেশের সকল ব্যক্তিকে বুঝাবে।
• কিশোর কিশোরী: কিশোর কিশোরী বলতে ১৪ বছর থেকে ১৮ বছরের কম বয়সী শিশুদেরকে বুঝাবে।
• জাতীয় শিশুনীতি - ২০১১:
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ফেব্রুয়ারী, ২০১১ সালে জাতীয় শিশুনীতি প্রবর্তন করেন।
• পরিধি:
জাতীয় শিশু নীতি বাংলাদেশের নাগরিক সকল শিশুর ক্ষেত্রে বৈষম্যহীনভাবে প্রযোজ্য হবে।
• মূলনীতি:
- বাংলাদেশের সংবিধান, শিশু আইন ও আন্তর্জাতিক সনদসমূহের আলোকে শিশু অধিকার নিশ্চিতকরণ।
- শিশু দারিদ্র বিমোচন।
- শিশুর প্রতি সকল প্রকার নির্যাতন ও বৈষম্য দূরীকরণ।
- কন্যা শিশুর প্রতি সকল প্রকার নির্যাতন ও বৈষম্য দূরীকরণ।
- শিশুর সার্বিক সুরক্ষা ও সর্বোত্তম স্বার্থ নিশ্চিতকরণের লক্ষ্যে গৃহীত পদক্ষেপের
উৎস: জাতীয় শিশুনীতি - ২০১১।

0
Updated: 8 hours ago
বরেন্দ্রভূমি দেশের কোন অঞ্চলে বিস্তৃত?
Created: 1 week ago
A
পশ্চিম-পূর্বাঞ্চলে
B
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে
C
উত্তর-পূর্বাঞ্চলে
D
উত্তর-পশ্চিমাঞ্চলে
বরেন্দ্রভূমি বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বিস্তৃত একটি অঞ্চলের নাম, যা প্লাবন সমভূমির তুলনায় কিছুটা উঁচু।
-
বরেন্দ্রভূমির উচ্চতা প্লাবন সমভূমির তুলনায় ৬ থেকে ১২ মিটার।
-
এ অঞ্চলের মাটি প্রধানত ধূসর ও লাল বর্ণের।
মধুপুর ও ভাওয়ালের গড়:
-
মধুপুর অবস্থিত টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায়, এবং ভাওয়ালের গড় গাজীপুর জেলায়।
-
এর আয়তন প্রায় ৪,১০৩ বর্গকিলোমিটার।
-
সমভূমি থেকে এর উচ্চতা প্রায় ৩০ মিটার।
-
মাটির রং লালচে ও ধূসর।
উৎস:

0
Updated: 1 week ago
সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠার উল্লেখ রয়েছে?
Created: 1 week ago
A
অনুচ্ছেদ ৯২
B
অনুচ্ছেদ ৯৩
C
অনুচ্ছেদ ৯৪
D
অনুচ্ছেদ ৯৫
অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ৯০ - নির্দিষ্টকরণ আইন।
- অনুচ্ছেদ ৯১ - সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরী।
- অনুচ্ছেদ ৯২ - হিসাব, ঋণ প্রভৃতির উপর ভোট।
- অনুচ্ছেদ ৯৩ - অধ্যাদেশ প্রণয়ন-ক্ষমতা।
- অনুচ্ছেদ ৯৪ - সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা।
- অনুচ্ছেদ ৯৫ - বিচারক-নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৬ - বিচারকদের পদের মেয়াদ।
- অনুচ্ছেদ ৯৭ - অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ।
- অনুচ্ছেদ ৯৮ - সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারকগণ।
- অনুচ্ছেদ ৯৯ - অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা।
- অনুচ্ছেদ ১০০ - সুপ্রীম কোর্টের আসন।

0
Updated: 1 week ago
বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয় কতবার?
Created: 1 week ago
A
৩বার
B
২বার
C
৪বার
D
৫বার
বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হয়েছে দুইবার, যা দেশের আন্তর্জাতিক কূটনীতি ও দায়িত্বশীল অবস্থানের পরিচায়ক।
জাতিসংঘ সম্পর্কিত তথ্য:
-
প্রতিষ্ঠা: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর
-
সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
-
দাপ্তরিক ভাষা: ৬টি
-
বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস [আগস্ট, ২০২৫]
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি
-
বর্তমান সদস্য: ১৯৩টি [আগস্ট, ২০২৫]
-
স্থায়ী পর্যবেক্ষক: ২টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)
বাংলাদেশ কর্তৃক পালনকৃত দায়িত্ব:
-
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত দুইবার।
-
প্রথম মেয়াদ: ১৯৭৯-১৯৮০, যেখানে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার উপর অস্ত্র নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে।
-
দ্বিতীয় মেয়াদ: ২০০০-২০০১।
উৎস:

0
Updated: 1 week ago