কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়?
A
প্যারিস চুক্তি
B
মাসট্রিট চুক্তি
C
জেনেভা কনভেনশন
D
রোম চুক্তি
উত্তরের বিবরণ
• ইউরোপীয় ইউনিয়ন
(EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- এটি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ ম্যাসট্রিচট চুক্তি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান চেয়ারম্যান উরসুলা ভন ডার লিয়েন( জার্মানি)।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
- ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।
- সর্বশেষ - ক্রোয়েশিয়া (২০১৩ সালে)।
- ক্রোয়েশিয়া শেনজেন এবং ইউরো মুদ্রা গ্রহন করে ১ জানুয়ারি, ২০২৩ সালে।

0
Updated: 8 hours ago
পাপুয়া নিউগিনি কোন দেশ থেকে স্বাধীনতা অর্জন করে?
Created: 8 hours ago
A
ফ্রান্স
B
যুক্তরাস্ট্র
C
অস্ট্রেলিয়া
D
যুক্তরাজ্য
• পাপুয়া নিউগিনি:
- পাপুয়া নিউগিনি প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র।
- এটি ওশেনিয়া মহাদেশের মেলানেশিয়া অঞ্চলে অবস্থিত।
- স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়ার অধীন ছিল।
- ১৯০৫ সালে পাপুয়া নিউগিনি ব্রিটিশদের নিয়ন্ত্রণ থেকে অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রনে আসে।
- ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার নিকট থেকে দেশটি পূর্ণ স্বাধীনতা লাভ করে।
- বিশ্বের সবচেয়ে বেশি ভাষার দেশ - পাপুয়া নিউগিনি।
- দেশটিতে প্রায় ৮৪০টি ভাষা রয়েছে।

0
Updated: 8 hours ago
What does KYC stand for in banking?
Created: 2 weeks ago
A
Know Your Currency
B
Keep Your Credit
C
Know Your Customer
D
Keep Your Cash
সঠিক উত্তর: (c) Know Your Customer
KYC:
- ব্যাংকিং খাতে KYC এর পূর্ণরূপ হলো "Know Your Customer" যার বাংলা অর্থ "আপনার গ্রাহককে জানুন"।
- এটি একটি আইনি বাধ্যবাধকতা এবং নিয়ন্ত্রক প্রক্রিয়া যার মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহকদের সঠিক পরিচয় যাচাই করে এবং তাদের আর্থিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে।
- KYC প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো অর্থ পাচার, জালিয়াতি, সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন এবং অন্যান্য অবৈধ আর্থিক লেনদেন প্রতিরোধ করা।
- এই প্রক্রিয়ায় গ্রাহকের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ছবি, ঠিকানার প্রমাণ, আয়ের উৎসের বিবরণ এবং নমিনির তথ্য সংগ্রহ করা হয়।
- KYC শুধুমাত্র নতুন অ্যাকাউন্ট খোলার সময়ই নয়, বরং নিয়মিত গ্রাহক পর্যালোচনার ক্ষেত্রেও প্রয়োগ করা হয়।
- বাংলাদেশসহ বিশ্বের সকল দেশের কেন্দ্রীয় ব্যাংক এই KYC নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা প্রদান করে। এর ফলে আর্থিক ব্যবস্থার স্বচ্ছতা বৃদ্ধি পায় এবং ঝুঁকিপূর্ণ লেনদেন থেকে ব্যাংক ও গ্রাহক উভয়ই সুরক্ষিত থাকে।
সূত্র: Federal Bank ও পত্রিকা রিপোর্ট।

0
Updated: 2 weeks ago
৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে গঠিত ব্রিগেড ফোর্স কোনটি?
Created: 4 days ago
A
এম ফোর্স
B
কে ফোর্স
C
এস ফোর্স
D
জেড ফোর্স
ব্রিগেড ফোর্স সম্পর্কিত তথ্য নিম্নরূপ:
মুক্তিযুদ্ধের সময় মোট ৩টি ব্রিগেড ফোর্স গঠন করা হয়:
-
জেড ফোর্স
-
কে ফোর্স
-
এস ফোর্স
জেড ফোর্স
-
নেতৃত্বে ছিলেন জিয়াউর রহমান।
-
‘জেড ফোর্স’ নামে পরিচিত প্রথম নিয়মিত ব্রিগেড জুলাই মাসে গঠিত হয়।
-
ব্রিগেডটি ১ম, ৩য় ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে গঠিত।
এস ফোর্স
-
নেতৃত্বে ছিলেন কে.এম. সফিউল্লাহ।
-
‘এস ফোর্স’ নামে পরিচিত দ্বিতীয় নিয়মিত ব্রিগেড অক্টোবর মাসে গঠিত হয়।
-
ব্রিগেডটি দ্বিতীয় ও একাদশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের নিয়ে গঠিত।
কে ফোর্স
-
নেতৃত্বে ছিলেন খালেদ মোশাররফ।
-
‘কে ফোর্স’ গঠিত হয় ৪র্থ, ৯ম ও ১০ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যদের নিয়ে।

0
Updated: 4 days ago