কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়?
A
প্যারিস চুক্তি
B
মাসট্রিট চুক্তি
C
জেনেভা কনভেনশন
D
রোম চুক্তি
উত্তরের বিবরণ
ইউরোপীয় ইউনিয়ন (EU) হলো বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক ও রাজনৈতিক জোট, যা ইউরোপীয় দেশগুলোকে একত্রিত করেছে।
-
প্রতিষ্ঠিত: ১ নভেম্বর, ১৯৯৩, ম্যাসট্রিচট চুক্তি অনুযায়ী।
-
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
-
বর্তমান চেয়ারম্যান: উরসুলা ভন ডার লিয়েন (জার্মানি)।
-
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
-
EU দেশের নামসমূহ:
অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন। -
সর্বশেষ অন্তর্ভুক্ত দেশ: ক্রোয়েশিয়া (২০১৩ সালে)।
-
ক্রোয়েশিয়া শেনজেন এবং ইউরো মুদ্রা গ্রহণ করেছে ১ জানুয়ারি, ২০২৩ সালে।
0
Updated: 1 month ago
কোন দেশের উদ্যোগে Climate Vulnerable Forum (CVF) গঠিত হয়?
Created: 1 month ago
A
বাংলাদেশ
B
শ্রীলঙ্কা
C
ফিজি
D
মালদ্বীপ
Climate Vulnerable Forum (CVF) হলো একটি আন্তর্জাতিক ফোরাম, যা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশগুলোকে একত্রিত করে। এর লক্ষ্য হলো বৈশ্বিক জলবায়ু নীতি নির্ধারণে এই দেশগুলোর স্বার্থ ও সুরক্ষা নিশ্চিত করা।
• CVF গঠিত হয় ২০০৯ সালের কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের সময়, মালদ্বীপের উদ্যোগে।
• ফোরামের বর্তমান সদস্য সংখ্যা ৫৮টি দেশ।
• সংস্থাটির বর্তমান সভাপতি দেশ হলো ঘানা।
• CVF মূলত জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ রক্ষা এবং জলবায়ু কর্মসূচিতে সমন্বয় সাধনের জন্য কাজ করে।
0
Updated: 1 month ago
What is the Political maritime boundary of Bangladesh from the coast?
Created: 1 month ago
A
12 nautical miles
B
22 nautical miles
C
200 nautical miles
D
370 nautical miles
বাংলাদেশের সমুদ্রসীমা তার উপকূলীয় এলাকার দৈর্ঘ্য, রাজনৈতিক নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ।
-
বঙ্গোপসাগরের উপকূলরেখা দৈর্ঘ্য প্রায় ৭১৬ কিলোমিটার।
-
বঙ্গোপসাগরে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা প্রায় ১২ নটিক্যাল মাইল (২২.২২ কিলোমিটার)।
-
বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা প্রায় ২০০ নটিক্যাল মাইল (৩৭০.৪০ কিলোমিটার)।
-
নটিক্যাল মাইলের মান ১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার।
0
Updated: 1 month ago
What happens to light when it reaches the event horizon of a black hole?
Created: 1 month ago
A
It accelerates out
B
It bends and escapes
C
It reflects back
D
It gets trapped
যখন কোনো আলো ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের কাছে পৌঁছায়, তখন এটি চরম মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবের সম্মুখীন হয়। ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ এতই প্রবল যে আলোও পালাতে পারে না। একবার আলো বা পদার্থ ইভেন্ট হরাইজনের ভেতরে ঢুকে গেলে তা চিরতরে ব্ল্যাক হোলের মধ্যে আটকে যায়। আলো এখানে আটকে গেলেও তার গতি কমে না, কিন্তু পথ সম্পূর্ণভাবে ব্ল্যাক হোলের কেন্দ্রে আকৃষ্ট হয়। ফলে ইভেন্ট হরাইজন অতিক্রম করা আলো কোনোভাবেই বের হতে পারে না, প্রতিফলিত হয় না এবং বাইরে ছড়াতে পারে না।
সঠিক উত্তর: ঘ) It gets trapped।
কৃষ্ণবিবর (Black hole) সম্পর্কিত তথ্য:
-
১৯৬৯ সালে মার্কিন বিজ্ঞানী জন হুইলার কৃষ্ণবিবর আবিষ্কার করেন।
-
তিন সৌর ভরের সমান বা বেশি ভরের নক্ষত্র সুপার নোভা বিস্ফোরণের পর এর অভ্যন্তরে সংকুচিত হতে থাকে।
-
সংকোচনের কারণে আয়তন প্রায় শূন্য এবং ঘনত্ব প্রায় অসীম, ফলে মহাকর্ষ ক্ষেত্র এত প্রবল হয় যে কোনো আলো বা সংকেত বের হতে পারে না।
-
এই অবস্থাকে কৃষ্ণবিবর (Black hole) বলা হয়।
-
বাস্তবে মহাকর্ষ g-এর মান এত বেশি হয় যে ফোটন কণাও এর পৃষ্ঠ থেকে মুক্ত হতে বা বেরিয়ে আসতে পারে না।
0
Updated: 1 month ago