পৃথিবীর ছাদ বলা হয়-
A
গোবি মালভূমিকে
B
খর মরুভূমিকে
C
পামির মালভূমিকে
D
গোলান মালভূমিকে
উত্তরের বিবরণ
পামীর মালভূমি পৃথিবীর সবচেয়ে উঁচু ভূমি হিসেবে পরিচিত এবং এটি "পৃথিবীর ছাদ" নামেও খ্যাত।
-
স্থানীয় ভাষায় উচ্চারণ: ‘পমির’, যার অর্থ সূর্যের পা।
-
সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা: প্রায় ১৬,০০০ ফুট।
-
অবস্থান: মধ্য এশিয়ায়, পামীর পর্বতমালার কেন্দ্রস্থলে।
-
বিস্তৃতি: তাজিকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তিব্বত, চীন এবং পাকিস্তানের কিছু অংশ পর্যন্ত।
-
ভৌগোলিক বৈশিষ্ট্য: বিভিন্ন উঁচু পর্বতের মিলনস্থল, পৃথিবীর সর্বোচ্চ কয়েকটি পর্বতের মধ্যবর্তী।
-
মর্যাদা: পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি এবং তিব্বত মালভূমির সঙ্গে মিলিতভাবে এটি পৃথিবীর সবচেয়ে বড় মালভূমি অঞ্চল।
-
বিশেষত্ব: পৃথিবীর সর্বোচ্চ এলাকা হওয়ায় পৃথিবীর ছাদ বলা হয়।
0
Updated: 1 month ago
When was the International Criminal Court (ICC) established through the Rome Statute?
Created: 4 weeks ago
A
1998
B
2000
C
2002
D
2005
ICC (International Criminal Court) হলো বিশ্বের প্রথম স্থায়ী আন্তর্জাতিক ফৌজদারী আদালত, যা মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ, গণহত্যা ও আগ্রাসনের অপরাধের বিচার করে থাকে। এটি আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে বিবেচিত। নিচে এর বিস্তারিত তথ্য তুলে ধরা হলো—
-
পূর্ণরূপ: International Criminal Court (আন্তর্জাতিক অপরাধ আদালত)।
-
প্রতিষ্ঠা: ১৭ জুলাই, ১৯৯৮ — রোম সংবিধি (Rome Statute) স্বাক্ষরের মাধ্যমে গঠিত।
-
কার্যক্রম শুরু: ১ জুলাই, ২০০২।
-
সদর দপ্তর: হেগ, নেদারল্যান্ডস।
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ১২৫টি।
-
১২৫তম সদস্য দেশ: ইউক্রেন।
-
বর্তমান প্রেসিডেন্ট: তোমোকো আকানে (২০২৪–২০২৭)।
-
প্রেসিডেন্সির মেয়াদ: সদস্যরা ৩ বছরের জন্য নির্বাচিত হন।
-
রোম সংবিধির প্রেক্ষাপট:
-
১৯৯৮ সালের ১৫ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত ইতালির রোমে একটি আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্বের ১২০টি দেশের প্রতিনিধি অংশ নেন।
-
১২০–৭ ভোটের ব্যবধানে রোম সংবিধি গৃহীত হয়।
-
পর্যাপ্ত সংখ্যক রাষ্ট্র সংবিধি অনুমোদন করার পর ২০০২ সালের ১ জুলাই থেকে ICC আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।
-
-
রোম সংবিধির কাঠামো: এতে মোট ১৩টি অধ্যায় ও ১২৮টি অনুচ্ছেদ রয়েছে, যা আদালতের ক্ষমতা, কাঠামো ও কার্যপ্রণালী নির্ধারণ করে।
-
ICC আন্তর্জাতিক পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকারের সুরক্ষা এবং আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
0
Updated: 4 weeks ago
সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার উপর ন্যস্ত?
Created: 1 month ago
A
রাষ্ট্রপতি
B
প্রধানমন্ত্রী
C
আইনসভা
D
বিচারপতি
বাংলাদেশ একটি গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র, যেখানে সকল ক্ষমতার মূল উৎস জনগণ। দেশটি সংসদীয় পদ্ধতির এককেন্দ্রিক সরকার ব্যবস্থা দ্বারা পরিচালিত হয়।
-
স্বাধীনতা যুদ্ধ চলাকালীন, ১৯৭১ সালের ১০ই এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার, মুজিবনগর সরকার, গঠিত হয়।
-
এই ব্যবস্থায় রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
-
রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রপতি দেশের অন্যান্য সকল ব্যক্তির ঊর্ধ্বে অবস্থান করেন এবং সংবিধান অনুযায়ী প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য পালন করেন।
-
সংসদীয় রীতি অনুযায়ী, প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিপরিষদ গঠিত হয়।
-
সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর এবং তাঁর মন্ত্রিসভার উপর ন্যস্ত।
-
প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়বদ্ধ থাকেন।
উৎস:
0
Updated: 1 month ago
Who is the current president of the World Bank? (August, 2025)
Created: 1 month ago
A
Robert McNamara
B
Kristalina Georgieva
C
David Malpass
D
Ajay Banga
বিশ্ব ব্যাংক হলো বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক, যা ১৯৪৪ সালে ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয় এবং ১৯৪৬ সালে কার্যক্রম শুরু করে। এর সদর দপ্তর ওয়াশিংটন, যুক্তরাষ্ট্রে অবস্থিত। বর্তমান সময়ে (আগস্ট ২০২৫) এর সদস্য সংখ্যা ১৮৯টি, এবং বাংলাদেশ ১৯৭২ সালে এর সদস্য পদ লাভ করে। বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট অজয় বঙ্গা।
-
বিশ্ব ব্যাংক বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে।
-
বিশ্ব ব্যাংক গ্রুপ ৫টি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত, যা হলো:
-
IBRD
-
IDA
-
IFC
-
ICSID
-
MIGA
-
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago