আয়তনের দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত তম?
A
৯০ তম
B
৯৫ তম
C
১০৯ তম
D
১৯৫ তম
উত্তরের বিবরণ
পৃথিবীর দেশগুলোর আয়তনের দিক থেকে অবস্থান ও তুলনা আন্তর্জাতিক মান অনুযায়ী নির্ধারিত। World Atlas ও Worldometer অনুযায়ী, বাংলাদেশের অবস্থান আয়তনের দিক থেকে ৯৪তম, তবে অপশনে ৯৪ না থাকায় ৯৫তম হিসেবে ধরা হয়েছে।
আয়তনের দিক থেকে পৃথিবীর শীর্ষ ৫টি দেশ:
-
রাশিয়া – ১৭,০৯৮,২৪২ কিমি²
-
কানাডা – ৯,৯৮৪,৬৭০ কিমি²
-
চীন – ৯,৭০৬,৯৬১ কিমি²
-
যুক্তরাষ্ট্র – ৯,৩৭২,৬১০ কিমি²
-
ব্রাজিল – ৮,৫১৫,৭৬৭ কিমি²
0
Updated: 1 month ago
Which of the following is not a brigade force formed during the Liberation War?
Created: 1 month ago
A
Z Force
B
K Force
C
H Force
D
S Force
মুক্তিযুদ্ধের সময় ৩টি ব্রিগেড ফোর্স গঠিত হয়েছিল:
-
জেড ফোর্স
-
কে ফোর্স
-
এস ফোর্স
জেড ফোর্স
-
নেতৃত্বে: জিয়াউর রহমান
-
‘জেড ফোর্স’ নামে পরিচিত নিয়মিত বাহিনীর প্রথম ব্রিগেড জুলাই মাসে গঠিত হয়।
-
গঠিত হয় ১ম, ৩য় ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে।
এস ফোর্স
-
নেতৃত্বে: কে.এম. সফিউল্লাহ
-
‘এস ফোর্স’ নামে পরিচিত দ্বিতীয় নিয়মিত ব্রিগেড অক্টোবর মাসে গঠিত হয়।
-
গঠিত হয় দ্বিতীয় ও একাদশ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে।
কে ফোর্স
-
নেতৃত্বে: খালেদ মোশাররফ
-
‘কে ফোর্স’ গঠিত হয় ৪র্থ, ৯ম ও ১০ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যদের নিয়ে।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
When was the International Criminal Court (ICC) established through the Rome Statute?
Created: 4 weeks ago
A
1998
B
2000
C
2002
D
2005
ICC (International Criminal Court) হলো বিশ্বের প্রথম স্থায়ী আন্তর্জাতিক ফৌজদারী আদালত, যা মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ, গণহত্যা ও আগ্রাসনের অপরাধের বিচার করে থাকে। এটি আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে বিবেচিত। নিচে এর বিস্তারিত তথ্য তুলে ধরা হলো—
-
পূর্ণরূপ: International Criminal Court (আন্তর্জাতিক অপরাধ আদালত)।
-
প্রতিষ্ঠা: ১৭ জুলাই, ১৯৯৮ — রোম সংবিধি (Rome Statute) স্বাক্ষরের মাধ্যমে গঠিত।
-
কার্যক্রম শুরু: ১ জুলাই, ২০০২।
-
সদর দপ্তর: হেগ, নেদারল্যান্ডস।
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ১২৫টি।
-
১২৫তম সদস্য দেশ: ইউক্রেন।
-
বর্তমান প্রেসিডেন্ট: তোমোকো আকানে (২০২৪–২০২৭)।
-
প্রেসিডেন্সির মেয়াদ: সদস্যরা ৩ বছরের জন্য নির্বাচিত হন।
-
রোম সংবিধির প্রেক্ষাপট:
-
১৯৯৮ সালের ১৫ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত ইতালির রোমে একটি আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্বের ১২০টি দেশের প্রতিনিধি অংশ নেন।
-
১২০–৭ ভোটের ব্যবধানে রোম সংবিধি গৃহীত হয়।
-
পর্যাপ্ত সংখ্যক রাষ্ট্র সংবিধি অনুমোদন করার পর ২০০২ সালের ১ জুলাই থেকে ICC আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।
-
-
রোম সংবিধির কাঠামো: এতে মোট ১৩টি অধ্যায় ও ১২৮টি অনুচ্ছেদ রয়েছে, যা আদালতের ক্ষমতা, কাঠামো ও কার্যপ্রণালী নির্ধারণ করে।
-
ICC আন্তর্জাতিক পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকারের সুরক্ষা এবং আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
0
Updated: 4 weeks ago
’সুমাত্রা, ম্যানিলা’ কোন ফসলের উন্নত জাত?
Created: 2 months ago
A
আলু
B
তামাক
C
ভুট্টা
D
গম
উন্নত জাতের উদ্ভিদ
গমের উন্নত জাত:
আনন্দ, আকবর, দোয়েল, বরকত, বলাকা, সোনালিকা, জোপাটিকা, ইনিয়া-৬৬
আলুর উন্নত জাত:
ডায়মন্ড, সিন্দুরী, কুফরী, চমক, কার্ডিনাল
ভুট্টার উন্নত জাত:
বর্ণালি, শুভ্র, খইভুট্টা, মোহর উত্তরণ
তামাকের উন্নত জাত:
সুমাত্রা, ম্যানিলা
উৎস: কৃষিমন্ত্রনালয়
0
Updated: 2 months ago