উপমহাদেশের প্রথম মুসলিম চিকিৎসক কে?
A
ডা. ফিরোজা বেগম
B
ডা. রওশন আরা
C
ডা. কাজী জোহরা বেগম
D
ডা. কানিজ হাসিনা
উত্তরের বিবরণ
উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসক সম্পর্কে প্রশ্নটির ভাষায় কিছু ত্রুটি ছিল। সঠিকভাবে প্রশ্ন হওয়া উচিত ছিল: ‘উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসক কে?’। যদিও উপমহাদেশের প্রথম মুসলিম চিকিৎসক সম্পর্কিত নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, তবে প্রথম মুসলিম মহিলা চিকিৎসক হিসেবে ডা. কাজী জোহরা বেগমকে ধরা হয়।
ডা. কাজী জোহরা বেগম (১৯১২–২০০৭)
-
প্রথম আধুনিক বাঙালি মুসলিম মহিলা চিকিৎসক।
-
জন্ম: ১৯১২ সালের ১৫ অক্টোবর, ভারতের রঞ্জনগাঁও, এক সম্ভ্রান্ত পরিবারে।
-
পিতা: ডা. কাজী আব্দুস সাত্তার, একজন রাজনীতিক এবং মাদারীপুর জেলার কালকিনি উপজেলার গোপালপুর গ্রামের কাজী পরিবারের সদস্য।
-
শিক্ষাজীবনে একজন মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত ছিলেন।
0
Updated: 1 month ago
HTML এর পূর্ণরূপ কোনটি?
Created: 1 month ago
A
Hyper Text Message Link
B
Hyper Text Markup Language
C
Hyper Test Markup Language
D
Hyper Text Markup Link
কয়েকটি গুরুত্বপূর্ণ সংক্ষেপণ ও তাদের পূর্ণরূপ নিম্নরূপ:
-
HTML: Hyper Text Markup Language
-
ATM: Automated Teller Machine
-
WAN: Wide Area Network
-
MIMD: Multiple Instruction Multiple Data
-
DBMS: Database Management System
-
CPU: Central Processing Unit
-
RAM: Random Access Memory
-
ROM: Read Only Memory
-
OMR: Optical Mark Recognition
0
Updated: 1 month ago
পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করেছে কোনটি?
Created: 1 month ago
A
বাব এল-মান্দেব প্রণালী
B
সুয়েজ খাল
C
মালাক্কা প্রণালী
D
হরমুজ প্রণালী
হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করে এবং আরব উপদ্বীপকে ইরান থেকে পৃথক করে। এটি জ্বালানী তেল পরিবহনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি জলপথ।
-
হরমুজ প্রণালীর দৈর্ঘ্য প্রায় ৩৪ কিলোমিটার।
-
জাহাজ চলাচলের জন্য এতে দুটি লেন রয়েছে, প্রতিটি লেনের প্রস্থ প্রায় দুই মাইল।
-
প্রণালীটি সংকীর্ণ হলেও এটি পৃথিবীর সবচেয়ে বড় জাহাজগুলো চলাচলের জন্য সক্ষম।
-
পৃথিবীতে রপ্তানি হওয়া মোট জ্বালানী তেলের প্রায় এক পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে প্রবাহিত হয়।
0
Updated: 1 month ago
বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি?
Created: 1 month ago
A
হরিকেল
B
গৌড়
C
পুণ্ড্র
D
সমতট
প্রাচীন যুগে বাংলা কোনো একক বা অখণ্ড রাষ্ট্র ছিল না; তখন সমগ্র অঞ্চলটি বিভিন্ন ছোট ছোট অংশে বিভক্ত ছিল, যেগুলোকে জনপদ বলা হতো।
-
প্রাচীন বাংলার প্রধান জনপদগুলো হলো: বঙ্গ, বরেন্দ্র, সমতট, হরিকেল, রাঢ়, চন্দ্রদ্বীপ, তাম্রলিপ্ত, গঙ্গারিডাই, গৌড় প্রভৃতি।
-
এগুলোর মধ্যে পুন্ডুই ছিল প্রাচীন সভ্যতার দিক থেকে সবচেয়ে সমৃদ্ধ জনপদ।
-
বাংলাদেশে প্রাপ্ত জনপদগুলোর মধ্যে পুণ্ড্র প্রাচীনতম।
-
এই জনপদটি গঠিত হয়েছিল বগুড়া, দিনাজপুর, রাজশাহী প্রভৃতি অঞ্চলে, এবং এর রাজধানী ছিল পুন্ড্রনগর।
উল্লেখযোগ্য তথ্য:
-
হরিকেল জনপদ বিস্তৃত ছিল সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে।
-
সমতট জনপদ অন্তর্ভুক্ত ছিল কুমিল্লা ও নোয়াখালী অংশ।
-
গৌড় বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাই নবাবগঞ্জ জেলার একটি ঐতিহাসিক স্থান।
উৎস:
0
Updated: 1 month ago