বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি?
A
কাঁঠাল গাছ
B
বট গাছ
C
আম গাছ
D
জাম গাছ
উত্তরের বিবরণ
• আম
গাছ বাংলাদেশের জাতীয় বৃক্ষ।
• বাংলাদেশের
জাতীয় বিষয় সমূহ:
- জাতীয় ভাষা: বাংলা।
- জাতীয় সঙ্গীত: আমার সোনার বাংলা(প্রথম ১০ চরণ)।
- জাতীয় পাখি: দোয়েল।
- জাতীয় ফুল: শাপলা।
- জাতীয় পশু: রয়েল বেঙ্গল
টাইগার।
- জাতীয় বন: সুন্দরবন।
- জাতীয় ফল: কাঁঠাল।
- জাতীয় মাছ: ইলিশ।
- জাতীয় মসজিদ: বায়তুল মোকাররম।
- জাতীয় জাদুঘর: জাতীয় জাদুঘর শাহবাগ, ঢাকা।
- জাতীয় পতাকা: সবুজের মাঝে লাল বৃত্ত।
- জাতীয় কবি: কাজী নজরুল
ইসলাম।

0
Updated: 8 hours ago
বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি?
Created: 1 week ago
A
হরিকেল
B
গৌড়
C
পুণ্ড্র
D
সমতট
প্রাচীন যুগে বাংলা কোনো একক বা অখণ্ড রাষ্ট্র ছিল না; তখন সমগ্র অঞ্চলটি বিভিন্ন ছোট ছোট অংশে বিভক্ত ছিল, যেগুলোকে জনপদ বলা হতো।
-
প্রাচীন বাংলার প্রধান জনপদগুলো হলো: বঙ্গ, বরেন্দ্র, সমতট, হরিকেল, রাঢ়, চন্দ্রদ্বীপ, তাম্রলিপ্ত, গঙ্গারিডাই, গৌড় প্রভৃতি।
-
এগুলোর মধ্যে পুন্ডুই ছিল প্রাচীন সভ্যতার দিক থেকে সবচেয়ে সমৃদ্ধ জনপদ।
-
বাংলাদেশে প্রাপ্ত জনপদগুলোর মধ্যে পুণ্ড্র প্রাচীনতম।
-
এই জনপদটি গঠিত হয়েছিল বগুড়া, দিনাজপুর, রাজশাহী প্রভৃতি অঞ্চলে, এবং এর রাজধানী ছিল পুন্ড্রনগর।
উল্লেখযোগ্য তথ্য:
-
হরিকেল জনপদ বিস্তৃত ছিল সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে।
-
সমতট জনপদ অন্তর্ভুক্ত ছিল কুমিল্লা ও নোয়াখালী অংশ।
-
গৌড় বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাই নবাবগঞ্জ জেলার একটি ঐতিহাসিক স্থান।
উৎস:

0
Updated: 1 week ago
কোন রঙের আলাের
তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি?
Created: 2 weeks ago
A
বেগুনি
B
নীল
C
কমলা
D
লাল
আলোর তরঙ্গদৈর্ঘ্য
-
দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের ক্রম: বেগুনি < নীল < আসমানী < সবুজ < হলুদ < কমলা < লাল।
-
তরঙ্গদৈর্ঘ্য কম হলে তার বিক্ষেপণ বেশি হয়।
-
তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে তার বিক্ষেপণ কম হয়।
-
লাল আলো: তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাই এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে কম।
-
বেগুনি আলো: তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম, তাই এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে বেশি।

0
Updated: 2 weeks ago
’সুমাত্রা, ম্যানিলা’ কোন ফসলের উন্নত জাত?
Created: 2 weeks ago
A
আলু
B
তামাক
C
ভুট্টা
D
গম
উন্নত জাতের উদ্ভিদ
গমের উন্নত জাত:
আনন্দ, আকবর, দোয়েল, বরকত, বলাকা, সোনালিকা, জোপাটিকা, ইনিয়া-৬৬
আলুর উন্নত জাত:
ডায়মন্ড, সিন্দুরী, কুফরী, চমক, কার্ডিনাল
ভুট্টার উন্নত জাত:
বর্ণালি, শুভ্র, খইভুট্টা, মোহর উত্তরণ
তামাকের উন্নত জাত:
সুমাত্রা, ম্যানিলা
উৎস: কৃষিমন্ত্রনালয়

0
Updated: 2 weeks ago