বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি?
A
কাঁঠাল গাছ
B
বট গাছ
C
আম গাছ
D
জাম গাছ
উত্তরের বিবরণ
আম গাছ বাংলাদেশের জাতীয় বৃক্ষ এবং দেশের সাংস্কৃতিক ও প্রাকৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ প্রতীক।
বাংলাদেশের জাতীয় বিষয়সমূহ:
-
জাতীয় ভাষা: বাংলা
-
জাতীয় সঙ্গীত: আমার সোনার বাংলা (প্রথম ১০ চরণ)
-
জাতীয় পাখি: দোয়েল
-
জাতীয় ফুল: শাপলা
-
জাতীয় পশু: রয়েল বেঙ্গল টাইগার
-
জাতীয় বন: সুন্দরবন
-
জাতীয় ফল: কাঁঠাল
-
জাতীয় মাছ: ইলিশ
-
জাতীয় মসজিদ: বায়তুল মোকাররম
-
জাতীয় জাদুঘর: জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা
-
জাতীয় পতাকা: সবুজের মাঝে লাল বৃত্ত
-
জাতীয় কবি: কাজী নজরুল ইসলাম
0
Updated: 1 month ago
নিম্নের কোনটি বিষমমণ্ডল (Hydrosphere)-এর অন্তর্ভুক্ত?
Created: 1 month ago
A
ট্রপোমণ্ডল
B
স্ট্রাটোমণ্ডল
C
তাপমন্ডল
D
মেসোমণ্ডল
বায়ুমন্ডলের স্তরবিন্যাস ও বৈশিষ্ট্য:
- বায়ুমণ্ডল যে সমস্ত উপাদানে গঠিত তাদের প্রকৃতি, বৈশিষ্ট্য ও উষ্ণতার পার্থক্য অনুসারে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে পাঁচটি স্তরে ভাগ করা হয়।
- যথা- ট্রপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমন্ডল ও এক্সোমন্ডল ।
- উল্লিখিত স্তরগুলোর প্রথম তিনটি সমমণ্ডল (Homosphere)।
- এবং পরবর্তী দুটি বিষমমণ্ডল (Hetrosphere)-এর অন্তর্ভুক্ত।
• তাপমন্ডল ও এক্সোমন্ডল বিষমমণ্ডল (Hydrosphere)-এর অন্তর্ভুক্ত
0
Updated: 1 month ago
যে বায়ু ঋতু পরিবর্তনের সাথে সাথে দিক পরিবর্তন করে তাকে কী বলে?
Created: 1 month ago
A
মৌসুমী জলবায়ু
B
নিরক্ষীয় জলবায়ু
C
মহাদেশীয় জলবায়ু
D
মহাদেশীয় জলবায়ু
সাধারণ জ্ঞান
IPCC- Intergovernmental Panel on Climate Change(জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থা)
সাধারণ জ্ঞান
মৌসুমী জলবায়ু অঞ্চল এমন একটি অঞ্চল যেখানে বাতাসের দিক ও প্রবাহ ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। "মৌসুম" শব্দটি আরবি ভাষা থেকে এসেছে, যার অর্থ ঋতু, এবং এখান থেকেই মৌসুমী জলবায়ুর নামের উৎপত্তি।
• যে বায়ুর প্রবাহ ঋতু পরিবর্তনের সাথে দিক পরিবর্তন করে তাকে মৌসুমী বায়ু বলা হয়।
• যে অঞ্চলগুলোর উপর দিয়ে এই মৌসুমী বায়ু প্রবাহিত হয়, সেগুলোকে বলা হয় মৌসুমী জলবায়ু অঞ্চল।
• গ্রীষ্মকালে এসব অঞ্চলে তাপমাত্রা বেশি থাকে এবং প্রচুর বৃষ্টিপাত হয়।
• শীতকালে এ অঞ্চলগুলো থাকে শুষ্ক ও বৃষ্টিহীন, যা মৌসুমী জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য।
• মৌসুমী জলবায়ু অঞ্চল সাধারণত ১৫° থেকে ৩০° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত।
• বিশেষ করে মহাদেশের পূর্বাঞ্চল এবং কর্কটক্রান্তি ও মকরক্রান্তির মধ্যবর্তী অঞ্চলসমূহ এই জলবায়ুর অন্তর্ভুক্ত।
0
Updated: 1 month ago
বাংলাদেশে কী ধরনের রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান?
Created: 2 months ago
A
একদলীয় ব্যবস্থা
B
দ্বি-দলীয় ব্যবস্থা
C
একনায়কতন্ত্র
D
বহু-দলীয় ব্যবস্থা
একদলীয় ব্যবস্থা
-
রাষ্ট্রে যখন কেবলমাত্র একটি রাজনৈতিক দল থাকে, তখন সেটিকে একদলীয় ব্যবস্থা বলা হয়।
-
একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থায় সাধারণত একটিমাত্র দল বিদ্যমান থাকে।
-
এই ব্যবস্থায় বিরোধী দলের কোনো অস্তিত্ব স্বীকৃত হয় না।
দ্বি-দলীয় ব্যবস্থা
-
যখন রাষ্ট্রে মাত্র দুটি রাজনৈতিক দল থাকে, তখন তাকে দ্বি-দলীয় ব্যবস্থা বলা হয়।
-
এ ব্যবস্থায় একটি দল সরকার গঠন করে এবং অপর দল বিরোধী দলের দায়িত্ব পালন করে।
-
প্রকৃত অর্থে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে দ্বি-দলীয় ব্যবস্থাই চালু রয়েছে।
বহু-দলীয় ব্যবস্থা
-
একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যখন দুইয়ের অধিক রাজনৈতিক দল ক্ষমতা অর্জনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে কার্যকর ভূমিকা পালন করে, তখন তাকে বহু-দলীয় ব্যবস্থা বলা হয়।
-
ফ্রান্স, ইতালি, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ অনেক দেশে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান।
উৎস: পৌরনীতি ও সুশাসন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 2 months ago