জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা বা জাতিসংঘ পর্যটন (পূর্বতন UNWTO) এর সদর দপ্তর কোথায়?
A
তুরিন, ইতালি
B
মাদ্রিদ, স্পেন
C
প্যারিস, ফ্রান্স
D
ফ্রাঙ্কফুর্ট, জার্মানি
উত্তরের বিবরণ
জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা বা UN Tourism হলো একটি বিশেষায়িত সংস্থা যা বৈশ্বিক পর্যটন খাতের উন্নয়ন, সহযোগিতা এবং টেকসই ভ্রমণকে উৎসাহিত করে।
এর সদর দপ্তর মাদ্রিদ, স্পেন-এ অবস্থিত এবং এটি পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি দারিদ্র্য হ্রাস ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
পূর্ণরূপ: United Nations World Tourism Organization (UNWTO)
-
প্রতিষ্ঠিত: ১ নভেম্বর, ১৯৭৫
-
জাতিসংঘের বিশেষ সংস্থা হিসেবে মর্যাদা: ২০০৩
-
সদর দপ্তর: মাদ্রিদ, স্পেন
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৬০টি
-
বর্তমান মহাসচিব: যুরাব পলোকাসভিলি (Zurab Pololikashvili)
উদ্দেশ্য:
-
বৈশ্বিক পর্যটন খাতের উন্নয়ন ও টেকসই পর্যটন নিশ্চিত করা
-
পরিবেশবান্ধব ভ্রমণকে উৎসাহিত করা
-
দারিদ্র্য হ্রাসে পর্যটনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা
-
পর্যটন খাতে আন্তর্জাতিক নীতি ও মান নির্ধারণ করা
-
উন্নয়নশীল দেশগুলোতে পর্যটনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি
ইতিহাস:
-
১৯৩৪ সালে শুরু হয় International Union of Official Tourist Propaganda Organizations (IUOTPO) নামে
-
১৯৪৬ সালে IUOTPO প্রতিস্থাপনের জন্য নতুন আন্তর্জাতিক বেসরকারি সংস্থা গঠনের সিদ্ধান্ত
-
১৯৭০ সালের ২৭ সেপ্টেম্বর মেক্সিকো সিটিতে IUOTO বিশেষ সাধারণ পরিষদের সভায় নাম পরিবর্তন করে The World Tourism Organization (UNWTO)
-
১৯৭৫ সালে মাদ্রিদে প্রথম WTO সাধারণ পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়, রবার্ট লোনাতিকে প্রথম মহাসচিব হিসেবে নির্বাচন করা হয় এবং সদর দপ্তর স্থাপন করা হয়
-
২০২৩ সাল থেকে আনুষ্ঠানিকভাবে “UN Tourism” নামে পরিচিত
উল্লেখযোগ্য:
-
বিশ্ব পর্যটন দিবস পালিত হয় ২৭ সেপ্টেম্বর

0
Updated: 8 hours ago