(প্রশ্নটি তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়।) সম্প্রতি গার্মেন্টসসহ কতিপয় দ্রব্য বিনাশুল্কে কোন দেশে প্রবেশাধিকার পেয়েছে?
A
যুক্তরাষ্ট্র
B
কানাডা
C
জাপান
D
চীন
উত্তরের বিবরণ
প্রশ্নটি তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়।
• বস্ত্র খাত:
- ২০২২-২৩ অর্থবছরে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় প্রায় ৪৬.৯৯ বিলিয়ন মার্কিন ডলার, যা উক্ত সময়ে দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৪.৫৭ শতাংশ।
• গুরুত্বপূর্ণ তথ্য:
- বাংলাদেশের তৈরি পোশাক খাত ‘তৈরি পোশাক’ ও ‘নীটওয়্যার’ – ইত্যাদি কয়েক ধরনের রপ্তানি পণ্যের সমন্বয়ে গঠিত।
- ২০২৩-২৪ অর্থবছরে তৈরি পোশাক ও নীটওয়্যার পণ্যের রপ্তানি আয় – ৩২,৮৫৬ মিলিয়ন মার্কিন ডলার যা মোট রপ্তানি আয়ের ৮৫.৪৫%।
- একক পণ্য হিসাবে নীটওয়্যার সবচেয়ে বেশি রপ্তানি হয়। পরিমাণ – ১৮,৫৯২ মিলিয়ন মার্কিন ডলার।
সূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৪, বাণিজ্য মন্ত্রণালয় ওয়েবসাইট।
0
Updated: 3 months ago
শহিদ আসাদ দিবস কোনটি?
Created: 1 month ago
A
১৯ জানুয়ারি
B
২০ জানুয়ারি
C
২৬ জানুয়ারি
D
১৪ জানুয়ারি
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে শহিদ আসাদ একটি গুরুত্বপূর্ণ নাম। তার আত্মত্যাগ গণঅভ্যুত্থানকে আরও বেগবান করেছিল এবং আন্দোলনের গতি ত্বরান্বিত করেছিল। এই দিনটি স্মরণে প্রতিবছর শহিদ আসাদ দিবস পালিত হয়।
-
২০ জানুয়ারি শহিদ আসাদ দিবস পালন করা হয়।
-
১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় এই দিনে মোহাম্মদ আসাদুজ্জামান (আসাদ) পুলিশের গুলিতে শহীদ হন।
-
সেদিন ঢাকা মেডিকেল কলেজের সামনে ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালায়।
-
শহিদ আসাদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র।
0
Updated: 1 month ago
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির সর্বোচ্চ গন্তব্য কোন দেশ?
Created: 1 month ago
A
কানাডা
B
জার্মানি
C
যুক্তরাষ্ট্র
D
স্পেন
২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক (RMG) রপ্তানি চিত্র
সার্বিক রপ্তানি অবস্থা:
-
মোট রপ্তানি: ৪৬.৫৭ বিলিয়ন মার্কিন ডলার (২০১টি দেশ ও অঞ্চল)
-
তৈরি পোশাক খাতের রপ্তানি আয়: ৩৯.৩৫ বিলিয়ন মার্কিন ডলার
-
খাতটির প্রবৃদ্ধি: ৮.৮৪%
দেশভিত্তিক প্রধান বাজার:
-
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ): ১৯.৭১ বিলিয়ন ডলার (৫০.১০%)
-
মার্কিন যুক্তরাষ্ট্র: ৭.৫৪ বিলিয়ন ডলার (১৯.১৮%)
-
যুক্তরাজ্য: ৪.৩৫ বিলিয়ন ডলার (১১.০৫%)
-
কানাডা: ১.৩০ বিলিয়ন ডলার (৩.৩১%)
ইউরোপের ভেতরে প্রধান বাজারসমূহ:
-
জার্মানি: ৪.৯৫ বিলিয়ন ডলার
-
স্পেন: ৩.৪০ বিলিয়ন ডলার
-
ফ্রান্স: ২.১৬ বিলিয়ন ডলার
-
নেদারল্যান্ডস: ২.০৯ বিলিয়ন ডলার
-
পোল্যান্ড: ১.৭০ বিলিয়ন ডলার
-
ইতালি: ১.৫৪ বিলিয়ন ডলার
-
ডেনমার্ক: ১.০৪ বিলিয়ন ডলার
প্রবৃদ্ধি (২০২৪–২৫ অর্থবছরে):
-
ইইউ বাজারে: ৯.১০%
-
যুক্তরাষ্ট্রে: ১৩.৭৯%
-
কানাডায়: ১২.০৭%
আন্তর্জাতিক অবস্থান:
-
ডব্লিউটিও’র World Trade Statistics 2024 অনুযায়ী, চীনের পর বাংলাদেশ বিশ্বের ২য় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ।
উৎস:
i) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
ii) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ওয়েবসাইট
iii) প্রথম আলো
0
Updated: 1 month ago
’অগ্নিশ্বর’ কোন ফসলের উন্নত জাত?
Created: 1 month ago
A
বেগুন
B
কলা
C
গম
D
টমেটো
উন্নত জাতের কলা, বেগুন, টমেটো ও গমের বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের তথ্য নিম্নরূপে整理 করা যেতে পারে। এই জাতগুলো কৃষিতে অধিক ফলন এবং উন্নত মান নিশ্চিত করে।
-
উন্নত জাতের কলা:
-
অগ্নিশ্বর
-
চাঁপা
-
কবরী সিঙ্গাপুরী
-
কাবুলী
-
মেহের সাগর
-
অমৃত সাগর
-
সবরি
-
অনুপম
-
মালভোগ
-
মর্তমান
-
-
উচ্চ ফলনশীল বেগুন জাত:
-
চমক এফ১
-
বিটি বেগুন
-
বিজয়
-
পার্পল কিং
-
কাজলা (বারি বেগুন ৪)
-
নয়নতারা (বারি বেগুন ৫)
-
তারাপুরী (বারি বেগুন ২)
-
শুকতারা
-
ডিম বেগুন
-
মুক্তকেশী
-
-
উচ্চ ফলনশীল টমেটো জাত:
-
বাহার
-
রোমাভিএফ
-
রাজা
-
সুরক্ষা
-
হাইটম-২
-
-
উচ্চ ফলনশীল গমের জাত:
-
কাঞ্চন
-
আকবর
-
অঘ্রাণী
-
প্রতিভা
-
সৌরভ
-
গৌরব
-
0
Updated: 1 month ago