'The One Big Beautifull Bill Act' এ USA হতে remittance প্রেরণ করতে কী পরিমাণ কর ধার্য করা হয়েছে?
A
৫%
B
৩%
C
১%
D
২%
উত্তরের বিবরণ
'The One Big Beautiful Bill Act' যুক্তরাষ্ট্রে পাসকৃত একটি বিতর্কিত আইন, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবনায় সামনে আসে এবং এতে remittance বা বিদেশে অর্থ পাঠানোর ওপর কর আরোপ করা হয়।
এই বিলটি ২০২৫ সালের জুলাই মাসে কংগ্রেসে পাস হয় এবং ৪ জুলাই স্বাক্ষরিত হয়।
মূলত কর নীতি, ব্যয় সংকোচন এবং সামরিক ও জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধিই ছিল এর প্রধান উদ্দেশ্য। নিচে মূল তথ্যগুলো দেওয়া হলো:
-
নতুন কর ব্যবস্থা: শুরুতে প্রস্তাব করা হয়েছিল বিদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে ৫% কর। পরবর্তীতে তা কমিয়ে ৩.৫% করা হয় এবং সর্বশেষ ১% কর ধার্য করা হয়।
-
কংগ্রেসে পাস: ১ জুলাই, ২০২৫ তারিখে সিনেটে এটি পাস হয় এবং প্রতিনিধি পরিষদে ২১৮–২১৪ ভোটে অনুমোদিত হয়।
-
ব্যয় সংকোচন: স্বাস্থ্য ও নিরাপত্তা খাতে ব্যয় কমানো হয়।
-
অভিবাসন নীতি: অবৈধ অনুপ্রবেশ রোধ ও অভিবাসন প্রত্যাশীদের নিয়ন্ত্রণে বিপুল অর্থ ব্যয়ের অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৭৮ বিলিয়ন মার্কিন ডলার, যা সীমান্ত প্রাচীর নির্মাণ ও সীমান্তে পুলিশ সংখ্যা বাড়াতে ব্যবহৃত হবে।
-
সামরিক খাতে বিনিয়োগ: সামরিক খাতে বরাদ্দ ধরা হয় ১৫৩ বিলিয়ন মার্কিন ডলার, বিশেষ করে মিসাইল, যুদ্ধজাহাজ ও পারমাণবিক অস্ত্র তৈরির জন্য।
-
জ্বালানি খাতে নীতি পরিবর্তন: জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়াতে বাজেট বরাদ্দ করা হয়। ট্রাম্পের প্রচারে দেওয়া স্লোগান “Drill Baby Drill” বাস্তবায়নের জন্য খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনে নতুন বিনিয়োগ নির্ধারণ করা হয়।
-
বিকল্প শক্তি ও পরিবেশনীতি: পূর্বে বিকল্প শক্তি ও ইলেকট্রিক গাড়ির জন্য যে আর্থিক প্রণোদনা দেওয়া হয়েছিল, তা বিলুপ্ত করা হয়। পরিবেশবিদেরা বিশেষভাবে উদ্বিগ্ন জীবাশ্ম জ্বালানি ব্যবহারের এই পরিকল্পনা নিয়ে।

0
Updated: 8 hours ago
নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?
Created: 1 week ago
A
ভারত-নেপাল
B
ভারত-পাকিস্তান
C
ভারত-চীন
D
ভারত-ভুটান
নাথু লা পাস ভারত ও চীনের সীমান্তে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ গিরিপথ, যা তিব্বত ও সিকিমের সীমান্তে রয়েছে। এটি চীনের প্রাচীন সিল্ক রোডের অংশ এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৪,৪৫০ ফুট উঁচুতে অবস্থান করছে।
বর্তমানে নাথু লা পাস চীন ও ভারতের মধ্যে বাণিজ্যের প্রধান রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে।
-
নাথু লা পাস ভারতের সিকিম রাজ্যের সীমান্তে অবস্থিত।
-
এটি চীন ও ভারতের মধ্যে একটি প্রাচীন ও ঐতিহাসিক গিরিপথ।
-
সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় ১৪,৪৫০ ফুট।
-
চীনের প্রাচীন সিল্ক রোডের একটি অংশ হিসেবে গুরুত্বপূর্ণ।
-
বর্তমানে এটি চীন-ভারতের বাণিজ্যের জন্য ব্যবহৃত প্রধান রুট।

0
Updated: 1 week ago
World Development Report নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা?
Created: 3 weeks ago
A
UNDP
B
World Bank
C
IMF
D
BRICS
বিশ্বব্যাংক ও ‘World Development Report’
বিশ্বব্যাংক (World Bank)
-
বিশ্বব্যাংক মূলত IBRD (International Bank for Reconstruction and Development) বোঝায়।
-
প্রতিষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে এবং কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
-
সদর দপ্তর: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র।
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৮৯টি দেশ।
-
বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ, যিনি যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত।
-
বিশ্বব্যাংকের প্রধান অঙ্গসংস্থা ৫টি।
উদ্দেশ্য ও কার্যক্রম
-
মধ্যম আয়ের দেশগুলোকে ঋণ প্রদান করা এবং অর্থনৈতিক পরামর্শ দেওয়া।
-
প্রথম ঋণ গ্রহীতা দেশ: ফ্রান্স।
-
১৯৬০ সালে কিউবা বিশ্বব্যাংকের সদস্যপদ থেকে সরে যায়।
বিশ্ব উন্নয়ন প্রতিবেদন (World Development Report)
-
বিশ্বব্যাংক প্রতি বছর প্রকাশ করে দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির তুলনামূলক প্রতিবেদন।
-
প্রতিবেদন তৈরি হয় মাথাপিছু আয়ের ভিত্তিতে, যা বিশ্বব্যাপী বিভিন্ন দেশের তুলনামূলক উন্নয়নকে তুলে ধরে।
-
প্রথম প্রকাশিত: ১৯৭৮ সাল থেকে।
উৎস: World Bank ওয়েবসাইট।

0
Updated: 3 weeks ago
এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?
Created: 1 month ago
A
নেপাল
B
ভারত
C
ভুটান
D
মালদ্বীপ
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।
নেপালকে ১৯৬২ ও ১৯৯০ সালের সংবিধানের মাধ্যমে সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয়েছিল। ২০০৭ সালের জানুয়ারিতে, অন্তর্বর্তীকালীন সংসদের মাধ্যমে নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করা হলেও,
তখন ধর্মের স্বাধীনতাকে বিশেষভাবে প্রভাবিত করে এমন কোনো আইন পরিবর্তন করা হয়নি। তবে ২০০৮ সালে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে নেপাল প্রজাতন্ত্র ঘোষণা করা হয়, এবং এর পর নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে সংবিধানে চিহ্নিত করা হয়।
- অপশনের ৪টি রাষ্ট্র সাংবিধানিকভাবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র।
উৎস: U.S. Department of State (.gov) ওয়েবসাইট।

0
Updated: 1 month ago