ইরানের ফর্দো (Fordow) পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রটি কোন প্রদেশে অবস্থিত?
A
ইসফাহান
B
ইলাম (ভুল উত্তর)
C
বুমেহর
D
আলবোজ
উত্তরের বিবরণ
ইরানের ফর্দো পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রটি কোম (Qom) প্রদেশে অবস্থিত এবং প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
-
ইরানের মোট প্রদেশ সংখ্যা হচ্ছে ৩১টি।
-
প্রশ্নাবলীর মধ্যে যেগুলো দেওয়া ছিল—ইস্ফাহান, ইলাম, আলবোজ, বুশেহর—এসব ফোর্দো (Fordow) কেন্দ্রের নিকটস্থ নয়; এগুলো আলাদা আলাদা প্রদেশ।
-
ফোর্দো (Fordow) পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রটির বৈশিষ্ট্য:
-
তেহরান থেকে প্রায় ১৬০ কিমি দক্ষিণে, কোম শহরের কাছে পাহাড়ের নিচে অবস্থিত।
-
প্রধান কক্ষগুলো মাটির প্রায় ৮০–৯০ মিটার নিচে নির্মিত।
-
এখানে ইউরেনিয়াম enrichment করা হয় এবং বলা হয় প্লান্টটি বিমান হামলার বিরুদ্ধে অত্যন্ত সুরক্ষিত।
-
এখানে অন্তত ৩,০০০ সেন্ট্রিফিউজ রাখার ব্যবস্থা আছে, যা ইউরেনিয়ামকে অস্ত্র-যখন প্রয়োজনীয় স্তরে সমৃদ্ধ করতে সক্ষম হতে পারে।
-
সেন্ট্রিফিউজ হলো এমন একটি যন্ত্র যা ইউরেনিয়ামকে সমৃদ্ধ (enrich) করার কাজে ব্যবহৃত হয়।
-
ইরান ২০০৯ সালের অক্টোবরে IAEA-কে জানিয়েছিল যে সম্ভাব্য সামরিক হামলার হুমকির কারণে তাদের এই স্থাপনাটি ভূগর্ভে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল; ফোর্দোকে নাতাঞ্জ কেন্দ্রের বিকল্প হিসেবেও তৈরি করা হয়েছিল।
-
-
নাতাঞ্জ (Natanz) ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র:
-
নাতাঞ্জ ফুয়েল এনরিচমেন্ট প্লান্ট (FEP) হলো ইরানের সবচেয়ে বড় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র।
-
এটি ২০০৭ সালের ফেব্রুয়ারিতে কার্যক্রম শুরু করে।
-
এখানে সেন্ট্রিফিউজ প্রযুক্তি ব্যবহার করা হয় এবং প্লান্টটির দুটি ইউনিট মাটির নিচে বিশেষ সুরক্ষা সহ নির্মিত।
-
-
খোনদাব (Khondab) হেভি ওয়াটার রিঅ্যাক্টর (আগে আরাক):
-
এটি ইরানের মারকাজি (Markazi) প্রদেশে খোনদাব শহরের কাছে অবস্থিত।
-
রিঅ্যাক্টরটি মূলত গবেষণার উদ্দেশ্যে নির্মিত হলেও এটি প্লুটোনিয়াম উৎপাদন করতে সক্ষম, যা পারমাণবিক বোমার উপাদান হতে পারে; এজন্য আন্তর্জাতিক উদ্বেগ রয়েছে।
-
-
ইস্পাহান পারমাণবিক প্রযুক্তি কেন্দ্র:
-
এখানে ইউরেনিয়ামকে প্রক্রিয়াজাত করে ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড (UF₆) তৈরি করা হয়, যা পরে নাতাঞ্জ বা ফোর্দোতে পাঠানো হয় সমৃদ্ধকরণের জন্য।
-
এ ছাড়া এখানেই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি প্রস্তুত করা হয়, যার মধ্যে বুশেহর বিদ্যুৎকেন্দ্রও অন্তর্ভুক্ত।
-
-
বুশেহর (Bushehr) পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র:
-
ইরানের একমাত্র বৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, যা বুশেহর শহরের দক্ষিণে পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত।
-
নির্মাণ কাজ ১৯৭৫ সালে জার্মানির সহায়তায় শুরু হয়।
-
এখানে ব্যবহৃত ইউরেনিয়াম রাশিয়া থেকে আনা হয় এবং ব্যবহৃত জ্বালানি ফের রাশিয়ায় ফেরত পাঠানো হয়, যাতে তা পারমাণবিক অস্ত্র নির্মাণে না ব্যবহার করা যায়।
-

0
Updated: 8 hours ago
নিম্নলিখিত কোনটি International Mother Earth day?
Created: 4 weeks ago
A
১৮ এপ্রিল
B
২০ এপ্রিল
C
২২ এপ্রিল
D
২৪ এপ্রিল
২২ এপ্রিল – আন্তর্জাতিক ধরিত্রী দিবস (International Mother Earth Day)
-
প্রতিবছর ২২ এপ্রিল বিশ্বজুড়ে ধরিত্রী দিবস পালিত হয়।
-
এই দিনটি পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির উদ্দেশ্যে নির্ধারিত।
-
দিনটি প্রথমবার পালিত হয় ১৯৭০ সালে।
-
বর্তমানে এটি বিশ্বব্যাপী Earth Day Network দ্বারা পরিচালিত হয়।
-
১৯৯০ সালে জাতিসংঘ এটি তাদের বার্ষিক পঞ্জিকায় অন্তর্ভুক্ত করে।
-
এরপর থেকে জাতিসংঘের সদস্য দেশগুলো দিবসটি পালন করার জন্য উৎসাহিত হয়।
-
বর্তমানে ১৯৩টি দেশে প্রতিবছর ধরিত্রী দিবস উদযাপিত হয়।
-
২০২৪ সালের প্রতিপাদ্য: “পৃথিবী বনাম প্লাস্টিক” – অর্থাৎ পরিবেশ রক্ষায় আমাদের সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে, বিশেষ করে প্লাস্টিক ব্যবহারের বিষয়ে।
উৎস: UN ওয়েবসাইট

0
Updated: 4 weeks ago
ব্রিকসের সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়-
Created: 1 month ago
A
রাশিয়া
B
ব্রাজিল
C
ভারত
D
দক্ষিণ আফ্রিকা
ব্রিকস শীর্ষ সম্মেলন ২০২৩ ও সম্প্রসারণের তথ্য
ব্রিকস (BRICS) হলো একটি অর্থনৈতিক জোট, যা মূলত পাঁচটি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। এই জোটের কোনো স্থায়ী সদর দপ্তর নেই।
১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন (২০২৩):
-
অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায়।
-
এটি ছিল জোটের ধারাবাহিক বৈঠকের অংশ।
নতুন সদস্য সংযোজন:
-
সম্মেলনে তিনটি মহাদেশের ছয়টি দেশকে ব্রিকস-এ যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
-
দেশগুলো হলো: সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মিশর, ইথিওপিয়া এবং আর্জেন্টিনা।
-
এই দেশগুলো ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে ব্রিকসের সদস্য হবে।
-
মূল পাঁচটি দেশ মনে করছে যে এই ছয়টি দেশ বর্তমান সময়ে যোগদানের যোগ্য।
তথ্যসূত্র: প্রথম আলো, ২৫ আগস্ট ২০২৩

0
Updated: 1 month ago
মিনস্ক নিচের কোন দেশের রাজধানী?
Created: 2 weeks ago
A
তাজাকিস্তান
B
আজারবাইজান
C
পর্তুগাল
D
বেলারুশ
বেলারুশ
বেলারুশ হলো পূর্ব ইউরোপের একটি দেশ। দেশের রাজধানী মিনস্ক এবং মুদ্রা হলো রুবল।
অন্য দেশের রাজধানী:
-
তাজাকিস্তান: দুশানবে
-
আজারবাইজান: বাকু
-
পর্তুগাল: লিসবন
উৎস: Britannica

0
Updated: 2 weeks ago