বিশুদ্ধ পানির pH কত?
A
5
B
6
C
7
D
8
উত্তরের বিবরণ
বিশুদ্ধ পানি নিরপেক্ষ প্রকৃতির, যার pH মান ৭।
-
pH:
-
pH হলো হাইড্রোজেন আয়নের ঘনত্বের পরিমাপ, যা কোনো দ্রবণের অম্লতা বা ক্ষারীয়তা নির্দেশ করে।
-
এর মান 0 থেকে 14 পর্যন্ত হয়।
-
কোনো পদার্থের নিরপেক্ষতা নির্ভর করে এর pH মানের উপর।
-
pH স্কেলে 7 মান নিরপেক্ষতা নির্দেশ করে।
-
pH মান 7 এর নিচে হলে দ্রবণ অম্লীয়, আর 7 এর উপরে হলে দ্রবণ ক্ষারীয় হয়।
-
বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়ন (H⁺) এবং হাইড্রোক্সিল আয়ন (OH⁻) সমান থাকে, ফলে pH মান 7 হয়।
-
বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড বৃষ্টির পানির সাথে মিশে কার্বনিক এসিড তৈরি করে, তাই বৃষ্টির পানির pH সাধারণত 5.6-এর কাছাকাছি হয়।
-
মাটির pH সাধারণত 4 থেকে 8 পর্যন্ত থাকে।
-
স্বাভাবিক অবস্থায় মানব দেহের রক্তের pH প্রায় 7.45।
-
20–27°C তাপমাত্রায় বিশুদ্ধ পানির pH 7 হয়।
-
0
Updated: 1 month ago
একটি মাত্র গর্ভাশয় থেকে উৎপন্ন ফলকে কী বলা হয়?
Created: 1 month ago
A
অপ্রকৃত ফল
B
গুচ্ছ ফল
C
সরল ফল
D
যৌগিক ফল
ফল হলো নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশসহ পরিপুষ্ট হয়ে যে অঙ্গ গঠন করে।
ফলের প্রকারভেদ:
-
যদি শুধুমাত্র গর্ভাশয় ফলে পরিণত হয়, তাকে প্রকৃত ফল বলা হয়, যেমন: আম, কাঁঠাল।
-
যদি গর্ভাশয় ছাড়া ফুলের অন্যান্য অংশ পুষ্ট হয়ে ফলে পরিণত হয়, তাকে অপ্রকৃত ফল বলা হয়, যেমন: আপেল, চালতা।
প্রকৃত ও অপ্রকৃত ফলকে আবার তিন ভাগে ভাগ করা যায়:
১) সরল ফল:
-
ফুলের একটি মাত্র গর্ভাশয় থেকে উৎপন্ন ফল।
-
রসাল বা শুষ্ক হতে পারে।
-
ধরন:
ক) রসাল ফল: ফলত্বক পুরু ও রসাল; পাকলে ফলত্বক ফেটে যায় না। যেমন: আম, জাম, কলা।
খ) নীত ফল: ফলত্বক পাতলা; পরিপক্ক হলে ত্বক শুকিয়ে ফেটে যায়। যেমন: শিম, ঢেঁড়স, সরিষা।
২) যৌগিক ফল:
-
একটি মঞ্জরির সম্পূর্ণ অংশ একত্র হয়ে এক ফলের সৃষ্টি করে।
-
উদাহরণ: আনারস, কাঁঠাল।
৩) গুচ্ছ ফল:
-
একটি ফুলে অনেকগুলো গর্ভাশয় থাকে; প্রতিটি গর্ভাশয় ফলের রূপ নেয়ে একটি বোঁটার উপর গুচ্ছাকারে অবস্থান করে।
-
উদাহরণ: চম্পা, নয়নতারা, আকন্দ, আতা, শরীফা।
0
Updated: 1 month ago
অলফ্যাক্টরি স্নায়ু কোন ধরনের স্নায়ু?
Created: 1 month ago
A
মিশ্র
B
সংবেদী
C
অসংবেদী
D
আজ্ঞাবাহী
করোটিক স্নায়ু হলো সেই সব স্নায়ু যা মস্তিষ্কের বিভিন্ন অংশ থেকে উৎপন্ন হয়ে করোটিকার ছিদ্রপথের মাধ্যমে বের হয়ে দেহের বিভিন্ন অঙ্গে বিস্তৃত হয়।
-
মানুষের করোটিক স্নায়ু ১২ জোড়া।
-
করোটিক স্নায়ু তিন প্রকারের হতে পারে: সংবেদী (Sensory), আজ্ঞাবাহী বা মোটর (Motor), এবং মিশ্র (Mixed)।
-
সংবেদী স্নায়ু: কোন সংবেদী অঙ্গ থেকে উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বা মস্তিষ্কে পৌঁছে দেয়।
-
উদাহরণ: অলফ্যাক্টরি স্নায়ু, অপটিক স্নায়ু।
-
-
মোটর বা আজ্ঞাবাহী স্নায়ু: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নির্দেশ নির্দিষ্ট অঙ্গে পৌঁছে দেয়।
-
উদাহরণ: অকুলোমোটর স্নায়ু, ট্রকলিয়ার স্নায়ু।
-
-
মিশ্র স্নায়ু: সংবেদী ও আজ্ঞাবাহী উভয় ধরনের কাজ করে।
-
উদাহরণ: ফ্যাসিয়াল স্নায়ু, ট্রাইজেমিনাল স্নায়ু।
-
0
Updated: 1 month ago
নিচের কোন গ্যাসটি বায়ুমণ্ডলে সবচেয়ে কম পরিমাণে থাকে?
Created: 1 month ago
A
ওজোন
B
আর্গন
C
অক্সিজেন
D
নাইট্রোজেন
বায়ুমণ্ডল পৃথিবীর চারপাশে বিস্তৃত একটি অদৃশ্য গ্যাসীয় স্তর, যা জীবনের জন্য অপরিহার্য। এতে বিভিন্ন গ্যাস ভিন্ন ভিন্ন অনুপাতে বিদ্যমান, তবে সব গ্যাসের মধ্যে সবচেয়ে কম পরিমাণে থাকে ওজোন।
বায়ুমণ্ডল:
-
পৃথিবী পৃষ্ঠকে ঘিরে থাকা অদৃশ্য বায়বীয় আবরণই বায়ুমণ্ডল।
-
এর ইংরেজি প্রতিশব্দ Atmosphere।
-
এটি পৃথিবীর মাধ্যাকর্ষণের ফলে গায়ের সাথে লেগে থেকে পৃথিবীর সাথে আবর্তন করে। তবে কঠিন ভূমির মতো সমানভাবে চলতে না পারায় সামান্য পিছিয়ে থাকে।
-
বিজ্ঞানীদের মতে, বায়ুমণ্ডলের বয়স প্রায় ৩৫০ কোটি বছর।
-
এর উৎপত্তি হয়েছে মূলত ভূ-অভ্যন্তর থেকে নির্গত গ্যাস দ্বারা।
-
ভূ-পৃষ্ঠ থেকে উপরের দিকে মাত্র ৩০ কিলোমিটারের মধ্যে বায়ুমণ্ডলের ৯০% গ্যাস অবস্থান করে।
-
বায়ুমণ্ডল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০,০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
বায়ুমণ্ডলের উপাদান ও শতকরা অংশ:
-
নাইট্রোজেন ⇒ ৭৮.০২%
-
অক্সিজেন ⇒ ২০.৭১%
-
আর্গন ⇒ ০.৮০%
-
কার্বন ডাই-অক্সাইড ⇒ ০.০৩%
-
ওজোন ⇒ ০.০০০১%
-
অন্যান্য গ্যাস ⇒ ০.০১৯৯%
-
জলীয়বাষ্প ⇒ ০.৪১%
-
ধূলিকণা ও কনিক্স ⇒ ০.০১%
0
Updated: 1 month ago