একটি সমবাহ ত্রিভূজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার হলে, ত্রিভূজটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
A
√3
B
2√3
C
3√2
D
4√3
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি সমবাহ ত্রিভূজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার হলে, ত্রিভূজটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a = 4 মিটার।
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × a2
= √3/4 × 42
= √3/4 × 16
= 4√3
0
Updated: 1 month ago
Created: 4 weeks ago
A
1/2
B
3/5
C
2/5
D
1/3
প্রশ্ন: 
সমাধান:
0
Updated: 4 weeks ago
যদি x4 - x2 + 1 = 0 হয়, তবে x + (1/x) এর মান কত হবে?
Created: 2 weeks ago
A
√3
B
3
C
1
D
0
প্রশ্নঃ যদি x⁴ - x² + 1 = 0 হয়, তবে x + 1/x এর মান কত?
সমাধানঃ
ধরি, x + 1/x = a
তাহলে,
x² + 1/x² = a² - 2
এখন প্রদত্ত সমীকরণটি,
x⁴ - x² + 1 = 0
দুই পাশে 1/x² দ্বারা ভাগ করলে পাই,
x² - 1 + 1/x² = 0
অর্থাৎ, x² + 1/x² = 1
সুতরাং,
a² - 2 = 1
⇒ a² = 3
⇒ a = √3 বা -√3
x + 1/x ধনাত্মক হওয়ায়,
x + 1/x = √3
উত্তরঃ √3
0
Updated: 2 weeks ago
প্রশ্ন:
Created: 2 months ago
A
- 2log
B
log2
C
2
D
- 1
সমাধান:
0
Updated: 2 months ago
0
Updated: 2 months ago