What bird cry appears at the end of “The Fire Sermon” in the poem "The Waste Land"?
A
The cock crowing
B
The owl hooting
C
The nightingale singing
D
The raven calling
উত্তরের বিবরণ
The Waste Land" কবিতায় শেষে মোরগের ডাক আসে — যা সাধারণত সকাল বা জাগরণের প্রতীক। Eliot এখানে আধ্যাত্মিক জাগরণ বা মুক্তির সম্ভাবনা ইঙ্গিত করেছেন। কিন্তু সেই আশাও Waste Land–এর প্রেক্ষাপটে দুর্বল হয়ে পড়ে। তবু মোরগের ডাক পাঠককে নতুন সূচনার সম্ভাবনা মনে করিয়ে দেয়।
0
Updated: 1 month ago
What ancient Roman poet heavily influenced Eliot’s allusions in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Ovid
B
Virgil
C
Horace
D
Catullus
Eliot Metamorphoses–এর গল্প বারবার ব্যবহার করেছেন। Philomela–র ধর্ষণ ও রূপান্তর কাহিনি এসেছে Ovid থেকে। Eliot Ovid–এর মিথ ব্যবহার করে আধুনিক যৌনতার ভাঙন ও মানবীয় কষ্ট প্রকাশ করেছেন।
0
Updated: 1 month ago
What kind of poem is The Love Song of J. Alfred Prufrock?
Created: 3 months ago
A
Dramatic monologue
B
Epic
C
Ode
D
Ballad
0
Updated: 3 months ago
What mythical figure does Prufrock imagine he is not, in the poem’s conclusion in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
Prince Hamlet
B
Hercules
C
King Arthur
D
Odysseus
কবিতার শেষের দিকে Prufrock বলে, “No! I am not Prince Hamlet, nor was meant to be.” এখানে Eliot বোঝাতে চেয়েছেন যে Prufrock নিজেকে কোনো মহৎ নায়ক হিসেবে দেখে না।
Hamlet ছিলেন Shakespeare–এর একটি জটিল চরিত্র, যিনি সিদ্ধান্ত নিতে দেরি করতেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি এক গুরুত্বপূর্ণ ট্র্যাজেডির কেন্দ্রীয় চরিত্র। Prufrock নিজেকে এমনকি Hamlet–এর মতো গুরুত্বপূর্ণও মনে করে না।
বরং সে মনে করে, সে কেবল এক “attendant lord” — অর্থাৎ গল্পের পাশে থাকা গৌণ চরিত্র, যাকে কেউ মনে রাখে না। অন্য অপশনগুলো যেমন Hercules, King Arthur বা Odysseus — এরা সবাই নায়কোচিত চরিত্র, যারা সাহস আর বীরত্বের প্রতীক। Prufrock জানে সে এদের মতো নয়।
সে Hamlet–এর মতোও নয়, বরং আরও গৌণ, দুর্বল এবং ভীত চরিত্র। এই স্বীকারোক্তি তার আত্মমর্যাদা বোধের অভাবকে সবচেয়ে গভীরভাবে প্রকাশ করে। তাই সঠিক উত্তর হলো (a)।
0
Updated: 1 month ago