Who is the man that visits the typist in “The Fire Sermon” in the poem "The Waste Land"?
A
A small house agent’s clerk
B
A German soldier
C
A French merchant
D
An English sailor
উত্তরের বিবরণ
Typist–এর কাছে আসে “the young man carbuncular,” যে এক ক্ষুদ্র বাড়িওয়ালার কেরানি। সে নিষ্ঠুরভাবে যৌন সম্পর্ক করে, যেখানে কোনো আবেগ বা পারস্পরিকতা নেই। Eliot এর মাধ্যমে সমাজের নৈতিক পতন এবং সম্পর্কের যান্ত্রিক দিক তুলে ধরেছেন।
0
Updated: 1 month ago
What phrase shows Prufrock’s concern with outward appearance in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“My morning coat, my collar mounting firmly to the chin”
B
“My voice echoing across the hollow night”
C
“My shoes polished bright with silver light”
D
“My hat shading the weary eyes within”
Prufrock তার পোশাক ও সাজসজ্জা নিয়ে অতি সচেতন। সে ভাবে, তার morning coat আর collar মানুষ কীভাবে লক্ষ্য করবে। এই ক্ষুদ্র বাহ্যিকতা নিয়ে তার চিন্তা আসলে তার গভীর অনিশ্চয়তার প্রতীক।
জীবনের বড় প্রশ্ন থেকে দূরে সরে, সে ক্ষুদ্র বাহ্যিকতা নিয়েই ব্যস্ত হয়ে থাকে। Eliot এই চিত্র দিয়ে আধুনিক মানুষের ভেতরের ভঙ্গুরতা ও আত্মবিশ্বাসের অভাব তুলে ধরেছেন।
0
Updated: 1 month ago
What image represents the lifelessness of modern love in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
The typist smoothing her hair afterwards
B
The woman lighting a lamp with joy
C
The man singing passionately to her
D
The couple walking under the moon
যৌন সম্পর্ক শেষ হওয়ার পর typist কেবল চুল ঠিক করে নেয়, যেন কিছুই হয়নি। এখানে কোনো আবেগ বা আবেগীয় যোগাযোগ নেই। Eliot এর মাধ্যমে দেখিয়েছেন আধুনিক ভালোবাসা নিস্তেজ, যান্ত্রিক আর প্রাণহীন হয়ে গেছে। এই সাধারণ কাজটি আসলে সম্পর্কের শূন্যতাকে প্রতীকীভাবে ফুটিয়ে তোলে।
1
Updated: 1 month ago
What religious text influences the thunder’s voice in the final section of the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
The Upanishads
B
The Bible
C
The Koran
D
The Tao Te Ching
শেষ অংশে বজ্রধ্বনি থেকে “DA” শব্দ আসে, যা উপনিষদ থেকে নেওয়া। তিনটি শিক্ষা হলো — Datta (give), Dayadhvam (sympathize), Damyata (control)। Eliot আধুনিক মানুষকে এই প্রাচ্য দর্শনের মাধ্যমে আধ্যাত্মিক পথ দেখাতে চেয়েছেন। পশ্চিমের Waste Land–এর বিপরীতে প্রাচ্যের শিক্ষাকে তিনি আশা হিসেবে দেখিয়েছেন।
0
Updated: 1 month ago