Which section describes a typist’s mechanical sexual encounter in the poem "The Waste Land"?
A
The Fire Sermon
B
A Game of Chess
C
What the Thunder Said
D
The Burial of the Dead
উত্তরের বিবরণ
“The Fire Sermon”–এ typist আর একজন কেরানির যৌন সম্পর্ক বর্ণনা করা হয়েছে। এটি সম্পূর্ণ যান্ত্রিক, আবেগহীন। Eliot এর মাধ্যমে দেখিয়েছেন, আধুনিক যৌনতা কেবল মেশিনের মতো কাজ হয়ে দাঁড়িয়েছে, যেখানে ভালোবাসা বা আবেগ নেই। এটি Waste Land–এর মূল প্রতীকী দৃশ্যগুলোর একটি।

0
Updated: 9 hours ago
What phrase expresses Prufrock’s sense of wasted years in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 9 hours ago
A
“I have crossed the shining rivers of time”
B
“I have danced beneath the endless stars”
C
“I have known the evenings, mornings, afternoons”
D
“I have walked the deserts of despair”
Prufrock বলে, সে ইতিমধ্যেই সন্ধ্যা, সকাল, দুপুর — সবকিছুকে চিনেছে। এই লাইন তার জীবনের একঘেয়েমি ও অর্থহীনতা বোঝায়। দিনগুলো আসে, চলে যায়, কিন্তু কোনো পরিবর্তন বা সার্থকতা আসে না। Eliot এই সাধারণ সময়ের তালিকা ব্যবহার করে আধুনিক জীবনের শূন্যতা ফুটিয়ে তুলেছেন।

0
Updated: 9 hours ago
Who is the central unifying figure in “The Waste Land”?
Created: 1 week ago
A
Tiresias
B
Hamlet
C
Oedipus
D
Orpheus
Eliot নিজেই লিখেছিলেন যে Tiresias পুরো কবিতার কেন্দ্রীয় চরিত্র। সে অন্ধ ভবিষ্যদ্বক্তা, যিনি পুরুষ ও নারী উভয়ের অভিজ্ঞতা লাভ করেছেন। ফলে সে সব ঘটনার একক সাক্ষী। Eliot তার মাধ্যমে আধুনিক জীবনের হতাশা, যৌনতা আর শূন্যতাকে একত্রে দেখিয়েছেন। Tiresias–এর উপস্থিতি কবিতাকে এক সুতায় বাঁধে।

0
Updated: 1 week ago
What metaphor does Prufrock use to describe the evening sky in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
“Like a patient etherised upon a table”
B
“Like a flower blooming in silence”
C
“Like a candle burning in the dark”
D
“Like a child sleeping in a cradle”
সন্ধ্যার আকাশকে Prufrock তুলনা করেছে এক অচেতন রোগীর সাথে। এটি সাধারণ রোমান্টিক বর্ণনার বিপরীত। Eliot ইচ্ছে করেই ভীতিকর ছবি ব্যবহার করেছেন, যাতে আধুনিক জীবনের স্থবিরতা ও অসাড়তা ধরা পড়ে। আকাশ যেন প্রাণহীন হয়ে অপারেশনের টেবিলে পড়ে আছে।

0
Updated: 1 week ago