Which section describes a typist’s mechanical sexual encounter in the poem "The Waste Land"?
A
The Fire Sermon
B
A Game of Chess
C
What the Thunder Said
D
The Burial of the Dead
উত্তরের বিবরণ
“The Fire Sermon”–এ typist আর একজন কেরানির যৌন সম্পর্ক বর্ণনা করা হয়েছে। এটি সম্পূর্ণ যান্ত্রিক, আবেগহীন। Eliot এর মাধ্যমে দেখিয়েছেন, আধুনিক যৌনতা কেবল মেশিনের মতো কাজ হয়ে দাঁড়িয়েছে, যেখানে ভালোবাসা বা আবেগ নেই। এটি Waste Land–এর মূল প্রতীকী দৃশ্যগুলোর একটি।
0
Updated: 1 month ago
Which mythical blind prophet unifies the poem "The Waste Land"’s episodes?
Created: 1 month ago
A
Tiresias
B
Teiresias
C
Oedipus
D
Calchas
Tiresias–কেই Eliot Waste Land–এর কেন্দ্রে রেখেছেন। সে অন্ধ হলেও সব দেখতে পায়। পুরুষ ও নারীর অভিজ্ঞতার মধ্য দিয়ে সে আধুনিক জীবনের পতন বোঝে। তার চরিত্র বিভিন্ন দৃশ্যকে একসূত্রে বাঁধে।
0
Updated: 1 month ago
What mythical queen appears in “The Waste Land”?
Created: 1 month ago
A
Dido
B
Helen
C
Cleopatra
D
Penelope
কবিতায় Dido–র উল্লেখ আছে, যিনি প্রেমিক Aeneas–এর দ্বারা প্রতারিত হয়ে আত্মহত্যা করেছিলেন। Eliot এই মিথ ব্যবহার করেছেন প্রেম ও সম্পর্কের ধ্বংসাত্মক দিক বোঝাতে। আধুনিক প্রেমও তার চোখে Dido–র মতো ট্র্যাজিক এবং ব্যর্থ।
0
Updated: 1 month ago
What plant image represents renewal and fertility in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Lilacs
B
Hyacinths
C
Roses
D
Olives
"The Waste Land" কবিতায় Hyacinth ফুলের উল্লেখ আছে, যা প্রেম, মৃত্যু ও পুনর্জন্মের প্রতীক। Hyacinth–এর মাধ্যমে Eliot একদিকে প্রাচীন মিথের রেফারেন্স এনেছেন, অন্যদিকে আধুনিক জীবনের আধ্যাত্মিক তৃষ্ণা প্রকাশ করেছেন। ফুলটি বসন্তের সঙ্গে যুক্ত হলেও Eliot সেটিকে আনন্দের বদলে দুঃখ আর শূন্যতার প্রতীক করেছেন।
0
Updated: 1 month ago