Which myth is recalled in the lines about the transformation of Philomel in the poem "The Waste Land"?
A
Rape and silencing of Philomela
B
Death of Orpheus
C
Love of Pyramus and Thisbe
D
Flight of Daedalus
উত্তরের বিবরণ
Philomela তার ধর্ষকের হাতে কণ্ঠ হারায়, কিন্তু পরে সে পাখি হয়ে গান গাইতে থাকে। Eliot এই মিথ ব্যবহার করেছেন নারীর কষ্ট আর নির্যাতনের প্রতীক হিসেবে। “A Game of Chess” অংশে এই উল্লেখ আধুনিক সম্পর্কের ভাঙন আর যৌন হতাশাকে আরও গাঢ় করে তোলে।

0
Updated: 9 hours ago
Who delivers the “Fire Sermon” in Buddhist tradition in the poem "The Waste Land"?
Created: 9 hours ago
A
Buddha
B
Krishna
C
Christ
D
Zoroaster
Buddha–র “Fire Sermon” থেকে Eliot অনুপ্রেরণা নিয়েছেন। এখানে বলা হয়েছিল, সবকিছু কামনা ও আসক্তির আগুনে জ্বলছে। Eliot এটি ব্যবহার করেছেন আধুনিক সমাজের যৌনতা, লোভ আর ভোগবাদের আগুন বোঝাতে। Buddhist প্রেক্ষাপট কবিতায় আধ্যাত্মিক বিকল্প তৈরি করে।

0
Updated: 9 hours ago
What sound interrupts the loveless encounter of the typist in the poem "The Waste Land"?
Created: 1 week ago
A
The sound of the gramophone
B
The ringing of church bells
C
The whistle of a train
D
The barking of a dog
Typist–এর যৌন সম্পর্ক শেষে gramophone বাজতে শুরু করে। এটি একেবারে যান্ত্রিক ও শূন্য প্রতীক। সম্পর্কটা যেভাবে আবেগহীন, গানও সেভাবেই যান্ত্রিকভাবে বাজছে। Eliot এর মাধ্যমে দেখিয়েছেন, আধুনিক জীবনে ভালোবাসা কেবল যান্ত্রিক আনন্দে সীমাবদ্ধ হয়ে গেছে।

1
Updated: 1 week ago
What literary source provides the epigraph of the poem in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
Dante’s Inferno
B
Milton’s Paradise Lost
C
Homer’s Odyssey
D
Virgil’s Aeneid
কবিতার শুরুতে epigraph নেওয়া হয়েছে Dante–র Inferno থেকে। সেখানে Guido da Montefeltro নরকে তার গোপন কথা বলে, কারণ সে জানে কেউ তা বাইরে জানাতে পারবে না। Eliot এটি ব্যবহার করে Prufrock–এর স্বীকারোক্তির প্রকৃতি দেখিয়েছেন — গোপন, একাকী, আর সমাজ থেকে বিচ্ছিন্ন।

0
Updated: 1 week ago