Which myth is recalled in the lines about the transformation of Philomel in the poem "The Waste Land"?
A
Rape and silencing of Philomela
B
Death of Orpheus
C
Love of Pyramus and Thisbe
D
Flight of Daedalus
উত্তরের বিবরণ
Philomela তার ধর্ষকের হাতে কণ্ঠ হারায়, কিন্তু পরে সে পাখি হয়ে গান গাইতে থাকে। Eliot এই মিথ ব্যবহার করেছেন নারীর কষ্ট আর নির্যাতনের প্রতীক হিসেবে। “A Game of Chess” অংশে এই উল্লেখ আধুনিক সম্পর্কের ভাঙন আর যৌন হতাশাকে আরও গাঢ় করে তোলে।
0
Updated: 1 month ago
What tone dominates Prufrock’s reflections on social interaction in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
Irony and frustration
B
Joy and optimism
C
Rage and rebellion
D
Wonder and excitement
Prufrock মানুষের সাথে মেশার কথা বলতে গিয়ে এক ধরনের ব্যঙ্গ আর হতাশা প্রকাশ করে। সে জানে, সামাজিক অনুষ্ঠানে মানুষ শুধু উপরের দিকের কথাবার্তাই বলে। এ ধরনের আলাপচারিতা তাকে একঘেয়ে এবং ফাঁপা মনে হয়।
Eliot এই ব্যঙ্গাত্মক সুর ব্যবহার করে আধুনিক সমাজের শূন্যতা তুলে ধরেছেন। Prufrock–এর চোখে সামাজিক যোগাযোগ আসলে ব্যর্থতা আর কৃত্রিমতায় ভরা, যা তাকে আরও বিচ্ছিন্ন করে তোলে।
0
Updated: 1 month ago
What famous painter’s name symbolizes cultural chatter in the poem "The Love Song of J. Alfred Prufrock" in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
Michelangelo
B
Leonardo da Vinci
C
Raphael
D
Rembrandt
নারীরা বারবার Michelangelo নিয়ে কথা বলে। এটি আসলে উচ্চবিত্ত সমাজের ফ্যাশনেবল আলোচনা। Michelangelo রেনেসাঁ যুগের এক মহান শিল্পী, কিন্তু এখানে তার নাম হয়ে দাঁড়িয়েছে নিছক আড্ডার বিষয়। Eliot দেখিয়েছেন, সমাজের এ ধরনের আলাপ কতটা উপরের দিকের, আর Prufrock সেই জগত থেকে কতটা বিচ্ছিন্ন।
1
Updated: 1 month ago
What role does Prufrock imagine for himself instead of being Hamlet in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
An attendant lord
B
A wandering poet
C
A humble priest
D
A forgotten soldier
সে ভাবে, সে কেবল এক “attendant lord।” মানে হলো এমন একজন, যে নাটকে মূল চরিত্র নয়, কেবল পার্শ্বচরিত্র। তার কাজ হলো সাহায্য করা বা পাশে দাঁড়ানো। Eliot এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন, Prufrock নিজেকে তুচ্ছ এবং গুরুত্বহীন মনে করে। তার জীবনে কোনো বীরত্ব নেই।
0
Updated: 1 month ago