কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?
A
আয়কর
B
আমদানি ও রপ্তানি শুল্ক
C
ভূমি রাজস্ব
D
মূল্য সংযোজন কর
উত্তরের বিবরণ
বাংলাদেশ সরকার সর্বোচ্চ রাজস্ব আয় করে — মূল্য সংযোজন কর বা মূসক থেকে।
➝ বর্তমান ২০২৩ - ২৪ অর্থবছরে রাজস্ব বোর্ডের আয়ের মোট ৩৮.১% ভ্যাট থেকে আহরণ করার লক্ষ্যমাত্রা রয়েছে।
➝ অন্যান্য যেকোনো উৎসের তুলনায় সকল অর্থবছরেই মূল্য সংযোজন কর (মুসক) থেকেই সবচেয়ে বেশি রাজস্ব আহরিত হয়।
➝ দ্বিতীয় প্রধান উৎস ⎯ আয়কর (আয়, মুনাফা, ও মূলধনের উপর কর)।
• সরকারের রাজস্ব প্রাপ্তির চিত্র:
২০২৩-২৪ অর্থবছরের বাজেট অনুযায়ী ⎯
- বৈদেশিক অনুদানসহ মোট রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা ⎯ ৫০৩,৯০০ কোটি টাকা।
- NBR নিয়ন্ত্রিত কর ⎯ ৪৩০,০০০ কোটি টাকা,
- NBR নিয়ন্ত্রণ বহির্ভূত কর ⎯ ২০,০০০ কোটি টাকা,
- কর ব্যতীত অন্যান্য প্রাপ্তি ⎯ ৫০,০০০ কোটি টাকা
- বৈদেশিক অনুদান ⎯ ৩,৯০০ কোটি টাকা।
• রাজস্ব বোর্ড (NBR) কর্তৃক আহরিত কর:
NBR যেসকল খাত থেকে কর উত্তোলন করে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ⎯
➝ মূল্য সংযোজন কর ⎯ ১৬৩,৮৩৭ কোটি টাকা (৩৮.১%),
➝ আয়, মুনাফা, ও মূলধনের উপর কর ⎯ ১৫৩,২৬০ কোটি টাকা (৩৫.৬%),
➝ সম্পূরক কর ⎯ ৬০,৭০৩ কোটি টাকা (১৪.১%),
➝ আমদানি শুল্ক ⎯ ৪৬,০১৫ কোটি টাকা,
➝ আবগারি শুল্ক ⎯ ৪,৫৭৯ কোটি টাকা।
⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯⎯
মূল্য সংযোজন কর/Value Added Tax (মূসক/VAT):
- মূল্য সংযোজন কর (মূসক) হচ্ছে কোন পণ্য বা সেবার ক্ষেত্রে তার উৎপাদন ও বণ্টনের প্রতিটি পর্যায় শেষে সংযোজিত মূল্যের ওপর শতকরা হারের কর।
- বাংলাদেশে মূল্য সংযোজন কর একটি ⎯ পরোক্ষ কর।
- ১৯৯০ সনের মধ্য জুনের কিছু আগে মূল্য সংযোজন কর আইন ১৯৯০ (খসড়া) তৈরি করা হয়।
- মূল্য সংযোজন কর চালু হয় ⎯ ১ জুলাই ১৯৯১ সালে।
- সকল পন্য ও সেবার উপর ১৫% মূল্য সংযোজন কর আরোপ হয়। কিছু বিশেষ সেবার ক্ষেত্রে এই হার কম/বেশি হতে পারে।
উৎস: জাতীয় বাজেট ⎯ ২০২৩-২৪, NBR ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
0
Updated: 3 months ago
বাংলাদেশের সর্বোচ্চ ভ্যাটের হার কত?
Created: 1 month ago
A
১২%
B
৭.৫%
C
১৩%
D
১৫%
Value Added Tax (VAT) বা মূল্য সংযোজন কর:
-
প্রথম চালু: ১ জুলাই ১৯৯১
-
ধরণ: পরোক্ষ কর
-
রাজস্ব অবদান: সরকারের সর্বোচ্চ রাজস্ব উৎস
-
দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব উৎস: আয়কর
-
বর্তমান ভ্যাট স্তর: ৫%, ৭.৫%, ১০%, ১৫%
-
সর্বোচ্চ হার: ১৫%
0
Updated: 1 month ago
E-TIN এর পূর্ণরূপ -
Created: 1 month ago
A
Electronic Trade Identification Number
B
Electronic Tax Invoice Number
C
Electronic Taxpayer's Identification Number
D
Electronic Tax Integration Number
ই-টিআইএন হলো করদাতাদের জন্য একটি অনলাইন নিবন্ধন ব্যবস্থা, যা আয়কর ব্যবস্থাপনাকে সহজ ও আধুনিক করেছে। এটি মূলত করদাতাদের ঘরে বসেই দ্রুত ও নিরাপদে নিবন্ধন করার সুবিধা প্রদান করে।
-
পূর্ণরূপ: Electronic Taxpayer's Identification Number
-
চালুর বছর: ২০১৩ সালে চালু করা হয়
-
প্রকৃতি: এটি আয়কর নিবন্ধনের আধুনিক সংস্করণ
-
নম্বরের ধরন: ১২ ডিজিটের একটি ইউনিক নম্বর
-
উদ্দেশ্য: করদাতাদের সহজে ও অনলাইনে নিবন্ধন পাওয়ার সুযোগ তৈরি করা
-
নিবন্ধন প্রক্রিয়া: www.incometax.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ই-টিআইএন নিবন্ধন করা যায়
0
Updated: 1 month ago
বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?
Created: 3 weeks ago
A
ভূমি রাজস্ব
B
মূল্য সংযোজন কর
C
আয়কর
D
আমদানি শুল্ক
বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয়ের উৎস হলো মূল্য সংযোজন কর বা মূসক (Value Added Tax – VAT)। এটি দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং রাজস্ব সংগ্রহে এর অবদান সবচেয়ে বেশি। নিচে বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হলো –
-
২০২৩–২৪ অর্থবছরে, জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এর মোট আয়ের ৩৮.১% ভ্যাট থেকে আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
-
অন্যান্য সব উৎসের তুলনায় মূল্য সংযোজন কর (মূসক) থেকেই সরকার সবচেয়ে বেশি রাজস্ব আয় করে।
-
রাজস্ব আয়ের দ্বিতীয় প্রধান উৎস হলো আয়কর, যা আয়, মুনাফা ও মূলধনের উপর আরোপিত হয়।
সরকারের রাজস্ব প্রাপ্তির চিত্র (২০২৩–২৪ অর্থবছর অনুযায়ী):
-
বৈদেশিক অনুদানসহ মোট রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা: ৫০৩,৯০০ কোটি টাকা
-
NBR নিয়ন্ত্রিত কর: ৪৩০,০০০ কোটি টাকা
-
NBR নিয়ন্ত্রণ বহির্ভূত কর: ২০,০০০ কোটি টাকা
-
কর ব্যতীত অন্যান্য প্রাপ্তি: ৫০,০০০ কোটি টাকা
-
বৈদেশিক অনুদান: ৩,৯০০ কোটি টাকা
জাতীয় রাজস্ব বোর্ড (NBR) কর্তৃক আহরিত করের খাতসমূহ –
-
মূল্য সংযোজন কর (VAT): ১৬৩,৮৩৭ কোটি টাকা (৩৮.১%)
-
আয়, মুনাফা ও মূলধনের উপর কর: ১৫৩,২৬০ কোটি টাকা (৩৫.৬%)
-
সম্পূরক শুল্ক (Supplementary Duty): ৬০,৭০৩ কোটি টাকা (১৪.১%)
-
আমদানি শুল্ক (Import Duty): ৪৬,০১৫ কোটি টাকা
-
আবগারি শুল্ক (Excise Duty): ৪,৫৭৯ কোটি টাকা
মূল্য সংযোজন কর / Value Added Tax (মূসক / VAT):
-
এটি হলো কোনো পণ্য বা সেবার উৎপাদন ও বণ্টনের প্রতিটি ধাপে সংযোজিত মূল্যের ওপর আরোপিত শতকরা হারে কর।
-
বাংলাদেশে এটি একটি পরোক্ষ কর (Indirect Tax), অর্থাৎ ভোক্তা সরাসরি না দিয়ে পণ্যের বা সেবার দামে করটি পরিশোধ করে।
-
Value Added Tax Act, 1990 (মূসক আইন ১৯৯০) খসড়া করা হয় ১৯৯০ সালের জুন মাসে।
-
১ জুলাই ১৯৯১ সালে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে মূসক চালু হয়।
-
অধিকাংশ পণ্য ও সেবার উপর ১৫% VAT আরোপ করা হয়, তবে কিছু বিশেষ ক্ষেত্রে এই হার কম বা বেশি হতে পারে।
0
Updated: 3 weeks ago