Who delivers the “Fire Sermon” in Buddhist tradition in the poem "The Waste Land"?
A
Buddha
B
Krishna
C
Christ
D
Zoroaster
উত্তরের বিবরণ
Buddha–র “Fire Sermon” থেকে Eliot অনুপ্রেরণা নিয়েছেন। এখানে বলা হয়েছিল, সবকিছু কামনা ও আসক্তির আগুনে জ্বলছে। Eliot এটি ব্যবহার করেছেন আধুনিক সমাজের যৌনতা, লোভ আর ভোগবাদের আগুন বোঝাতে। Buddhist প্রেক্ষাপট কবিতায় আধ্যাত্মিক বিকল্প তৈরি করে।
0
Updated: 1 month ago
What does Prufrock imagine people will say about his limbs in the poem "The Love Song of J. Alfred Prufrock"
Created: 1 month ago
A
“But how his arms and legs are thin!”
B
“But how his eyes are wide and clear!”
C
“But how his steps are strong and bold!”
D
“But how his chest is broad and firm!”
Prufrock মনে করে লোকেরা তার পাতলা হাত–পা নিয়ে কথা বলবে। এই চিন্তা আসলে তার শারীরিক অযোগ্যতা আর আত্মবিশ্বাসহীনতার প্রতীক।
সে ভাবে, সমাজ তার শরীরের দুর্বলতাকেই চিহ্নিত করবে এবং তাকে ছোট করে দেখবে। Eliot এর মাধ্যমে দেখিয়েছেন, আধুনিক মানুষ কিভাবে নিজের শরীর আর বাহ্যিক রূপ নিয়ে অতিরিক্ত ভীত হয়ে পড়ে।
0
Updated: 1 month ago
What is the second command of the thunder in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Dayadhvam
B
Damyata
C
Shantih
D
Karma
Thunder–এর দ্বিতীয় শিক্ষা হলো Dayadhvam — অর্থাৎ “Sympathize।” Eliot এখানে বলছেন, আধুনিক মানুষ কেবল নিজের কথা ভাবে। অন্যের কষ্টে সহানুভূতি নেই। আধ্যাত্মিক পুনর্জন্ম সম্ভব কেবল তখনই, যখন মানুষ পরস্পরের প্রতি দয়া প্রদর্শন করবে।
0
Updated: 1 month ago
What is the form of the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 month ago
A
Sonnet
B
Lyric
C
Elegy
D
Ode
“The Lake Isle of Innisfree” কবিতাটি একটি Lyric poem, যেখানে কবি তার ব্যক্তিগত আবেগ ও অনুভূতিকে প্রকাশ করেছেন। Lyric-এর মূল বৈশিষ্ট্য হলো সংক্ষিপ্ত আকারে গভীর আবেগকে প্রকাশ করা।
Yeats এখানে নিজের অন্তর্গত শান্তির আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, যা প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। Lyric কবিতা সাধারণত গাওয়ার উপযোগী হয় এবং এর ধ্বনি ও ছন্দে সঙ্গীতধর্মী গুণ থাকে।
এই কবিতাতেও দেখা যায় ছন্দ ও মসৃণ ধ্বনির ব্যবহার, যা পাঠকের মনে ধ্যানমগ্নতা জাগায়। শহরের কোলাহল থেকে মুক্ত হয়ে প্রকৃতির কোলে ফিরে যাওয়ার স্বপ্ন একান্ত ব্যক্তিগত আবেগ, যা Lyric কবিতার বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায়।
0
Updated: 1 month ago