Which myth is alluded to in “A Game of Chess” of the poem "The Waste Land"?
A
Philomela
B
Pandora
C
Persephone
D
Andromeda
উত্তরের বিবরণ
Eliot Philomela–র মিথ উল্লেখ করেছেন। Philomela তার ধর্ষণের পর গলা কেটে দেওয়া হয়েছিল, কিন্তু সে পাখি হয়ে গান গাইতে থাকে। Eliot এই মিথ ব্যবহার করে দেখিয়েছেন, যৌন নির্যাতন ও নারীর কষ্ট আধুনিক সমাজেও বিদ্যমান। Philomela–র কাহিনি “A Game of Chess” অংশে যৌন হতাশার প্রতীক।
0
Updated: 1 month ago
Which figure of speech is evident in the line “I have measured out my life with coffee spoons”?
Created: 1 month ago
A
Simile
B
Metaphor
C
Hyperbole
D
Alliteration
The Love Song of J. Alfred Prufrock কবিতায় “I have measured out my life with coffee spoons” একটি রূপক (Metaphor)। এখানে প্রুফ্রকের জীবনের ক্ষুদ্র এবং একঘেয়ে কাজগুলোকে কফির চামচ দিয়ে পরিমাপের সঙ্গে তুলনা করা হয়েছে।
এটি প্রুফ্রকের জীবনের ছোটখাটো, অর্থহীন এবং নীরসতার প্রতিফলন, যা তার সামাজিক এবং ব্যক্তিগত অভাব ও হতাশাকে প্রকাশ করে।
0
Updated: 1 month ago
What phrase represents the desert landscape in the last section of the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
“Golden rivers of flowing peace”
B
“Endless spring of joy and love”
C
“Dry sterile thunder without rain”
D
“Bright flowers across the plain”
"The Waste Land" কবিতায় “What the Thunder Said”–এ Eliot লিখেছেন — “Dry sterile thunder without rain।” এখানে বজ্র আছে কিন্তু বৃষ্টি নেই। এটি প্রতীকীভাবে দেখায়, শব্দ আছে কিন্তু মুক্তি নেই। আধুনিক সমাজে আশা আছে, কিন্তু ফল নেই।
0
Updated: 1 month ago
What biblical river of forgetfulness is referenced in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Lethe
B
Jordan
C
Nile
D
Tiber
"The Waste Land"- এ Eliot Lethe নদীর উল্লেখ করেছেন, যা গ্রিক পুরাণে ভোলার নদী। মৃত আত্মারা এই নদী পেরোলে তাদের অতীত ভুলে যেত। Waste Land–এ Lethe প্রতীক আধুনিক মানুষের স্মৃতি হারানো এবং নৈতিক ভোলাভাবের। মানুষ অতীতের শিক্ষা ভুলে গেছে।
0
Updated: 1 month ago