Which myth is alluded to in “A Game of Chess” of the poem "The Waste Land"?
A
Philomela
B
Pandora
C
Persephone
D
Andromeda
উত্তরের বিবরণ
Eliot Philomela–র মিথ উল্লেখ করেছেন। Philomela তার ধর্ষণের পর গলা কেটে দেওয়া হয়েছিল, কিন্তু সে পাখি হয়ে গান গাইতে থাকে। Eliot এই মিথ ব্যবহার করে দেখিয়েছেন, যৌন নির্যাতন ও নারীর কষ্ট আধুনিক সমাজেও বিদ্যমান। Philomela–র কাহিনি “A Game of Chess” অংশে যৌন হতাশার প্রতীক।

0
Updated: 9 hours ago
What metaphor expresses Prufrock’s paralysis before taking action in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
“There will be time to murder and create”
B
“There will be dreams to follow and hold”
C
“There will be fires to burn and glow”
D
“There will be lights to guide and shine”
Prufrock মনে করে, সবকিছুর জন্য প্রচুর সময় আছে — এমনকি হত্যা আর সৃষ্টি করারও। কিন্তু এই আশ্বাসই তাকে স্থবির করে দেয়। Eliot এখানে procrastination বা কালক্ষেপণের ভয়ঙ্কর দিক দেখিয়েছেন। Prufrock কাজ না করে শুধু সময়ের ওপর ভরসা করে, আর এভাবেই তার জীবন অপচয় হয়।

0
Updated: 1 week ago
What tone dominates Prufrock’s reflections on social interaction in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
Irony and frustration
B
Joy and optimism
C
Rage and rebellion
D
Wonder and excitement
Prufrock মানুষের সাথে মেশার কথা বলতে গিয়ে এক ধরনের ব্যঙ্গ আর হতাশা প্রকাশ করে। সে জানে, সামাজিক অনুষ্ঠানে মানুষ শুধু উপরের দিকের কথাবার্তাই বলে। এ ধরনের আলাপচারিতা তাকে একঘেয়ে এবং ফাঁপা মনে হয়।
Eliot এই ব্যঙ্গাত্মক সুর ব্যবহার করে আধুনিক সমাজের শূন্যতা তুলে ধরেছেন। Prufrock–এর চোখে সামাজিক যোগাযোগ আসলে ব্যর্থতা আর কৃত্রিমতায় ভরা, যা তাকে আরও বিচ্ছিন্ন করে তোলে।

0
Updated: 1 week ago
Which myth is recalled in the lines about the transformation of Philomel in the poem "The Waste Land"?
Created: 9 hours ago
A
Rape and silencing of Philomela
B
Death of Orpheus
C
Love of Pyramus and Thisbe
D
Flight of Daedalus
Philomela তার ধর্ষকের হাতে কণ্ঠ হারায়, কিন্তু পরে সে পাখি হয়ে গান গাইতে থাকে। Eliot এই মিথ ব্যবহার করেছেন নারীর কষ্ট আর নির্যাতনের প্রতীক হিসেবে। “A Game of Chess” অংশে এই উল্লেখ আধুনিক সম্পর্কের ভাঙন আর যৌন হতাশাকে আরও গাঢ় করে তোলে।

0
Updated: 9 hours ago