What mythical figure is associated with the drowned Phoenician Sailor card in the poem "The Waste Land"?
A
Phlebas
B
Tiresias
C
Neptune
D
Tristan
উত্তরের বিবরণ
Phlebas the Phoenician কবিতায় এক গুরুত্বপূর্ণ চরিত্র। সে ডুবে মারা যায়, আর তার মৃত্যু সময়ের চক্র আর মৃত্যুর অনিবার্যতা প্রকাশ করে। Eliot এর মাধ্যমে দেখিয়েছেন, সম্পদ ও ব্যবসার প্রতীক Phoenician Sailor–ও মৃত্যুর হাত থেকে রক্ষা পায় না। তার মৃত্যু সমাজের আধ্যাত্মিক সংকটের প্রতিফলন।
0
Updated: 1 month ago
What phrase shows Prufrock’s lack of heroic aspiration in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“I am no prophet—and here’s no great matter”
B
“I am no warrior—and here’s no great battle”
C
“I am no singer—and here’s no great song”
D
“I am no sailor—and here’s no great sea”
Prufrock নিজের গুরুত্বকে ছোট করে দেখে। সে বলে, সে কোনো নবী নয়, আর তার কথাও কোনো মহান বিষয় নয়। এই লাইন তার আত্ম-অবমূল্যায়ন প্রকাশ করে।
Eliot দেখিয়েছেন, আধুনিক মানুষ নিজেকে বড় করে দেখতে পারে না। সে ভাবে, তার কোনো মহান দায়িত্ব নেই, তাই সে সাহসী কাজও করবে না।
0
Updated: 1 month ago
What line describes the crowd flowing over London Bridge in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
“I had not thought death had undone so many”
B
“The bridge was crowded with joy and laughter”
C
“The people danced along the narrow path”
D
“The river sang beneath the heavy stone”
Eliot লন্ডনের ভিড় দেখে Dante–র Inferno থেকে লাইন নিয়েছেন — “I had not thought death had undone so many।” যা "The Waste Land" কবিতার অংশ। মানুষ জীবন্ত হলেও মৃতদের মতো মনে হয়। এই লাইন শহরের যান্ত্রিকতা আর যুদ্ধোত্তর হতাশা ফুটিয়ে তোলে।
0
Updated: 1 month ago
What type of structure binds the five parts of the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Collage of voices and myths
B
Epic unity of one hero
C
Romantic narrative of love
D
Comic satire of society
"The Waste Land" কবিতার কাঠামো হলো একধরনের কোলাজ। বিভিন্ন চরিত্র, মিথ, কণ্ঠ একসাথে মিশে গেছে। কোনো একক নায়ক নেই, বরং ভাঙা অংশগুলো মিলেই কবিতা তৈরি হয়েছে। Eliot এই কৌশল ব্যবহার করেছেন আধুনিকতার বিভক্ত বাস্তব বোঝাতে।
0
Updated: 1 month ago