What Shakespearean play is directly quoted in “The Waste Land”?
A
The Tempest
B
Hamlet
C
Macbeth
D
King Lear
উত্তরের বিবরণ
“Those are pearls that were his eyes” লাইনটি Shakespeare–এর The Tempest নাটক থেকে নেওয়া। Eliot এটি ব্যবহার করেছেন মৃত্যু আর রূপান্তরের প্রতীক হিসেবে।
Shakespeare–এর নাটকে এই লাইন সমুদ্রের ভেতর মৃত দেহের পরিবর্তিত রূপ বোঝায়। Eliot এর মাধ্যমে আধুনিক মানুষের মৃতপ্রায় অবস্থা এবং সৌন্দর্যের ভঙ্গুরতা ফুটিয়ে তুলেছেন।
1
Updated: 1 month ago
When was Shakespeare’s Macbeth first published?
Created: 2 months ago
A
1597
B
1606
C
1623
D
1611
Macbeth প্রথম মঞ্চস্থ হয়েছিল প্রায় 1606 সালে, রাজা জেমস প্রথম-এর সময়। কিন্তু নাটকটি ছাপানো আকারে প্রকাশিত হয় 1623 সালে, শেক্সপিয়রের মৃত্যুর সাত বছর পর। তখন তাঁর নাটকগুলির প্রথম সংকলন প্রকাশিত হয়, যা First Folio নামে পরিচিত। তাই নাটকটির প্রকৃত মুদ্রণকাল 1623।
5
Updated: 2 months ago
What is the symbolic significance of the handkerchief in Othello?
Created: 2 months ago
A
It represents Othello’s military honor
B
It symbolizes love and fidelity
C
It is a sign of political power
D
It represents Desdemona’s innocence only
রুমালটি ওথেলোর মায়ের দেওয়া, যা ওথেলোর দ্বারা তার স্ত্রীকে দেওয়া ভালোবাসা ও বিশ্বস্ততার প্রতীক। Iago এটিকে ষড়যন্ত্রের অস্ত্র বানায়, যেন ওথেলো ভাবে Desdemona অবিশ্বস্ত। এই প্রতীক নাটকে ঈর্ষা, বিশ্বাসঘাতকতা ও ট্র্যাজেডির কেন্দ্রে স্থান পায়।
1
Updated: 2 months ago
In his first appearance Hamlet was wearing-
Created: 1 month ago
A
Royal robes
B
The Crown
C
Jester’s Costume
D
Mourning dress
হ্যামলেট প্রথমবার নাটকে (অ্যাক্ট ১, সীন ২) প্রদর্শিত হওয়ার সময় শোকে পরিপূর্ণ পোশাকে থাকেন।
-
তিনি কালো পোশাক পরেছেন, যা “ইঙ্কি ক্লোক” হিসেবে বর্ণনা করা হয়েছে, যা তার পিতার, কিং হ্যামলেটের, সাম্প্রতিক মৃত্যুর কারণে তার শোক ও বেদনা প্রকাশ করে।
-
এই পোশাকের মাধ্যমে তিনি রাজপ্রাসাদের অন্যান্য সদস্যদের থেকে আলাদা দেখান, যা তার মর্মাহত এবং শোকাহত মানসিক অবস্থার প্রতিফলন।
0
Updated: 1 month ago