What childhood memory is recalled by Marie in “The Burial of the Dead” of the poem "The Waste Land"?
A
Sledging in the Hofgarten
B
Fishing in the Rhine
C
Singing in the cathedral
D
Riding horses in Vienna
উত্তরের বিবরণ
প্রথম অংশে Marie–র স্মৃতিচারণ এসেছে, যেখানে সে Hofgarten–এ স্লেজ চালানোর কথা বলে। Eliot এখানে স্মৃতির রোমান্টিক দৃশ্যের বিপরীতে আধুনিকতার ভাঙাচোরা বাস্তব দেখিয়েছেন।
শৈশবের আনন্দময় মুহূর্ত এখন আর নেই; তার জায়গা নিয়েছে হতাশা আর যুদ্ধোত্তর ধ্বংস। Marie–র স্মৃতি তাই কবিতার nostalgia এবং হারানো সময়ের প্রতীক।

0
Updated: 9 hours ago
What does Prufrock imagine people will say about his limbs in the poem "The Love Song of J. Alfred Prufrock"
Created: 1 week ago
A
“But how his arms and legs are thin!”
B
“But how his eyes are wide and clear!”
C
“But how his steps are strong and bold!”
D
“But how his chest is broad and firm!”
Prufrock মনে করে লোকেরা তার পাতলা হাত–পা নিয়ে কথা বলবে। এই চিন্তা আসলে তার শারীরিক অযোগ্যতা আর আত্মবিশ্বাসহীনতার প্রতীক।
সে ভাবে, সমাজ তার শরীরের দুর্বলতাকেই চিহ্নিত করবে এবং তাকে ছোট করে দেখবে। Eliot এর মাধ্যমে দেখিয়েছেন, আধুনিক মানুষ কিভাবে নিজের শরীর আর বাহ্যিক রূপ নিয়ে অতিরিক্ত ভীত হয়ে পড়ে।

0
Updated: 1 week ago
Which river goddess is invoked in the poem "The Waste Land"?
Created: 1 week ago
A
The Thames
B
The Rhine
C
The Ganges
D
The Nile
কবিতার শেষ অংশে ভারতীয় উপাদান আসে, যেখানে গঙ্গার উল্লেখ আছে। Eliot সংস্কৃত ও হিন্দু ধর্মগ্রন্থ থেকে প্রভাব নিয়েছিলেন। গঙ্গা এখানে পবিত্রতা, আধ্যাত্মিক শক্তি আর ধ্বংসের পর পুনর্জন্মের প্রতীক।
আধুনিক ইউরোপের Waste Land–এর বিপরীতে গঙ্গা এক ভিন্ন সভ্যতার আধ্যাত্মিক আশা প্রকাশ করে। Eliot দেখিয়েছেন, পূর্বের সংস্কৃতিতে এখনো ধর্মীয় শক্তি আছে।

1
Updated: 1 week ago
"In T.S. Eliot's poem The Waste Land, which tarot card does Madame Sosostris say is missing from her pack?"
Created: 1 week ago
A
The Hanged Man
B
The Wheel of Fortune
C
The Star
D
The Tower
Sosostris–এর কার্ডে “The Hanged Man” নেই। ট্যারোটে এটি সাধারণত ত্যাগ, পরিবর্তন আর আধ্যাত্মিক পুনর্জন্মের প্রতীক। Eliot এখানে ইঙ্গিত করেছেন যে আধুনিক সমাজে আত্মত্যাগ বা পুনর্জন্মের কোনো আশা নেই। সমাজ আধ্যাত্মিক শূন্যতায় ডুবে আছে। Eliot–এর Waste Land তাই ত্যাগহীন, পুনর্জন্মহীন এবং মরুভূমির মতো।

1
Updated: 1 week ago