What childhood memory is recalled by Marie in “The Burial of the Dead” of the poem "The Waste Land"?
A
Sledging in the Hofgarten
B
Fishing in the Rhine
C
Singing in the cathedral
D
Riding horses in Vienna
উত্তরের বিবরণ
প্রথম অংশে Marie–র স্মৃতিচারণ এসেছে, যেখানে সে Hofgarten–এ স্লেজ চালানোর কথা বলে। Eliot এখানে স্মৃতির রোমান্টিক দৃশ্যের বিপরীতে আধুনিকতার ভাঙাচোরা বাস্তব দেখিয়েছেন।
শৈশবের আনন্দময় মুহূর্ত এখন আর নেই; তার জায়গা নিয়েছে হতাশা আর যুদ্ধোত্তর ধ্বংস। Marie–র স্মৃতি তাই কবিতার nostalgia এবং হারানো সময়ের প্রতীক।
0
Updated: 1 month ago
In The Waste Land, the line “I will show you fear in a handful of dust” is an example of which figure of speech?
Created: 1 month ago
A
Hyperbole
B
Simile
C
Metaphor
D
Alliteration
“fear in a handful of dust” একটি রূপক (Metaphor)। এখানে ধুলো বা মাটির মধ্যে ভয়কে প্রতীকীভাবে দেখানো হয়েছে, যা মানুষের অস্থায়ী জীবন এবং মৃত্যুর নিস্পৃহতার সঙ্গে সম্পর্কিত। Eliot এর মাধ্যমে মানুষের অস্থায়ীতা এবং সভ্যতার দুর্বলতা প্রতিফলিত হয়।
0
Updated: 1 month ago
What philosophical idea is reflected in the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 month ago
A
Romantic ideal of returning to nature
B
Materialism
C
Industrial progress
D
Modern scientific thought
“The Lake Isle of Innisfree” কবিতায় প্রতিফলিত হয়েছে Romantic যুগের প্রকৃতিতে ফেরার আদর্শ। রোমান্টিক কবিরা মনে করতেন প্রকৃতির মাঝে মানুষ শান্তি, সত্য ও আধ্যাত্মিকতা খুঁজে পায়। Yeats এই ধারণা গ্রহণ করে নিজের কবিতায় প্রকাশ করেছেন।
Innisfree তার কাছে শান্তি ও ধ্যানমগ্ন জীবনের প্রতীক। শহরের যান্ত্রিক জীবনের বিপরীতে প্রকৃতি তাকে আত্মিক তৃপ্তি দেয়। এই রোমান্টিক আদর্শ Wordsworth, Coleridge প্রমুখ কবিরাও প্রকাশ করেছিলেন। Yeats সেই ধারাকে নতুনভাবে আয়ারল্যান্ডের প্রেক্ষাপটে উপস্থাপন করেছেন।
0
Updated: 1 month ago
What object in “A Game of Chess” symbolises sterile luxury in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Ornate chair and rich perfume
B
Broken sword and shield
C
Empty book and candle
D
Rusted chain and ring
"The Waste Land" -এ “A Game of Chess”–এ নারীর ঘরের বর্ণনায় সাজানো চেয়ার, গন্ধ, অলংকার এসেছে। এগুলো বিলাসিতা দেখায়, কিন্তু প্রাণহীন। Eliot এগুলো ব্যবহার করেছেন আধুনিক সম্পর্কের শূন্যতা বোঝাতে। বাইরের সাজ আছে, ভেতরে কোনো ভালোবাসা নেই।
0
Updated: 1 month ago