What historical event is alluded to in “Unreal City” in the poem "The Waste Land"?
A
World War I
B
The French Revolution
C
The American Civil War
D
The Russian Revolution
উত্তরের বিবরণ
Eliot লন্ডনের বর্ণনায় যুদ্ধ–পরবর্তী ইউরোপের ছবি এঁকেছেন। প্রথম বিশ্বযুদ্ধের পরে লাখ লাখ মানুষ মারা যায়, আর শহর ভরে যায় হতাশায়। “Unreal City” আসলে যুদ্ধ–পরবর্তী লন্ডনের প্রতীক।
Eliot দেখিয়েছেন, যুদ্ধ শুধু ধ্বংসই আনে না, মানুষের জীবন থেকেও প্রাণশক্তি কেড়ে নেয়। শহরটা মৃতদের শহরে পরিণত হয়।
0
Updated: 1 month ago
In T.S. Eliot’s poem The Waste Land, what does the phrase “Unreal City” symbolise?
Created: 1 month ago
A
A literal city
B
A perfect society
C
London, representing modern urban alienation
D
A place of spiritual fulfillment
The Waste Land কবিতায়, “Unreal City” লন্ডনকে নির্দেশ করে, যেখানে মানুষদের জীবন নিস্পৃহ, বিচ্ছিন্ন এবং অস্থির। Eliot নগরায়ণ, আধুনিক জীবন এবং অস্থিরতার মাধ্যমে মানুষের মানসিক এবং আধ্যাত্মিক বিচ্ছিন্নতার প্রতিফলন করেছেন। এটি শহরের ভীড় এবং মানুষের অভ্যন্তরীণ শূন্যতার প্রতীক।
0
Updated: 1 month ago
What profession is linked to Mr. Eugenides in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Banker of Frankfurt
B
Merchant of Smyrna
C
Sailor of Marseilles
D
Priest of Rome
Mr. Eugenides একজন বণিক, যিনি Smyrna থেকে এসেছে। সে আধুনিক ভোগবাদী মানসিকতার প্রতীক। Eliot দেখিয়েছেন, ব্যবসা আর প্রলোভনের এই চরিত্র সমাজে আধ্যাত্মিকতার অভাব প্রকাশ করে। বাণিজ্য আর শরীরী আকাঙ্ক্ষাই তার জীবনের কেন্দ্র।
0
Updated: 1 month ago
Who is Tiresias in The Waste Land?
Created: 1 month ago
A
A modern city dweller
B
A soldier from World War I
C
A mythical blind prophet
D
A fisherman
The Waste Land এ, Tiresias গ্রিক পুরাণের অন্ধ জ্যোতিষী। তিনি কবিতায় নারী ও পুরুষ উভয় চরিত্রের দৃষ্টিকোণ ধারণ করেন এবং অতীত ও বর্তমানের জটিলতার মধ্যে মানব অস্তিত্বের অস্পষ্টতা এবং ভ্রান্তিকে প্রতিফলিত করেন। Tiresias-এর মাধ্যমে Eliot সমকালীন সভ্যতার মানসিক এবং আধ্যাত্মিক বিভ্রান্তিকে তুলে ধরেছেন।
0
Updated: 1 month ago