What section of the poem "The Waste Land" contains the line “Unreal City”?
A
The Burial of the Dead
B
A Game of Chess
C
The Fire Sermon
D
What the Thunder Said
উত্তরের বিবরণ
“Unreal City” লাইনটি লন্ডনের বর্ণনায় এসেছে প্রথম অংশে। Eliot এখানে যুদ্ধ-পরবর্তী লন্ডনকে বর্ণনা করেছেন এক মৃত শহর হিসেবে। মানুষ সকালবেলায় দলে দলে অফিসে যাচ্ছে, কিন্তু তারা যেন জীবিত নয়, বরং মৃতদেহের মতো চলছে। এই দৃশ্য আধুনিক সভ্যতার যান্ত্রিকতা ও আত্মাহীনতাকে প্রতীকীভাবে প্রকাশ করে।
0
Updated: 1 month ago
What animal is evoked in the description of the yellow fog in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
A cat
B
A dog
C
A fox
D
A hare
হলুদ কুয়াশাকে Eliot তুলনা করেছেন একটি বিড়ালের সাথে। কুয়াশা জানালায় ঘষা দেয়, কোণের পাশে হামাগুড়ি দেয়, লাফ দিয়ে উঠানে ঢুকে পড়ে — সবকিছুই যেন বিড়ালের চলাফেরার মতো।
এই বর্ণনায় কুয়াশা প্রাণীজগতের বৈশিষ্ট্য পায়, যা কবিতাকে আরও জীবন্ত করে তোলে। তবে এই বিড়াল-সদৃশ কুয়াশা এক ধরনের অস্বস্তি এবং রহস্যময়তা তৈরি করে, যা Prufrock–এর অন্তর্দ্বন্দ্বের প্রতিফলন।
0
Updated: 1 month ago
What disturbing image does Eliot use to describe the evening spread out against the sky in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
An etherised patient
B
A shattered mirror
C
A bleeding soldier
D
A fallen angel
সন্ধ্যার আকাশকে Eliot তুলনা করেছেন “a patient etherised upon a table”–এর সাথে। এটি একেবারেই অপ্রচলিত উপমা। সাধারণত কবিরা আকাশকে সুন্দর বা রোমান্টিকভাবে বর্ণনা করেন, কিন্তু Eliot ইচ্ছাকৃতভাবে ভয়ানক এবং অস্বস্তিকর চিত্র ব্যবহার করেছেন।
Etherised patient মানে হলো এমন একজন ব্যক্তি যাকে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়েছে, ফলে সে অচেতন ও নড়াচড়া করতে অক্ষম। এই চিত্রের মাধ্যমে Eliot আধুনিক সভ্যতার অসাড়তা, হতাশা ও প্রাণহীন অবস্থা বোঝাতে চেয়েছেন।
আকাশের মতো মহৎ কিছুকেও তিনি নিস্তেজ রোগীর মতো দেখিয়েছেন, যা এক গভীর অস্তিত্ব সংকটের প্রতীক।
0
Updated: 1 month ago
What symbol of waste is linked with the Thames in “The Fire Sermon” in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Empty bottles and sandwich papers
B
Rusted swords and shields
C
Dead fish and broken nets
D
Burning wood and ashes
Thames–এর তীরে Eliot আবর্জনার উল্লেখ করেছেন — ফাঁকা বোতল, স্যান্ডউইচের কাগজ ইত্যাদি। এগুলো আধুনিক জীবনের ভোগবাদী অভ্যাসের প্রতীক। যেখানে নদী একসময় পবিত্র ছিল, এখন সেখানে কেবল বর্জ্য জমে আছে। Eliot এখানে নৈতিক অবক্ষয় ও পরিবেশ দূষণকে একসাথে প্রতীকীভাবে তুলে ধরেছেন।
1
Updated: 1 month ago