What section of the poem "The Waste Land" contains the line “Unreal City”?
A
The Burial of the Dead
B
A Game of Chess
C
The Fire Sermon
D
What the Thunder Said
উত্তরের বিবরণ
“Unreal City” লাইনটি লন্ডনের বর্ণনায় এসেছে প্রথম অংশে। Eliot এখানে যুদ্ধ-পরবর্তী লন্ডনকে বর্ণনা করেছেন এক মৃত শহর হিসেবে। মানুষ সকালবেলায় দলে দলে অফিসে যাচ্ছে, কিন্তু তারা যেন জীবিত নয়, বরং মৃতদেহের মতো চলছে। এই দৃশ্য আধুনিক সভ্যতার যান্ত্রিকতা ও আত্মাহীনতাকে প্রতীকীভাবে প্রকাশ করে।

0
Updated: 9 hours ago
What phrase reflects Prufrock’s trivial worries about his body in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
“How his hair is growing thin!”
B
“How his lips are turning blue!”
C
“How his hands are shaking fast!”
D
“How his skin is turning pale!”
Prufrock ভয় পায় যে মানুষ তার টাক পড়া বা চুল পাতলা হয়ে যাওয়া নিয়ে মন্তব্য করবে। এই ভয় আসলে তার আত্মবিশ্বাসহীনতার প্রতীক। বয়স বাড়া এবং বাহ্যিক পরিবর্তন তাকে আতঙ্কিত করে। Eliot এখানে মানুষের বাহ্যিক সৌন্দর্যের প্রতি সামাজিক চাপ ও উদ্বেগ দেখিয়েছেন। Prufrock–এর ক্ষেত্রে এই ক্ষুদ্র বিষয়ও তার ভেতরের দ্বিধাকে আরও বাড়িয়ে তোলে।

0
Updated: 1 week ago
Who wrote The Love Song of J. Alfred Prufrock?
Created: 1 month ago
A
T. S. Eliot
B
William Butler Yeats
C
Robert Browning
D
Alfred Tennyson

0
Updated: 1 month ago
What famous painter’s name symbolizes cultural chatter in the poem "The Love Song of J. Alfred Prufrock" in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
Michelangelo
B
Leonardo da Vinci
C
Raphael
D
Rembrandt
নারীরা বারবার Michelangelo নিয়ে কথা বলে। এটি আসলে উচ্চবিত্ত সমাজের ফ্যাশনেবল আলোচনা। Michelangelo রেনেসাঁ যুগের এক মহান শিল্পী, কিন্তু এখানে তার নাম হয়ে দাঁড়িয়েছে নিছক আড্ডার বিষয়। Eliot দেখিয়েছেন, সমাজের এ ধরনের আলাপ কতটা উপরের দিকের, আর Prufrock সেই জগত থেকে কতটা বিচ্ছিন্ন।

1
Updated: 1 week ago