Which mythological figure is central to the fertility theme in the poem "The Waste Land"?
A
The Fisher King
B
Odysseus
C
Prometheus
D
Gilgamesh
উত্তরের বিবরণ
Waste Land–এর মূলে আছে Fisher King–এর কাহিনি। সে আহত হয়ে আছে, ফলে তার রাজ্য মরুভূমিতে পরিণত হয়েছে। যতক্ষণ না সে সুস্থ হবে, জমি উর্বর হবে না। Eliot এই কাহিনি ব্যবহার করেছেন আধুনিক সমাজের আধ্যাত্মিক শূন্যতার প্রতীক হিসেবে।
Fisher King–এর পুনরুজ্জীবন মানে হবে মানব সভ্যতার পুনর্জন্ম। কিন্তু কবিতায় এই পুনর্জন্ম অনিশ্চিত।
0
Updated: 1 month ago
What plant image represents renewal and fertility in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Lilacs
B
Hyacinths
C
Roses
D
Olives
"The Waste Land" কবিতায় Hyacinth ফুলের উল্লেখ আছে, যা প্রেম, মৃত্যু ও পুনর্জন্মের প্রতীক। Hyacinth–এর মাধ্যমে Eliot একদিকে প্রাচীন মিথের রেফারেন্স এনেছেন, অন্যদিকে আধুনিক জীবনের আধ্যাত্মিক তৃষ্ণা প্রকাশ করেছেন। ফুলটি বসন্তের সঙ্গে যুক্ত হলেও Eliot সেটিকে আনন্দের বদলে দুঃখ আর শূন্যতার প্রতীক করেছেন।
0
Updated: 1 month ago
What season is indirectly suggested through fog and smoke imagery in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
Autumn
B
Winter
C
Spring
D
Summer
কবিতায় হলুদ কুয়াশা ও ধোঁয়ার উল্লেখ আছে। Eliot এই চিত্রকল্পে শরৎ–ঋতুর পরিবেশ বোঝাতে চেয়েছেন। শরতে শহরের আকাশে কুয়াশা আর ধোঁয়া জমে থাকে, যা একধরনের ক্লান্তি আর অস্পষ্টতা তৈরি করে। Prufrock–এর মনের অবস্থাও ঠিক তেমন — ঝাপসা, অস্থির এবং অন্ধকারাচ্ছন্ন। Eliot ঋতুর এই চিত্র ব্যবহার করে Prufrock–এর মানসিক আবহাওয়া ফুটিয়ে তুলেছেন, যা হতাশা ও অনিশ্চয়তায় ভরা।
0
Updated: 1 month ago
Who wrote The Love Song of J. Alfred Prufrock?
Created: 3 months ago
A
T. S. Eliot
B
William Butler Yeats
C
Robert Browning
D
Alfred Tennyson
0
Updated: 3 months ago