What weather condition mixes memory and desire in the poem "The Waste Land"?
A
Spring rain
B
Autumn wind
C
Winter snow
D
Summer storm
উত্তরের বিবরণ
Eliot লিখেছেন, “Mixing memory and desire, stirring dull roots with spring rain.” এখানে বৃষ্টির চিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। বসন্তের বৃষ্টি মৃত শিকড়কে জাগিয়ে তোলে, কিন্তু সেই জাগরণ আনন্দ আনে না; বরং পুরোনো স্মৃতি ও দমিয়ে রাখা আকাঙ্ক্ষাকে ফিরিয়ে আনে।
Eliot–এর চোখে বসন্ত হলো যন্ত্রণার সময়। প্রকৃতির নবজাগরণ মানুষের ভেতরের ব্যর্থতা আর হতাশাকে আবার মনে করিয়ে দেয়। ফলে বৃষ্টি হয়ে ওঠে মিশ্র অনুভূতির প্রতীক।
0
Updated: 1 month ago
What body part does Prufrock mention being pinned and wriggling under others’ eyes in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
An insect
B
A fish
C
A mouse
D
A frog
Prufrock নিজেকে তুলনা করে এক ধরনের পতঙ্গের সাথে, যাকে পিন দিয়ে দেয়ালে আটকানো হয়। সে ভাবে, অন্যদের চোখের সামনে সে এমন এক পতঙ্গের মতো কুঁকড়ে থাকবে।
এই চিত্রকল্প আধুনিক মানুষের সামাজিক ভীতি ও অসহায়তাকে প্রকাশ করে। একটি পতঙ্গ যখন আটকে থাকে, তখন তার কোনো স্বাধীনতা থাকে না, কেবল সংগ্রাম করে।
Eliot এই ছবির মাধ্যমে দেখিয়েছেন, Prufrock কেমন করে সমাজের চোখের সামনে নিজেকে অসহায়, লজ্জিত এবং পরাধীন মনে করে। এটি তার আত্ম-সন্দেহের প্রতীক।
0
Updated: 1 month ago
In "Death by Water," who gets drowned in the sea?
Created: 4 weeks ago
A
Mr. Eugenides
B
Phlebas the Phoenician
C
Tiresias
D
The Fisher King
"Death by Water" অংশে টি. এস. এলিয়ট (T. S. Eliot) “The Waste Land” কবিতায় ফিনিশীয় নাবিক ফ্লেবাসের (Phlebas the Phoenician) মৃত্যুর চিত্র তুলে ধরেছেন।
-
এই দৃশ্যটি প্রতীকীভাবে মানবজীবনের ভোগবাদী ও বাণিজ্যিক মানসিকতার (materialistic and mercantile world) পতনকে বোঝায়। ফ্লেবাসের ডুবে যাওয়া শুধুমাত্র শারীরিক মৃত্যু নয়, বরং মানসিক ও আত্মিক পতনের (spiritual downfall) ইঙ্গিত বহন করে।
-
কবি এখানে জীবন ও মৃত্যুর চক্র (cycle of life and death) এবং বস্তুবাদী সমাজের ক্ষয়িষ্ণু মানসিকতাকে তুলে ধরেছেন। ফ্লেবাস একসময় ব্যবসায়ে সফল ছিল, কিন্তু মৃত্যুর পর তার দেহ স্রোতের সঙ্গে ভেসে যায়—যা মানুষের অহংকার ও সম্পদের অস্থায়িত্বের প্রতীক (symbol of impermanence of human pride and wealth)।
-
সুতরাং, “Death by Water” অংশটি মনে করিয়ে দেয় যে, সবশেষে মানুষকে প্রকৃতি ও সময়ের অনিবার্য নিয়তির কাছে আত্মসমর্পণ করতেই হয়।
0
Updated: 4 weeks ago
What famous painter’s name symbolizes cultural chatter in the poem "The Love Song of J. Alfred Prufrock" in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
Michelangelo
B
Leonardo da Vinci
C
Raphael
D
Rembrandt
নারীরা বারবার Michelangelo নিয়ে কথা বলে। এটি আসলে উচ্চবিত্ত সমাজের ফ্যাশনেবল আলোচনা। Michelangelo রেনেসাঁ যুগের এক মহান শিল্পী, কিন্তু এখানে তার নাম হয়ে দাঁড়িয়েছে নিছক আড্ডার বিষয়। Eliot দেখিয়েছেন, সমাজের এ ধরনের আলাপ কতটা উপরের দিকের, আর Prufrock সেই জগত থেকে কতটা বিচ্ছিন্ন।
1
Updated: 1 month ago