Which season does the poem "The Waste Land" famously begin with?
A
April
B
December
C
June
D
October
উত্তরের বিবরণ
কবিতার প্রথম লাইন হলো — “April is the cruellest month.” Eliot ইচ্ছাকৃতভাবে প্রচলিত ধারণার উল্টো বলেছেন। সাধারণত এপ্রিলকে বসন্তের মাস হিসেবে আনন্দময় মনে করা হয়, কিন্তু Eliot–এর কাছে এপ্রিল নিষ্ঠুর।
কারণ শীতের মতো নিস্তেজ সময় মানুষকে অনুভূতিহীন করে রাখে, কিন্তু বসন্ত মানুষকে আবার স্মৃতি, আশা আর যন্ত্রণার দিকে ঠেলে দেয়। এই লাইন পুরো কবিতার মুড সেট করে দেয়।
Eliot দেখিয়েছেন আধুনিক জীবনের হতাশা, ভাঙাচোরা আবেগ এবং মৃত্যু–পরবর্তী পুনর্জন্মের বেদনা।

0
Updated: 9 hours ago
What historical figure is indirectly mentioned through Cleopatra’s imagery in the poem "The Waste Land"?
Created: 1 week ago
A
Elizabeth I
B
Victoria
C
Mary Queen of Scots
D
Catherine the Great
Cleopatra–র মতো বিলাসবহুল সাজঘরের বর্ণনা এসেছে, যা পরোক্ষভাবে Elizabethan যুগের রেফারেন্সও বহন করে। Eliot দেখিয়েছেন, রাজকীয় বিলাসিতা হলেও জীবনের গভীরতায় শূন্যতা থেকে যায়। এই তুলনা আধুনিক নারীর জীবনকে Cleopatra–র চিত্রে প্রতিফলিত করে।

2
Updated: 1 week ago
What phrase symbolises Prufrock’s trivial social gestures in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 10 hours ago
A
“The taking of a toast and tea”
B
“The singing of the morning bird”
C
“The lighting of a candle bright”
D
“The playing of a gentle tune”
Eliot বারবার চা এবং কেকের উল্লেখ করেছেন। “The taking of a toast and tea” আসলে আধুনিক নগরজীবনের ক্ষুদ্রতা এবং সামাজিক আচার–আচরণের প্রতীক। Prufrock মনে করে তার জীবন অর্থহীন ভদ্রতা আর সামাজিক অনুষ্ঠানের মধ্যেই আটকে গেছে।
মানুষ বড় কোনো আবেগ বা সৃষ্টিশীলতা প্রকাশ করছে না, বরং একঘেয়ে নিয়মে চলেছে। Eliot এই সাধারণ চিত্র ব্যবহার করে দেখিয়েছেন, আধুনিক জীবনের নিষ্ক্রিয়তা ও একঘেয়েমি কিভাবে মানুষকে বন্দি করে রাখে।

0
Updated: 10 hours ago
What final action drowns Prufrock at the close of the poem in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 10 hours ago
A
Human voices woke him from a dream
B
Waves of fire burning his soul
C
Falling stars crashing to the earth
D
Empty winds blowing through the night
কবিতার একেবারে শেষে Prufrock স্বপ্ন থেকে বাস্তবে ফিরিয়ে আনা হয় মানবকণ্ঠে। সে কল্পনা করেছিল mermaid–দের গান, কিন্তু বাস্তবে মানবকণ্ঠই তাকে টেনে আনে। বাস্তবে ফেরার সাথে সাথেই সে মনে করে, সে ডুবে যাচ্ছে।
Eliot দেখিয়েছেন, স্বপ্ন আর বাস্তবের দ্বন্দ্ব আধুনিক মানুষকে কিভাবে গ্রাস করে। বাস্তবতার কঠিন কণ্ঠস্বর তার কল্পনার জগতকে ভেঙে দেয়।

0
Updated: 10 hours ago