রোমান স্থাপত্যশৈলীর বিখ্যাত নিদর্শন ‘কলোসিয়াম’ মূলত কোনটির সাথে সম্পর্কিত?
A
পাঠশালা
B
উপাসনালয়
C
নাট্যশালা
D
খেলার মাঠ
উত্তরের বিবরণ
রোমান স্থাপত্য
-
কলোসিয়াম:
-
রোমানদের দ্বারা নির্মিত সবচেয়ে বড় স্থাপত্য।
-
নির্মাণকাল: ৭২ খ্রিস্টাব্দে সম্রাট ভেসপেশিয়ানের আমলে শুরু, ৮০ খ্রিস্টাব্দে সম্রাট টাইটাসের সময় সম্পন্ন।
-
স্থানীয় নাম: অ্যামফিথিয়েট্রাম ফ্ল্যাভিয়াম
-
উদ্দেশ্য: নাট্যশালা ও গ্ল্যাডিয়েটর লড়াই প্রদর্শনের জন্য।
-
আয়তন: ৬ একর
-
দৈর্ঘ্য: ১৮৯ মিটার
-
প্রস্থ: ১৫৬ মিটার
-
উচ্চতা: ৪৮ মিটার
-
দর্শক ধারণক্ষমতা: ৫,৬০০ জন
-
-
প্যনথিয়ন:
-
সম্রাট হাড্রিয়ানের নির্মিত ধর্মমন্দির।
-
রোমান স্থাপত্যের একটি বড় নিদর্শন।
-
-
ভাস্কর্য:
-
সম্রাট, কর্মকর্তা ও দেবতাদের মূর্তি।
-
রোমান সময়ের নান্দনিক ও রাজনৈতিক প্রকাশের নিদর্শন।
-

0
Updated: 9 hours ago
রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট কে ছিলেন?
Created: 2 weeks ago
A
জুলিয়াস সিজার
B
কনস্টানটাইন সিজার
C
রমিউলাস সিজার
D
অগাস্টাস সিজার
অগাস্টাস সিজার (Augustus Caesar)
• রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট ছিলেন অগাস্টাস সিজার
• আসল নাম: গাইয়াস অক্টাভিয়াস (Gaius Octavius)
• জুলিয়াস সিজারের মৃত্যুর পর নাম পরিবর্তন করে অগাস্টাস সিজার রাখেন
• শাসনকাল: খ্রিস্টপূর্ব ৩১ – ১৪ খ্রিস্টাব্দ
• রোমীয় ইতিহাসে সর্বাপেক্ষা বিখ্যাত শাসক
• তাঁর শাসনামলে রোমীয় সভ্যতায় স্বর্ণযুগ (Golden Age) শুরু হয়
• সংস্কৃতি, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞানচর্চা তাঁর সময়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে
• ইতিহাসে তাঁর সময়কালকে বলা হয় ‘অগাস্টান যুগ’ (Augustan Age)
সূত্র: Britannica, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 2 weeks ago
রোমান সভ্যতার আইনের ভিত্তি কোনটি?
Created: 1 month ago
A
বার বিধি
B
প্যাপিরাস
C
ট্রাইব্যুনাল
D
ল্যাটিন কোড
রোমান সভ্যতা
-
রোমান সভ্যতা প্রথমে রাজাদের শাসনাধীন ছিল।
-
খ্রিস্টপূর্ব ৫১০ সালে রাজা স্বৈরাচারী হয়ে উঠলে রোমে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
-
রোমান সভ্যতা প্রায় ছয়শ’ বছর স্থায়ী ছিল।
-
তাদের অর্থনীতি মূলত দাসপ্রথার উপর নির্ভরশীল ছিল।
বার বিধি (The Twelve Tables)
-
‘বার বিধি’ ছিল রোমানদের প্রথম লিখিত আইন।
-
এটি খ্রিস্টপূর্ব ৪৫০ অব্দে প্রচলিত হয় এবং রোমান আইনের ভিত্তি হিসেবে স্বীকৃত।
-
এই আইন রোমান নাগরিকদের অধিকার ও দায়িত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
আইন প্রণয়ন, বিশেষ করে ‘বার বিধি’, রোমান সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ অবদান।
রোমানদের অবদান
-
শিল্প, সাহিত্য, দর্শন ও স্থাপত্যে তারা গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল।
-
তবে সামরিক সংগঠন, শাসন পরিচালনা, আইন প্রণয়ন এবং প্রকৌশলবিদ্যায় রোমানরা গ্রিক ও অন্যান্য জাতির চেয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল।

0
Updated: 1 month ago