সম্প্রতি, আর্মেনিয়া-আজারবাইজান স্বাক্ষরিত শান্তিচুক্তির মধ্যস্থতাকারী দেশ কোনটি? (সেপ্টেম্বর, ২০২৫)
A
কাতার
B
জার্মানি
C
যুক্তরাষ্ট্র
D
তুরস্ক
উত্তরের বিবরণ
আর্মেনিয়া-আজারবাইজান শান্তিচুক্তি (৮ আগস্ট, ২০২৫)
-
স্থান: হোয়াইট হাউস, যুক্তরাষ্ট্র
-
মধ্যস্থতা: যুক্তরাষ্ট্র
-
উপস্থিতি:
-
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী: নিকোল পাশনিয়ান
-
আজারবাইজানের প্রেসিডেন্ট: ইলহাম আলিয়েভ
-
মার্কিন প্রেসিডেন্ট: ডোনাল্ড ট্রাম্প
-
মূল বিষয়বস্তু:
-
কয়েক দশকের সংঘাতের অবসান।
-
দীর্ঘস্থায়ী মিত্রতা এবং পারস্পরিক সহযোগিতার প্রতিশ্রুতি।
-
পৃথক চুক্তি: করিডোর ও বাণিজ্য সম্পর্কিত বিষয়।
পটভূমি:
-
বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল আজারবাইজানের ভেতরে হলেও ১৯৯৪ সালের যুদ্ধের পর আর্মেনিয়ার সমর্থনে জাতিগত আর্মেনীয় বাহিনী নিয়ন্ত্রণ করছিল।
-
আর্মেনিয়া অঞ্চলে দখল নেয়ার পর কয়েক দফা রক্তক্ষয়ী সংঘাত হয়েছে।
-
২০২৩ সালে পুনরায় নিয়ন্ত্রণ নেয় আজারবাইজান।
0
Updated: 1 month ago
'ক্রুসেড' কীসের জন্য পরিচালিত হয়েছিল?
Created: 1 month ago
A
ভ্যাটিকান পুনরুদ্ধার করার জন্য
B
বাইজেন্টাইন সাম্রাজ্যকে পুনরুদ্ধার করার জন্য
C
জেরুজালেম পুনরুদ্ধার করার জন্য
D
ইউরোপে খৃষ্ট ধর্ম পুনরুদ্ধার করার জন্য
১১শ শতাব্দীর শেষের দিকে, ক্যাথলিক চার্চ জেরুজালেম পুনরুদ্ধারের জন্য সামরিক অভিযান বা ক্রুসেড অনুমোদন দিতে শুরু করে। ক্রুসেডাররা বিশ্বাস করত যে এই সেবার মাধ্যমে তারা পাপমোচন পাবে এবং স্বর্গে স্থান নিশ্চিত করবে।
ক্রুসেড (Crusade):
-
বাংলায় ক্রুসেডের অর্থ ধর্মযুদ্ধ।
-
প্রথম ক্রুসেড শুরু হয় ১০৯৬ সালে।
-
মুসলমানদের হাত থেকে জেরুজালেম মুক্ত করার জন্য খ্রিস্টানরা ১০৯৬ থেকে ১২৭১ সাল পর্যন্ত বারংবার অভিযান চালায়, যা ইতিহাসে ক্রুসেড নামে পরিচিত।
-
মোট আটবার ক্রুসেড অভিযান পরিচালিত হয়, যার মধ্যে প্রথম অভিযান পরিচালনা করেন গডফ্রে।
-
প্রধানত, ক্রুসেড অভিযানসমূহ ইউরোপ থেকে প্রেরণ করা হয়।
0
Updated: 1 month ago
SALT-I চুক্তিটি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়?
Created: 1 month ago
A
যুক্তরাষ্ট্র ও চীন
B
যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
C
রাশিয়া ও যুক্তরাজ্য
D
ফ্রান্স ও জার্মানি
১৯৭২ সালে স্বাক্ষরিত Strategic Arms Limitation Talks-1 (SALT I) চুক্তির মূল লক্ষ্য ছিল কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমিত করা।
SALT I চুক্তি:
-
যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
-
আলোচনা শুরু হয় ১৯৬৯ সালে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি-তে।
-
চুক্তি ১৯৭২ সালের ২৬ মে স্বাক্ষরিত হয়।
-
চুক্তির মাধ্যমে কৌশলগত ব্যালিস্টিক মিসাইল লঞ্চারের সংখ্যা সীমিত করার লক্ষ্যে একমত হয়।
-
পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রের সংখ্যা “ফ্রিজ” করা হয়, অর্থাৎ কোন পক্ষ আর তার সংখ্যা বাড়াতে পারবে না।
-
এছাড়াও, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সংখ্যা নির্ধারণ করা হয়।
-
SALT I চুক্তির মাধ্যমে অস্ত্র প্রতিযোগিতা কিছুটা সীমিত করা সম্ভব হয়।
0
Updated: 1 month ago
বিশ্বের দীর্ঘতম একক রেলপথ কোনটি?
Created: 1 month ago
A
ট্রান্স-ইউরোপিয়ান
B
ইউরোস্টার এক্সপ্রেস
C
ট্রান্স সাইবেরিয়ান
D
কুম্ব্রেস অ্যান্ড টলটেক সিনিক রেলরোড
ট্রান্স-সাইবেরিয়ান রেলপথ হলো বিশ্বের দীর্ঘতম একক রেল ব্যবস্থা, যা রাশিয়ার মস্কো থেকে ভ্লাদিভোস্টক পর্যন্ত বিস্তৃত।
-
মূল দৈর্ঘ্য: ৫,৭৭১ মাইল (৯,২৮৮ কিমি)
-
নাখোদকার বন্দর স্টেশনের সংযোগসহ মোট দৈর্ঘ্য: ৫,৮৬৭ মাইল (৯,৪৪১ কিমি)
-
প্রভাব: সাইবেরিয়া অঞ্চলের উপর গভীর প্রভাব ফেলে
-
গুরুত্ব: রাশিয়ান সাম্রাজ্য এবং সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক ও সামরিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে
0
Updated: 1 month ago