সম্প্রতি, আর্মেনিয়া-আজারবাইজান স্বাক্ষরিত শান্তিচুক্তির মধ্যস্থতাকারী দেশ কোনটি? (সেপ্টেম্বর, ২০২৫)
A
কাতার
B
জার্মানি
C
যুক্তরাষ্ট্র
D
তুরস্ক
উত্তরের বিবরণ
আর্মেনিয়া-আজারবাইজান শান্তিচুক্তি (৮ আগস্ট, ২০২৫)
-
স্থান: হোয়াইট হাউস, যুক্তরাষ্ট্র
-
মধ্যস্থতা: যুক্তরাষ্ট্র
-
উপস্থিতি:
-
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী: নিকোল পাশনিয়ান
-
আজারবাইজানের প্রেসিডেন্ট: ইলহাম আলিয়েভ
-
মার্কিন প্রেসিডেন্ট: ডোনাল্ড ট্রাম্প
-
মূল বিষয়বস্তু:
-
কয়েক দশকের সংঘাতের অবসান।
-
দীর্ঘস্থায়ী মিত্রতা এবং পারস্পরিক সহযোগিতার প্রতিশ্রুতি।
-
পৃথক চুক্তি: করিডোর ও বাণিজ্য সম্পর্কিত বিষয়।
পটভূমি:
-
বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল আজারবাইজানের ভেতরে হলেও ১৯৯৪ সালের যুদ্ধের পর আর্মেনিয়ার সমর্থনে জাতিগত আর্মেনীয় বাহিনী নিয়ন্ত্রণ করছিল।
-
আর্মেনিয়া অঞ্চলে দখল নেয়ার পর কয়েক দফা রক্তক্ষয়ী সংঘাত হয়েছে।
-
২০২৩ সালে পুনরায় নিয়ন্ত্রণ নেয় আজারবাইজান।

0
Updated: 9 hours ago
কত সালে নেপালে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়?
Created: 9 hours ago
A
২০০৪ সালে
B
২০০৮ সালে
C
২০১০ সালে
D
২০০৬ সালে
নেপাল
-
রাজতন্ত্রের প্রতিষ্ঠা: ১৭৬৯ সালে
-
সর্বশেষ রাজা: জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ
-
গুরুত্বপূর্ণ ঘটনা:
-
২০০১ সালে রাজা হওয়ার পর ২০০৫ সালে জ্ঞানেন্দ্র সংবিধান স্থগিত করে পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন।
-
এ সময়ে মাওবাদীরা মূলধারার রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলিত হয়ে বৃহৎ বিক্ষোভ শুরু করেন।
-
২৮ মে, ২০০৮ সালে নবনির্বাচিত গণপরিষদ নেপালকে ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক ঘোষণা করে।
-
-
ফলাফল: ২৪০ বছরের পুরোনো রাজতন্ত্র বিলুপ্ত হয়ে নেপালে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

0
Updated: 9 hours ago
UNCCD এর পূর্ণরূপ কী?
Created: 2 days ago
A
United Nations Convention on Climate Development
B
United Nations Conference on Desert Control
C
The United Nations Convention to Combat Desertification
D
United Nations Council for Desert Conservation
জাতিসংঘের মরুকরণ প্রতিরোধ চুক্তি (UNCCD)
-
পূর্ণরূপ: The United Nations Convention to Combat Desertification
-
প্রতিষ্ঠা: ১৯৯৪ সালে গৃহীত
-
কার্যকর: ১৯৯৬ সালে
-
উদ্দেশ্য: মরুকরণ, খরা ও ভূমি অবক্ষয় মোকাবিলা; টেকসই ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা; জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো
-
পক্ষ: ১৯৭টি (১৯৬টি দেশ + ইউরোপীয় ইউনিয়ন)

0
Updated: 2 days ago
’Green Climate Fund’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
Created: 2 days ago
A
২০১০ সালে
B
২০১১ সালে
C
২০০৯ সালে
D
২০১৭ সালে
Green Climate Fund (GCF)
-
বর্ণনা: ঐতিহাসিক প্যারিস চুক্তির একটি গুরুত্বপূর্ণ উপাদান, GCF হলো বিশ্বের বৃহত্তম জলবায়ু তহবিল।
-
প্রতিষ্ঠা: ২০১০ সালে
-
সদর দপ্তর: ইনচিয়ন শহরের সোংডো, দক্ষিণ কোরিয়া
-
গঠন: COP16 সম্মেলনে (২০১০, ক্যানকুন, মেক্সিকো)
উদ্দেশ্য:
-
উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন (adaptation) এবং নির্গমন হ্রাস (mitigation) সংক্রান্ত আর্থিক সহায়তা প্রদান

0
Updated: 2 days ago