'Great Leap Forward' ইতিহাসের এই সমালোচিত কর্মসূচির প্রবক্তা কে?
A
মহাত্মা গান্ধী
B
মাও সে তুং
C
চে গুয়াভারা
D
সানইয়াৎ সেন
উত্তরের বিবরণ
মাও সে তুং
-
গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম চেয়ারম্যান।
-
জন্ম: ১৮৯৩ সালে, চীনে চিং রাজবংশের শাসনের সময়।
-
প্রতিষ্ঠা: ১৯৪৯ সালের ১ অক্টোবর বেইজিংয়ের তিয়েনআনমেন চত্বরে পিপলস রিপাবলিক অব চায়না।
-
কমিউনিস্ট পার্টি: চীনের কমিউনিস্ট পার্টির মূল নেতা।
-
উদ্যোগ: Great Leap Forward-এর প্রবক্তা।
অন্যদিকে:
-
সানইয়াৎ সেন – চীন প্রজাতন্ত্রের জনক ও প্রতিষ্ঠাতা, চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট।

0
Updated: 9 hours ago
নির্দিষ্ট বিপজ্জনক রাসায়নিক ও কীটনাশকের আন্তর্জাতিক বাণিজ্যকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে কোন কনভেনশন স্বাক্ষরিত হয়?
Created: 2 days ago
A
কাতার কনভেনশন
B
রটারড্যাম কনভেনশন
C
বাসেল কনভেনশন
D
স্টকহোম কনভেনশন
রটারড্যাম কনভেনশন (Rotterdam Convention)
-
পূর্ণনাম: Rotterdam Convention
-
উদ্দেশ্য:
-
কিছু বিপজ্জনক রাসায়নিক এবং কীটনাশকের আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ
-
উন্নয়নশীল দেশগুলোকে এগুলো আমদানি করার আগে প্রয়োজনীয় তথ্য ও সম্মতি প্রদানের সুযোগ (Prior Informed Consent - PIC) নিশ্চিত করা
-
-
গৃহীত: ১০ সেপ্টেম্বর ১৯৯৮, রটারড্যাম, নেদারল্যান্ডস
-
কার্যকর: ২৪ ফেব্রুয়ারি ২০০৪
-
সচিবালয় পরিচালনা: FAO ও UNEP যৌথভাবে
অন্য চুক্তি তুলনায়:
-
বাসেল কনভেনশন: বিপজ্জনক বর্জ্যের পরিবহন নিয়ন্ত্রণ
-
স্টকহোম কনভেনশন (২০০১): পরিবেশকে স্থায়ী জৈব দূষণকারী পদার্থ থেকে রক্ষা

0
Updated: 2 days ago
’নাগোয়া প্রটোকল’ কত সালে গৃহীত হয়?
Created: 2 days ago
A
২০১২ সালে
B
২০১৭ সালে
C
২০০৭ সালে
D
২০১০ সালে
নাগোয়া প্রটোকল:
-
পূর্ণ নাম: The Nagoya Protocol on Access and Benefit-sharing
-
নাগোয়া প্রোটোকল হল জৈবিক বৈচিত্র্য কনভেনশনের একটি পরিপূরক চুক্তি।
-
ABS সংক্রান্ত নাগোয়া প্রোটোকল গৃহীত: ২৯ অক্টোবর ২০১০, নাগোয়া, জাপান
-
কার্যকর: ১২ অক্টোবর ২০১৪
-
উদ্দেশ্য: জিনগত সম্পদের ব্যবহার থেকে উদ্ভূত সুবিধাগুলির ন্যায্য এবং ন্যায়সঙ্গত বন্টন, যা জীববৈচিত্র্যের সংরক্ষণ এবং টেকসই ব্যবহারে অবদান রাখে।

0
Updated: 2 days ago
কোন দেশে সর্ব প্রথম ‘ওরেশনিক ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করা হয়?
Created: 1 week ago
A
ফিলিস্তিন
B
রাশিয়া
C
ইউক্রেন
D
উপরের কোনটি নয়
ক্ষেপণাস্ত্র:
- ওরেশনিক, রাশিয়ায় যার অর্থ ‘হ্যাজেল ট্রি’ (বিশেষ ধরনের একটি বৃক্ষ) এক নতুন মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
- ‘আরএস–২৬ রুবেজ’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) ওপর ভিত্তি করে তৈরি করা হয় ওরেশনিক।
- ওরেশনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১০ গুণ গতিতে যেতে পারে।
- এ ক্ষেপণাস্ত্রের তিন থেকে ছয়টি ওয়ারহেড (ক্ষেপণাস্ত্রের মুখ বা যে অংশ বিস্ফোরক থাকে) রয়েছে।
- ইউক্রেনের নিপ্রোতে ওরেশনিক ক্ষেপণাস্ত্র প্রথম ব্যবহার করে রাশিয়া।

0
Updated: 1 week ago