উৎস: The Business Standard
PESCO এর পূর্ণরূপ কী?
A
Permanent Structured Cooperation
B
Permanent Strucal Cooperation
C
Parmanent Structured Coperation
D
Permanent Economic Structured Cooperation
উত্তরের বিবরণ
PESCO
-
পূর্ণরূপ: Permanent Structured Cooperation
-
প্রকার: প্রতিরক্ষা বিষয়ক জোট
-
উদ্দেশ্য:
-
প্রতিরক্ষা সক্ষমতা বিনিয়োগ
-
পরিকল্পনা, বিকাশ ও পরিচালনা
-
-
অংশগ্রহণকারী দেশসমূহ (২৬টি):
অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন

0
Updated: 9 hours ago
Related MCQ
মালবর্ক দুর্গের সাথে কোন দেশ সম্পর্কিত?
Created: 9 hours ago
A
সুইডেন
B
পোল্যান্ড
C
জার্মানি
D
মিশর
মালবর্ক দুর্গ
-
অবস্থান: উত্তর পোল্যান্ডের নোগাত নদীর তীরে
-
আয়তনের দিক থেকে এটি বিশ্বের বৃহত্তম দুর্গ।
-
নির্মাণ: ১৩ শতকে পোল্যান্ডের মালবর্কে, প্রায় ৫২ একর জায়গাজুড়ে।
-
নির্মাতা: জার্মান ক্যাথলিক ধর্মীয় ক্রুসেডারদের সংগঠন টিউটনিক নাইটস।
-
বৈশিষ্ট্য: ইউরোপের সর্ববৃহৎ সুরক্ষিত গথিক স্থাপনা।
-
১৯৯৭ সালে ইউনেসকো এটিকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়।

0
Updated: 9 hours ago
সম্প্রতি আফগানিস্তানে কোন শহরে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে? (সেপ্টেম্বর-২০২৫)
Created: 2 days ago
A
কাবুল প্রদেশ
B
নানগারহার প্রদেশ
C
হেলমান্দ প্রদেশ
D
উরুজগান প্রদেশ
ChatGPT said:

0
Updated: 2 days ago
বর্তমানে বিশ্বের প্রথম এইডস টিকা তৈরির প্রকল্পে কাজ করছে- [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 2 days ago
A
যুক্তরাষ্ট্র
B
রাশিয়া
C
কানাডা
D
সুইডেন
বিশ্বের প্রথম এইডস টিকা
-
রাশিয়া ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ এইডস প্রতিরোধে টিকা তৈরি করছে।
-
যদি প্রকল্পটি সফল হয়, তবে এটি বিশ্বের প্রথম কার্যকর এইডস টিকা হবে।
-
গামালিয়া ন্যাশনাল সেন্টার ইতোমধ্যে এই টিকা তৈরির কাজ শুরু করেছে।
-
সবকিছু ঠিকঠাক চললে আগামী দুই বছরের মধ্যে এটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
উল্লেখযোগ্য তথ্য:
-
গামালিয়া ন্যাশনাল সেন্টার বিশ্বের শীর্ষস্থানীয় জীবাণু গবেষণা প্রতিষ্ঠান।
-
করোনার প্রথম টিকা আবিষ্কার করেছিল এই সংস্থা।
-
স্পুটনিক-৫ নামের সেই টিকার করোনা প্রতিরোধী সক্ষমতা ৯৭% এর বেশি।
-
৭০টিরও বেশি দেশে করোনা মহামারি মোকাবিলায় ব্যবহার করা হয়েছে।

0
Updated: 2 days ago