PESCO এর পূর্ণরূপ কী?
A
Permanent Structured Cooperation
B
Permanent Strucal Cooperation
C
Parmanent Structured Coperation
D
Permanent Economic Structured Cooperation
উত্তরের বিবরণ
PESCO
-
পূর্ণরূপ: Permanent Structured Cooperation
-
প্রকার: প্রতিরক্ষা বিষয়ক জোট
-
উদ্দেশ্য:
-
প্রতিরক্ষা সক্ষমতা বিনিয়োগ
-
পরিকল্পনা, বিকাশ ও পরিচালনা
-
-
অংশগ্রহণকারী দেশসমূহ (২৬টি):
অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন
0
Updated: 1 month ago
অটোয়া চুক্তির মূল উদ্দেশ্য কী?
Created: 1 month ago
A
স্থলমাইন নিষিদ্ধকরণ
B
পারমাণবিক অস্ত্র সীমিতকরণ
C
রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ
D
জৈব অস্ত্র ধ্বংস
অটোয়া চুক্তি ১৯৯৭ সালে স্থলমাইনের উৎপাদন, ব্যবহার ও মজুদ নিষিদ্ধ করার উদ্দেশ্যে গৃহীত হয়।
অটোয়া চুক্তি:
-
১৯৯৭ সালের ১৮ সেপ্টেম্বর, কানাডার অটোয়ায় এই চুক্তি গৃহীত হয়।
-
চুক্তি ১ মার্চ ১৯৯৯ সালে কার্যকর হয়।
-
চুক্তির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ স্থলমাইন ব্যবহারের বিরুদ্ধে সম্মত হয়।
-
বাংলাদেশ ৭ মে ১৯৯৮ সালে চুক্তিতে স্বাক্ষর করে এবং ৬ সেপ্টেম্বর ২০০০ সালে এটি কার্যকর করে।
-
বর্তমানে ১৬৪টি দেশ এই চুক্তির অংশীদার।
0
Updated: 1 month ago
আইসল্যান্ড হলো -
Created: 2 weeks ago
A
মুক্তার দ্বীপ
B
পান্নার দ্বীপ
C
লবঙ্গ দ্বীপ
D
আগুনের দ্বীপ
0
Updated: 2 weeks ago
কত সালে 'Central Treaty Organization' চুক্তি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়?
Created: 1 month ago
A
২০২৫ সালে
B
১৯৮৯ সালে
C
২০২৪ সালে
D
১৯৭৯ সালে
Central Treaty Organization:
- CENTO এর পূর্ণরূপ: Central Treaty Organization.
- CENTO একটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা চুক্তি, যা বাগদাদ চুক্তি (Baghdad Pact) নামেও পরিচিত।
- এই চুক্তি ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- চুক্তির মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়ন এবং কমিউনিস্ট প্রভাব থেকে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়াকে সুরক্ষা প্রদান করা।
- CENTO-এর সদস্য দেশগুলো ছিল: ইরান, ইরাক, তুরস্ক, পাকিস্তান, যুক্তরাজ্য।
- সদরদপ্তর: আঙ্কারা, তুরস্ক।
এছাড়াও,
- ১৯৫৯ সালের আগে পর্যন্ত এই সংস্থার সদরদপ্তর ছিল ইরাকের বাগদাদে।
- ইরাক ১৯৫৯ সাল সদস্যপদ প্রত্যাহার করে নেয়, ফলে সদরদপ্তর বাগদাদ থেকে তুরস্কের আঙ্কারায় স্থানান্তর করা হয়।
- ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয় এবং শাহ-এর পতনের পর দেশটি এই সংস্থা থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।
- CENTO আনুষ্ঠানিকভাবে ১৯৭৯ সালে বিলুপ্ত হয়।
0
Updated: 1 month ago