সম্প্রতি চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনা করছে কোন দেশ? (সেপ্টেম্বর, ২০২৫)
A
যুক্তরাজ্য
B
জাপান
C
জার্মানি
D
যুক্তরাষ্ট্র
উত্তরের বিবরণ
চাঁদে পারমাণবিক চুল্লি
-
উদ্দেশ্য: চাঁদের মাটিতে পারমাণবিক চুল্লি স্থাপন
-
প্রতিষ্ঠাকাল: ২০৩০ সালের মধ্যে বাস্তবায়ন লক্ষ্য, নাসা কর্তৃক
-
বিদ্যুৎ উৎপাদন: প্রাথমিকভাবে ১০০ কিলোওয়াট
-
প্রয়োগ:
-
চাঁদে আবাসস্থল ও জীবনধারণ
-
খনিজ সম্পদ আহরণের সরঞ্জাম পরিচালনা
-
অবিচ্ছিন্ন শক্তির উৎস হিসেবে কাজ
-
-
মূল উদ্দেশ্য:
-
চাঁদে যুক্তরাষ্ট্রের আধিপত্য বজায় রাখা
-
চীন ও রাশিয়ার সঙ্গে মহাকাশ প্রতিযোগিতায় এগিয়ে থাকা
-

0
Updated: 9 hours ago
কোন অঞ্চলের জন্য ' ডমিনো' তত্ত্বটি ছিল?
Created: 9 hours ago
A
দক্ষিণ-পূর্ব এশিয়ার
B
উত্তর-পূর্ব এশিয়ার
C
পূর্ব আফ্রিকায়
D
কোনটি নয়
ডমিনো তত্ত্ব
-
প্রবর্তক: মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার, ১৯৫৪ সালের ৭ এপ্রিল সংবাদ সম্মেলনে ইন্দোচিনে কমিউনিজম প্রসঙ্গে তত্ত্বটি উল্লেখ করেন।
-
মুল বক্তব্য: কোনো একটি রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হয়, তাহলে পাশের রাষ্ট্রগুলোও সমাজতন্ত্রীদের দখলে চলে যাবে।
-
প্রয়োগ: ভিয়েতনাম যুদ্ধ এবং স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এই তত্ত্ব অনুসরণ করে।
-
কার্যক্রম: আইজেনহাওয়ার এন্টি-কমিউনিস্ট দক্ষিণ ভিয়েতনাম সরকারকে সমর্থন দেন।
-
প্রযোজ্য এলাকা: দক্ষিণ-পূর্ব এশিয়া।
-
সময়কাল: ১৯৫০ থেকে ১৯৮৯ পর্যন্ত যুক্তরাষ্ট্র তত্ত্বটি প্রচার করেছিল।

0
Updated: 9 hours ago
কত সালে 'Central Treaty Organization' চুক্তি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়?
Created: 1 week ago
A
২০২৫ সালে
B
১৯৮৯ সালে
C
২০২৪ সালে
D
১৯৭৯ সালে
Central Treaty Organization:
- CENTO এর পূর্ণরূপ: Central Treaty Organization.
- CENTO একটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা চুক্তি, যা বাগদাদ চুক্তি (Baghdad Pact) নামেও পরিচিত।
- এই চুক্তি ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- চুক্তির মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়ন এবং কমিউনিস্ট প্রভাব থেকে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়াকে সুরক্ষা প্রদান করা।
- CENTO-এর সদস্য দেশগুলো ছিল: ইরান, ইরাক, তুরস্ক, পাকিস্তান, যুক্তরাজ্য।
- সদরদপ্তর: আঙ্কারা, তুরস্ক।
এছাড়াও,
- ১৯৫৯ সালের আগে পর্যন্ত এই সংস্থার সদরদপ্তর ছিল ইরাকের বাগদাদে।
- ইরাক ১৯৫৯ সাল সদস্যপদ প্রত্যাহার করে নেয়, ফলে সদরদপ্তর বাগদাদ থেকে তুরস্কের আঙ্কারায় স্থানান্তর করা হয়।
- ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয় এবং শাহ-এর পতনের পর দেশটি এই সংস্থা থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।
- CENTO আনুষ্ঠানিকভাবে ১৯৭৯ সালে বিলুপ্ত হয়।

0
Updated: 1 week ago
জাতিসংঘ কোন সালকে 'আন্তর্জাতিক সমবায় বর্ষ' হিসেবে ঘোষণা করেন?
Created: 1 week ago
A
২০২৫ সাল
B
২০২৬ সাল
C
২০২৭ সাল
D
২০২৮ সাল
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক বর্ষ -
• ২০২৫ সাল:
- আন্তর্জাতিক শান্তি ও আস্থার বছর (International Year of Peace and Trust).
- আন্তর্জাতিক হিমবাহ সংরক্ষণ বর্ষ (International Year of Glaciers' Preservation).
- আন্তর্জাতিক সমবায় বর্ষ (International Year of Cooperatives).
• ২০২৬ সাল:
- International Year of Rangelands and Pastoralists.
- International Year of Volunteers for Sustainable Development.
- নারী-কৃষকদের আন্তর্জাতিক বর্ষ (International Year of the Woman Farmer).
• ২০২৭ সাল:
- International Year of Sustainable and Resilient Tourism.

0
Updated: 1 week ago