সম্প্রতি চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনা করছে কোন দেশ? (সেপ্টেম্বর, ২০২৫)
A
যুক্তরাজ্য
B
জাপান
C
জার্মানি
D
যুক্তরাষ্ট্র
উত্তরের বিবরণ
চাঁদে পারমাণবিক চুল্লি
-
উদ্দেশ্য: চাঁদের মাটিতে পারমাণবিক চুল্লি স্থাপন
-
প্রতিষ্ঠাকাল: ২০৩০ সালের মধ্যে বাস্তবায়ন লক্ষ্য, নাসা কর্তৃক
-
বিদ্যুৎ উৎপাদন: প্রাথমিকভাবে ১০০ কিলোওয়াট
-
প্রয়োগ:
-
চাঁদে আবাসস্থল ও জীবনধারণ
-
খনিজ সম্পদ আহরণের সরঞ্জাম পরিচালনা
-
অবিচ্ছিন্ন শক্তির উৎস হিসেবে কাজ
-
-
মূল উদ্দেশ্য:
-
চাঁদে যুক্তরাষ্ট্রের আধিপত্য বজায় রাখা
-
চীন ও রাশিয়ার সঙ্গে মহাকাশ প্রতিযোগিতায় এগিয়ে থাকা
-
0
Updated: 1 month ago
'Great Leap Forward' ইতিহাসের এই সমালোচিত কর্মসূচির প্রবক্তা কে?
Created: 1 month ago
A
মহাত্মা গান্ধী
B
মাও সে তুং
C
চে গুয়াভারা
D
সানইয়াৎ সেন
মাও সে তুং
-
গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম চেয়ারম্যান।
-
জন্ম: ১৮৯৩ সালে, চীনে চিং রাজবংশের শাসনের সময়।
-
প্রতিষ্ঠা: ১৯৪৯ সালের ১ অক্টোবর বেইজিংয়ের তিয়েনআনমেন চত্বরে পিপলস রিপাবলিক অব চায়না।
-
কমিউনিস্ট পার্টি: চীনের কমিউনিস্ট পার্টির মূল নেতা।
-
উদ্যোগ: Great Leap Forward-এর প্রবক্তা।
অন্যদিকে:
-
সানইয়াৎ সেন – চীন প্রজাতন্ত্রের জনক ও প্রতিষ্ঠাতা, চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট।
0
Updated: 1 month ago
কোন যুদ্ধে ডমিনো তত্ত্ব ব্যাপকভাবে প্রয়োগ করা হয়েছিল?
Created: 1 month ago
A
উপসাগরীয় যুদ্ধ
B
কোরিয়ান যুদ্ধ
C
ভিয়েতনাম যুদ্ধ
D
আফগান যুদ্ধ
ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্র ডমিনো তত্ত্বকে ব্যাপকভাবে প্রয়োগ করেছিল।
ডমিনো তত্ত্ব:
-
মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার ১৯৫৪ সালের ৭ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ইন্দোচিনে কমিউনিজমের প্রসঙ্গে তত্ত্বটি উপস্থাপন করেন।
-
তত্ত্ব অনুযায়ী, কোনো একটি রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতায় আসে, তাহলে প্রতিবেশী রাষ্ট্রগুলোও ধীরে ধীরে সমাজতন্ত্রীদের দখলে চলে যাবে।
-
ভিয়েতনাম যুদ্ধ এবং শীতল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এই তত্ত্ব বাস্তবায়ন করে।
-
তিনি দক্ষিণ ভিয়েতনামের এন্টি-কমিউনিস্ট সরকারকে সহায়তা প্রদান করেন।
-
ডমিনো তত্ত্ব মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রেক্ষাপটে প্রযোজ্য ছিল।
-
১৯৫০ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র এই তত্ত্ব প্রচার ও বাস্তবায়ন করেছিল।
0
Updated: 1 month ago
নিচের কোন দেশে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা রয়েছে?
Created: 1 month ago
A
অস্ট্রেলিয়া
B
সুইডেন
C
যুক্তরাজ্য
D
উপরোক্ত সবগুলো
সরকারের শ্রেণিবিভাগ
-
আইন ও শাসনবিভাগের সম্পর্ক বা জবাবদিহিতা নীতির ভিত্তিতে সরকারের দুটি রূপ রয়েছে:
১. সংসদীয় সরকার
২. রাষ্ট্রপতি শাসিত সরকার
সংসদীয় সরকার
-
যে সরকারে শাসনবিভাগের স্থায়িত্ব ও কার্যকারিতা আইনবিভাগের উপর নির্ভরশীল, তাকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার বা সংসদীয় পদ্ধতির সরকার বলা হয়।
-
শাসন ক্ষমতা থাকে মন্ত্রিসভার হাতে।
-
সাধারণ নির্বাচনে সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী দল মন্ত্রিসভা গঠন করে।
-
দেশে উদাহরণ: বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, কানাডা, সুইডেন, অস্ট্রেলিয়া।
-
এ ধরনের সরকারের একজন নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান থাকেন।
-
প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী।
-
মন্ত্রিসভা ও প্রধানমন্ত্রী আইন পরিষদের নিকট দায়ী থাকে।
0
Updated: 1 month ago