কত সালে নেপালে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়?
A
২০০৪ সালে
B
২০০৮ সালে
C
২০১০ সালে
D
২০০৬ সালে
উত্তরের বিবরণ
নেপাল
-
রাজতন্ত্রের প্রতিষ্ঠা: ১৭৬৯ সালে
-
সর্বশেষ রাজা: জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ
-
গুরুত্বপূর্ণ ঘটনা:
-
২০০১ সালে রাজা হওয়ার পর ২০০৫ সালে জ্ঞানেন্দ্র সংবিধান স্থগিত করে পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন।
-
এ সময়ে মাওবাদীরা মূলধারার রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলিত হয়ে বৃহৎ বিক্ষোভ শুরু করেন।
-
২৮ মে, ২০০৮ সালে নবনির্বাচিত গণপরিষদ নেপালকে ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক ঘোষণা করে।
-
-
ফলাফল: ২৪০ বছরের পুরোনো রাজতন্ত্র বিলুপ্ত হয়ে নেপালে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

0
Updated: 9 hours ago
কিয়োটো প্রটোকল কার্যকর হয় কোন সালে?
Created: 2 days ago
A
২০০০ সাল
B
২০০৫ সাল
C
২০০৩ সাল
D
২০০৭ সাল
কিয়োটো প্রটোকল
-
পূর্ণরূপ: Kyoto Protocol to the United Nations Framework Convention on Climate Change (UNFCCC)
-
গৃহীত হয়: ১১ ডিসেম্বর, ১৯৯৭
-
কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫
-
বর্তমান পক্ষ: ১৯২টি দেশ
-
স্থান: কিয়োটো, জাপান
-
উদ্দেশ্য: গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ১৯৯০ সালের স্তরের তুলনায় ৫.২% কমানো
-
বৈশিষ্ট্য: ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম (CDM) এবং ইমিশন ট্রেডিং অন্তর্ভুক্ত

0
Updated: 2 days ago
নির্দিষ্ট বিপজ্জনক রাসায়নিক ও কীটনাশকের আন্তর্জাতিক বাণিজ্যকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে কোন কনভেনশন স্বাক্ষরিত হয়?
Created: 2 days ago
A
কাতার কনভেনশন
B
রটারড্যাম কনভেনশন
C
বাসেল কনভেনশন
D
স্টকহোম কনভেনশন
রটারড্যাম কনভেনশন (Rotterdam Convention)
-
পূর্ণনাম: Rotterdam Convention
-
উদ্দেশ্য:
-
কিছু বিপজ্জনক রাসায়নিক এবং কীটনাশকের আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ
-
উন্নয়নশীল দেশগুলোকে এগুলো আমদানি করার আগে প্রয়োজনীয় তথ্য ও সম্মতি প্রদানের সুযোগ (Prior Informed Consent - PIC) নিশ্চিত করা
-
-
গৃহীত: ১০ সেপ্টেম্বর ১৯৯৮, রটারড্যাম, নেদারল্যান্ডস
-
কার্যকর: ২৪ ফেব্রুয়ারি ২০০৪
-
সচিবালয় পরিচালনা: FAO ও UNEP যৌথভাবে
অন্য চুক্তি তুলনায়:
-
বাসেল কনভেনশন: বিপজ্জনক বর্জ্যের পরিবহন নিয়ন্ত্রণ
-
স্টকহোম কনভেনশন (২০০১): পরিবেশকে স্থায়ী জৈব দূষণকারী পদার্থ থেকে রক্ষা

0
Updated: 2 days ago
'ওয়েটাঙ্গি চুক্তি’ (Treaty of Waitangi) কোন আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট?
Created: 1 week ago
A
অ্যাবোরিজিনস
B
মাওরি
C
তুয়ারেগ
D
মায়া
ওয়েটাঙ্গি চুক্তি (Waitangi Treaty):
- এটি নিউজিল্যান্ডের ইতিহাসে গুরুত্বপূর্ণ চুক্তি, যা ১৮৪০ সালে ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে মাওরি জনগোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত হয়।
- এটি নিউজিল্যান্ডের প্রতিষ্ঠার মূল নথি হিসেবে বিবেচিত হয়।
- স্বাক্ষরের স্থান: ওয়েটাঙ্গি, নিউজিল্যান্ড।
- উদ্দেশ্য:নিউজিল্যান্ডে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা।
- মাওরি জনগণের ভূমি অধিকার এবং সাংস্কৃতিক স্বীকৃতি নিশ্চিত করা।
- চুক্তিটি ইংরেজি এবং মাওরি ভাষায় রচিত, তবে উভয় ভাষার মধ্যে ব্যাখ্যাগত পার্থক্য আছে।
- মাওরি জনগণের ভূমি, সম্পদ এবং স্বায়ত্তশাসনের স্বীকৃতি দিলেও বাস্তবে ব্রিটিশ উপনিবেশ স্থাপনে মাওরি অধিকার ক্ষুণ্ণ হয়।
- এই চুক্তি নিয়ে বিতর্ক এবং পুনর্বিবেচনার দাবি আজও চলছে।
- ওয়েটাঙ্গি চুক্তি নিউজিল্যান্ডের ইতিহাস, আইন এবং সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।

0
Updated: 1 week ago