কত সালে নেপালে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়?
A
২০০৪ সালে
B
২০০৮ সালে
C
২০১০ সালে
D
২০০৬ সালে
উত্তরের বিবরণ
নেপাল
-
রাজতন্ত্রের প্রতিষ্ঠা: ১৭৬৯ সালে
-
সর্বশেষ রাজা: জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ
-
গুরুত্বপূর্ণ ঘটনা:
-
২০০১ সালে রাজা হওয়ার পর ২০০৫ সালে জ্ঞানেন্দ্র সংবিধান স্থগিত করে পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন।
-
এ সময়ে মাওবাদীরা মূলধারার রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলিত হয়ে বৃহৎ বিক্ষোভ শুরু করেন।
-
২৮ মে, ২০০৮ সালে নবনির্বাচিত গণপরিষদ নেপালকে ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক ঘোষণা করে।
-
-
ফলাফল: ২৪০ বছরের পুরোনো রাজতন্ত্র বিলুপ্ত হয়ে নেপালে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
0
Updated: 1 month ago
বিশ্বের দীর্ঘতম একক রেলপথ কোনটি?
Created: 1 month ago
A
ট্রান্স-ইউরোপিয়ান
B
ইউরোস্টার এক্সপ্রেস
C
ট্রান্স সাইবেরিয়ান
D
কুম্ব্রেস অ্যান্ড টলটেক সিনিক রেলরোড
ট্রান্স-সাইবেরিয়ান রেলপথ হলো বিশ্বের দীর্ঘতম একক রেল ব্যবস্থা, যা রাশিয়ার মস্কো থেকে ভ্লাদিভোস্টক পর্যন্ত বিস্তৃত।
-
মূল দৈর্ঘ্য: ৫,৭৭১ মাইল (৯,২৮৮ কিমি)
-
নাখোদকার বন্দর স্টেশনের সংযোগসহ মোট দৈর্ঘ্য: ৫,৮৬৭ মাইল (৯,৪৪১ কিমি)
-
প্রভাব: সাইবেরিয়া অঞ্চলের উপর গভীর প্রভাব ফেলে
-
গুরুত্ব: রাশিয়ান সাম্রাজ্য এবং সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক ও সামরিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে
0
Updated: 1 month ago
PESCO এর পূর্ণরূপ কী?
Created: 1 month ago
A
Permanent Structured Cooperation
B
Permanent Strucal Cooperation
C
Parmanent Structured Coperation
D
Permanent Economic Structured Cooperation
PESCO
-
পূর্ণরূপ: Permanent Structured Cooperation
-
প্রকার: প্রতিরক্ষা বিষয়ক জোট
-
উদ্দেশ্য:
-
প্রতিরক্ষা সক্ষমতা বিনিয়োগ
-
পরিকল্পনা, বিকাশ ও পরিচালনা
-
-
অংশগ্রহণকারী দেশসমূহ (২৬টি):
অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন
0
Updated: 1 month ago
রামসার কনভেনশনের উদ্দেশ্য কী?
Created: 1 month ago
A
বন্যপ্রাণী সংরক্ষণ
B
মরুভূমি সংরক্ষণ
C
জলাভূমি সংরক্ষণ
D
মহাসাগর রক্ষা করা
রামসার কনভেনশন (১৯৭১)
-
পূর্ণনাম: Ramsar Convention on Wetlands
-
প্রতিষ্ঠা ও কার্যকর: গৃহীত ১৯৭১ সালে, ইরানের রামসার শহরে; কার্যকর ১৯৭৫ সালে
-
সদস্য রাষ্ট্র: বিশ্বের প্রায় ৯০% জাতিসংঘের সদস্য রাষ্ট্র "চুক্তিকারী পক্ষ" হিসেবে স্বীকৃত; বর্তমান সদস্য দেশ সংখ্যা ১৭৩টি (২০২৪ সাল পর্যন্ত)
-
উদ্দেশ্য:
-
আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি সংরক্ষণ
-
সদস্য রাষ্ট্রগুলোকে তাদের গুরুত্বপূর্ণ জলাভূমি তালিকাভুক্ত করতে বলা হয়, যা রামসার সাইট নামে পরিচিত
-
-
সাম্প্রতিক কার্যক্রম:
-
২রা এপ্রিল ২০২৫: সৌদি আরব ইউনেস্কোর মহাপরিচালকের কাছে কনভেনশনে যোগদানের দলিল জমা দেয়
-
২রা আগস্ট ২০২৫: কনভেনশন দেশের জন্য কার্যকর হবে, যা সৌদি আরবকে ১৭৩তম চুক্তিকারী পক্ষ হিসেবে স্বীকৃতি দেবে
-
0
Updated: 1 month ago