Land of Golden Pagodas' দেশ নামে পরিচিত-
A
শ্রীলঙ্কা
B
থাইল্যান্ড
C
মিয়ানমার
D
ইরান
উত্তরের বিবরণ
সোনালী প্যাগোডার দেশ
-
দেশ: মিয়ানমার
-
বৈশিষ্ট্য: অসংখ্য সোনালী রঙের প্যাগোডা ও স্তূপ ধর্ম, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক।
-
উপনাম: Land of Golden Pagodas
অন্যান্য ভৌগলিক উপনাম
-
লিলি ফুলের দেশ: কানাডা
-
ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া
-
সিল্ক রুটের দেশ: ইরান
-
মার্বেলের দেশ: ইতালি
-
পঞ্চম ড্রাগনের দেশ: তাইওয়ান
-
তামার দেশ: জাম্বিয়া
-
পিরামিডের দেশ: মিশর
-
প্রাচীরের দেশ: চীন
-
ভূমিকম্পের দেশ: জাপান

0
Updated: 9 hours ago
Global Peace Index-2025 অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি?
Created: 1 week ago
A
আইসল্যান্ড
B
ফিনল্যান্ড
C
নরওয়ে
D
ডেনমার্ক
Global Peace Index (GPI) 2025 – সংক্ষিপ্ত তথ্য:
-
প্রকাশক: Institute for Economics & Peace, সিডনি, অস্ট্রেলিয়া
-
প্রকাশের সময়কাল: জুন ২০২৫
-
মূল তিনটি সূচক:
-
সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা
-
চলমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংঘাত
-
সামরিকীকরণ
-
বিশ্বের শান্তিপূর্ণ দেশসমূহ (শীর্ষ ৫):
-
আইসল্যান্ড
-
আয়ারল্যান্ড
-
নিউজিল্যান্ড
-
অস্ট্রিয়া
-
সুইজারল্যান্ড
সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ (নিম্ন ৫):
163. রাশিয়া
162. ইউক্রেন
161. সুদান
160. কঙ্গো প্রজাতন্ত্র
159. ইয়েমেন
বাংলাদেশের অবস্থান: ১২৩তম
GPI বিশ্বের দেশগুলোর মধ্যে শান্তি, নিরাপত্তা ও সংঘাতের মাত্রা নির্ধারণে আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয়।

0
Updated: 1 week ago
শতবর্ষব্যাপী যুদ্ধের (Hundred Years’ War) কে জয় লাভ করে?
Created: 1 week ago
A
যুক্তরাষ্ট্র
B
ইংল্যান্ড
C
ফ্রান্স
D
জার্মানি
শতবর্ষব্যাপী যুদ্ধ:
- ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে শতবর্ষব্যাপী যুদ্ধ সংঘটিত হয়েছিল।
- এই যুদ্ধের স্থায়িত্বকাল ছিল ১৩৩৭ সাল থেকে ১৪৫৩ সাল পর্যন্ত।
- ১৩৩৭ সালে ইংল্যান্ডের রাজা তৃতীয় অ্যাডওয়ার্ড অবৈধভাবে ফ্রান্সের সিংহাসন দাবি করেন।
- এতে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে যুদ্ধ লেগে যায়, যা ১৪৫৩ সাল পর্যন্ত চলে।
- ইতিহাসে এটি শতবর্ষব্যাপী যুদ্ধ নামে পরিচিত।
- 'জোয়ান অব আর্ক' ছিলেন ফ্রান্সের সেনাপতি।
- ব্রিটিশ আগ্রাসনের বিরুদ্ধে ফ্রান্সকে বিজয়ী করতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন এই বীর কন্যা।
- এই যুদ্ধে বিজয়ী হয় ফ্রান্স।

0
Updated: 1 week ago
নিচের কোন দেশে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা রয়েছে?
Created: 9 hours ago
A
অস্ট্রেলিয়া
B
সুইডেন
C
যুক্তরাজ্য
D
উপরোক্ত সবগুলো
সরকারের শ্রেণিবিভাগ
-
আইন ও শাসনবিভাগের সম্পর্ক বা জবাবদিহিতা নীতির ভিত্তিতে সরকারের দুটি রূপ রয়েছে:
১. সংসদীয় সরকার
২. রাষ্ট্রপতি শাসিত সরকার
সংসদীয় সরকার
-
যে সরকারে শাসনবিভাগের স্থায়িত্ব ও কার্যকারিতা আইনবিভাগের উপর নির্ভরশীল, তাকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার বা সংসদীয় পদ্ধতির সরকার বলা হয়।
-
শাসন ক্ষমতা থাকে মন্ত্রিসভার হাতে।
-
সাধারণ নির্বাচনে সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী দল মন্ত্রিসভা গঠন করে।
-
দেশে উদাহরণ: বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, কানাডা, সুইডেন, অস্ট্রেলিয়া।
-
এ ধরনের সরকারের একজন নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান থাকেন।
-
প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী।
-
মন্ত্রিসভা ও প্রধানমন্ত্রী আইন পরিষদের নিকট দায়ী থাকে।

0
Updated: 9 hours ago