'A mind unfettered in deliberation' এটি কোন সংস্থার মূলমন্ত্র?
A
NATO
B
WTO
C
WHO
D
UNHCR
উত্তরের বিবরণ
NATO
-
পূর্ণরূপ: North Atlantic Treaty Organisation
-
প্রতিষ্ঠাকাল: ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতিতে প্রতিষ্ঠিত।
-
ধরন: রাজনৈতিক ও সামরিক জোট।
-
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
-
প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ১২টি
-
বর্তমান সদস্য দেশ: ৩২টি (আগস্ট, ২০২৫)
-
মুসলিম সদস্য দেশ: তুরস্ক (১৯৫২) ও আলবেনিয়া (২০০৯)
-
সর্বশেষ সদস্য: সুইডেন, ২০২৪ সালে ৩২তম সদস্য পদ লাভ করে।
-
উদ্দেশ্য: উত্তর আটলান্টিক চুক্তির ভিত্তিতে পশ্চিম ইউরোপে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করা।
-
মূলমন্ত্র: "A mind unfettered in deliberation"
-
চুক্তি প্রযোজ্য: শুধু সদস্য দেশগুলোর ক্ষেত্রে প্রযোজ্য।
অন্যান্য মূলমন্ত্র:
-
WHO: Health for All
-
WTO: Trade for peace and prosperity

0
Updated: 9 hours ago
ন্যাটোর কোন অনুচ্ছেদে 'Open Door Policy' সম্পর্কে বর্ণনা করা হয়েছে?
Created: 1 day ago
A
অনুচ্ছেদ - ৬
B
অনুচ্ছেদ - ৮
C
অনুচ্ছেদ - ১০
D
অনুচ্ছেদ - ১২
ন্যাটো (NATO) হলো একটি সামরিক ও প্রতিরক্ষা জোট, যার প্রতিষ্ঠার চুক্তিটি ১৪টি অনুচ্ছেদে বিন্যস্ত। ন্যাটোর সদস্য হওয়ার জন্য দেশকে ইউরোপীয় হওয়ার শর্ত পূরণ করতে হয়, এবং নতুন সদস্য অন্তর্ভুক্তি করা হয় অনুচ্ছেদ ১০: Open Door Policy অনুযায়ী।
-
অনুচ্ছেদ ১: শান্তিপূর্ণ সমাধান
-
অনুচ্ছেদ ২: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
-
অনুচ্ছেদ ৩: প্রতিরক্ষা সক্ষমতা
-
অনুচ্ছেদ ৪: পরামর্শ
-
অনুচ্ছেদ ৫: সম্মিলিত প্রতিরক্ষা
-
অনুচ্ছেদ ৬: আক্রমণের সংজ্ঞা
-
অনুচ্ছেদ ৭: জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা
-
অনুচ্ছেদ ৮: অ-দ্বন্দ্বমূলক সম্পৃক্ততা
-
অনুচ্ছেদ ৯: বাস্তবায়ন পরিষদ
-
অনুচ্ছেদ ১০: অতিরিক্ত পক্ষসমূহ / নতুন সদস্য দেশ অন্তর্ভুক্তি (Open Door Policy)
-
অনুচ্ছেদ ১১: চুক্তি অনুমোদন এবং প্রয়োগ
-
অনুচ্ছেদ ১২: চুক্তি পর্যালোচনা
-
অনুচ্ছেদ ১৩: জোটের সদস্যতা ত্যাগ
-
অনুচ্ছেদ ১৪: চুক্তির অন্যান্য সংস্করণের গ্রহণযোগ্যতা
উৎস:

0
Updated: 1 day ago
NATO এর প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা কত ছিল?
Created: 2 weeks ago
A
১০টি
B
১১টি
C
১২টি
D
১৫টি
ন্যাটো (NATO)
• পূর্ণরূপ: North Atlantic Treaty Organization
• ধরন: রাজনৈতিক ও সামরিক জোট
• প্রতিষ্ঠা: ১৯৪৯, যৌথ নিরাপত্তার নীতির ভিত্তিতে
• সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
• মহাপরিচালক (সেপ্টেম্বর ২০২৫): Mark Rutte
• প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা: ১২টি দেশ
• বর্তমান সদস্য সংখ্যা (আগস্ট ২০২৫): ৩২টি দেশ
• মুসলিম দেশ সদস্য: তুরস্ক (১৯৫২), আলবেনিয়া (২০০৯)
• সর্বশেষ যোগদানকারী দেশ: সুইডেন (২০২৪)
সূত্র: NATO ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
বর্তমানে ন্যাটোর কতটি সদস্য দেশ রয়েছে? (আগস্ট-২০২৫)
Created: 1 month ago
A
৩১টি
B
২৭টি
C
৩০টি
D
৩২টি
• The North Atlantic Treaty Organization (NATO)
-
এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
-
প্রতিষ্ঠিত: ৪ এপ্রিল, ১৯৪৯।
-
প্রতিষ্ঠার মাধ্যমে স্বাক্ষরিত হয় উত্তর আটলান্টিক চুক্তি (ওয়াশিংটন চুক্তি)।
-
বর্তমানে ন্যাটোর ৩২টি সদস্য দেশ রয়েছে।
-
সর্বশেষ ন্যাটোর সদস্য: সুইডেন (২০২৪)।
-
ন্যাটোর বর্তমান মহাসচিব: সাবেক ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট (১ অক্টোবর ২০২৪ দায়িত্ব গ্রহণ)।
উৎস: ন্যাটো ওয়েবসাইট ✅

0
Updated: 1 month ago