কোন অঞ্চলের জন্য ' ডমিনো' তত্ত্বটি ছিল?
A
দক্ষিণ-পূর্ব এশিয়ার
B
উত্তর-পূর্ব এশিয়ার
C
পূর্ব আফ্রিকায়
D
কোনটি নয়
উত্তরের বিবরণ
ডমিনো তত্ত্ব
-
প্রবর্তক: মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার, ১৯৫৪ সালের ৭ এপ্রিল সংবাদ সম্মেলনে ইন্দোচিনে কমিউনিজম প্রসঙ্গে তত্ত্বটি উল্লেখ করেন।
-
মুল বক্তব্য: কোনো একটি রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হয়, তাহলে পাশের রাষ্ট্রগুলোও সমাজতন্ত্রীদের দখলে চলে যাবে।
-
প্রয়োগ: ভিয়েতনাম যুদ্ধ এবং স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এই তত্ত্ব অনুসরণ করে।
-
কার্যক্রম: আইজেনহাওয়ার এন্টি-কমিউনিস্ট দক্ষিণ ভিয়েতনাম সরকারকে সমর্থন দেন।
-
প্রযোজ্য এলাকা: দক্ষিণ-পূর্ব এশিয়া।
-
সময়কাল: ১৯৫০ থেকে ১৯৮৯ পর্যন্ত যুক্তরাষ্ট্র তত্ত্বটি প্রচার করেছিল।
0
Updated: 1 month ago
নিচের কোন দেশে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা রয়েছে?
Created: 1 month ago
A
অস্ট্রেলিয়া
B
সুইডেন
C
যুক্তরাজ্য
D
উপরোক্ত সবগুলো
সরকারের শ্রেণিবিভাগ
-
আইন ও শাসনবিভাগের সম্পর্ক বা জবাবদিহিতা নীতির ভিত্তিতে সরকারের দুটি রূপ রয়েছে:
১. সংসদীয় সরকার
২. রাষ্ট্রপতি শাসিত সরকার
সংসদীয় সরকার
-
যে সরকারে শাসনবিভাগের স্থায়িত্ব ও কার্যকারিতা আইনবিভাগের উপর নির্ভরশীল, তাকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার বা সংসদীয় পদ্ধতির সরকার বলা হয়।
-
শাসন ক্ষমতা থাকে মন্ত্রিসভার হাতে।
-
সাধারণ নির্বাচনে সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী দল মন্ত্রিসভা গঠন করে।
-
দেশে উদাহরণ: বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, কানাডা, সুইডেন, অস্ট্রেলিয়া।
-
এ ধরনের সরকারের একজন নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান থাকেন।
-
প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী।
-
মন্ত্রিসভা ও প্রধানমন্ত্রী আইন পরিষদের নিকট দায়ী থাকে।
0
Updated: 1 month ago
'ওরাকল বোন' (Oracle Bones) কোন প্রাচীন সভ্যতার লিখন পদ্ধতির সাথে সম্পর্কিত?
Created: 1 month ago
A
হিট্টাইট সভ্যতা
B
মায়া সভ্যতা
C
চীনা সভ্যতা
D
গ্রিক সভ্যতা
প্রাচীন চীনের সভ্যতা এবং লিখন পদ্ধতি সম্পর্কে জানা যায় যে প্রাচীন চীনে ভাগ্য নির্ধারণ ও গুরুত্বপূর্ণ তথ্য রেকর্ড করার জন্য হাড়ের উপর লেখা হতো, যা ওরাকল বোন নামে পরিচিত। প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর মাধ্যমে প্রাচীন চীনা লিখন পদ্ধতির সঙ্গে পরিচয় সম্ভব হয়েছে।
চৈনিক সভ্যতা:
-
চৈনিক সভ্যতা পৃথিবীর অন্যতম প্রাচীন এবং ধারাবাহিকভাবে বিকশিত সংস্কৃতিগুলোর মধ্যে একটি।
-
প্রায় ৪০০০ বছর পূর্বে, অর্থাৎ খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে, চীনের হোয়াংহো ও ইয়াংসিকিয়াং নদীর তীরে এই সভ্যতা গড়ে ওঠে।
-
নদীগুলোর উর্বর তীরভূমি এবং পানির সহজলভ্যতা কৃষিভিত্তিক জীবনধারার বিকাশে সহায়ক হয়, যা সমাজ ও শাসনব্যবস্থার দৃঢ় ভিত্তি স্থাপন করে।
-
চীনের তিনটি অঞ্চলে—হোয়াংহো নদীর তীর, ইয়াংসিকিয়াং নদীর তীর, এবং দক্ষিণ চীনের ভূখণ্ডে—চৈনিক সভ্যতার বিস্তৃত প্রভাব লক্ষ্য করা যায়।
উল্লেখযোগ্য দিক:
-
চৈনিক সভ্যতা কখনো পুরোপুরি ধ্বংস হয়নি; বরং আজও এর সাংস্কৃতিক ধারাবাহিকতা বজায় আছে।
-
শাং (Shang) এবং জোও (Zhou) রাজবংশের শাসনামলে সমাজ, প্রশাসন এবং ধর্মীয় রীতিনীতির গুরুত্বপূর্ণ বিকাশ ঘটেছে।
0
Updated: 1 month ago
The Climate Vulnerable Forum (CVF)- কোথায় গঠিত হয়?
Created: 1 month ago
A
কাতার
B
শ্রীলঙ্কা
C
ভারত
D
মালদ্বীপ
The Climate Vulnerable Forum (CVF)
-
পূর্ণরূপ: জলবায়ু ঝুঁকিপূর্ণ ফোরাম
-
সংজ্ঞা: উষ্ণায়নের ঝুঁকিতে থাকা ৭৪টি দেশের একটি আন্তর্জাতিক অংশীদারিত্ব
-
উদ্দেশ্য: জলবায়ু জরুরি অবস্থা মোকাবেলায় অংশগ্রহণকারী সরকারগুলিকে একসাথে কাজ করার জন্য দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করা
-
প্রতিষ্ঠা: ২০০৯ সালের নভেম্বরে, মালদ্বীপের রাজধানী মালেতে, মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদের উদ্যোগে
-
প্রেক্ষাপট: কোপেনহেগেন শীর্ষ সম্মেলন (COP15) এর কয়েক সপ্তাহ আগে প্রতিষ্ঠাকালীন ঘোষণাপত্রে CVF ঝুঁকিপূর্ণ দেশগুলির নেতৃত্বের প্রতিশ্রুতি প্রকাশ করেছে
0
Updated: 1 month ago