বর্তমানে অপরিশোধিত তেল আমদানিতে শীর্ষ দেশ কোনটি? (সেপ্টেম্বর, ২০২৫)
A
কাতার
B
চীন
C
যুক্তরাষ্ট্র
D
ইরান
উত্তরের বিবরণ
অপরিশোধিত তেল আমদানি ও রপ্তানি
-
অপরিশোধিত তেল আমদানি (২০২৪):
-
চীন: প্রায় ৩২৪.৬ বিলিয়ন USD (মোট আমদানি মূল্যের ২৪.৬%) – বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক
-
যুক্তরাষ্ট্র: দ্বিতীয় স্থান
-
ভারত: তৃতীয় স্থান
-
-
অপরিশোধিত তেল রপ্তানি:
-
প্রথম: সৌদি আরব
-
দ্বিতীয়: রাশিয়া
-

0
Updated: 9 hours ago
কোন অঞ্চলে প্রায়শই মেঘ বিস্ফোরণ ঘটে?
Created: 1 week ago
A
পার্বত্য অঞ্চল
B
উপকূলীয় অঞ্চল
C
মরুভূমি অঞ্চল
D
সমতল ভূমি
মেঘ বিস্ফোরণ বা ইংরেজিতে Cloud Burst হলো একটি প্রাকৃতিক দুর্যোগ, যেখানে খুব অল্প সময়ের মধ্যে অতিবৃষ্টি হয় এবং তা প্রায়শই বিপজ্জনক বন্যার সৃষ্টি করে।
-
সংজ্ঞা: হঠাৎ করে মেঘ জমে যায় এবং এর ফলে অল্প সময়ের মধ্যে প্রচণ্ড বৃষ্টিপাত ঘটে
-
প্রধান স্থান: পার্বত্য অঞ্চলগুলোতে বেশি দেখা যায়
-
কারণ: বজ্রঝড়ের উষ্ণ বায়ুপ্রবাহ পাহাড়ি ঢাল বেয়ে উপরে ওঠে, যা মেঘে জলীয় বাষ্প জমা করে
-
প্রভাব: পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টিপাতের ফলে পানি গিরিখাত ও উপত্যকায় জমা হয়ে আকস্মিক ও ভয়াবহ বন্যা সৃষ্টি করে
সম্প্রতি ঘটেছে:
-
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে মেঘ বিস্ফোরণে সৃষ্ট আকস্মিক বন্যা হয়েছে
-
এর ফলে প্রচণ্ড প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে

0
Updated: 1 week ago
IUCN এর ক্ষেত্রে 'Red List' হচ্ছে -
Created: 5 days ago
A
বিপন্ন ভাষার তালিকা
B
বিপন্ন প্রাণী ও উদ্ভিদের তালিকা
C
বিরল খনিজের তালিকা
D
পরিবেশ দূষণকারী দেশের তালিকা
IUCN Red List হলো একটি বৈজ্ঞানিকভাবে প্রস্তুতকৃত আন্তর্জাতিক তালিকা, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ প্রজাতির বিলুপ্তির ঝুঁকি অনুযায়ী শ্রেণিবিন্যাস করা হয়।
-
IUCN-এর পূর্ণরূপ: International Union for the Conservation of Nature
-
প্রতিষ্ঠা: ১৯৪৮ সালের ৫ অক্টোবর, ফ্রান্সের ফন্টেনব্লিউতে
-
সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড
-
গ্লোবাল অংশগ্রহণ: বিশ্বের ১৬০টির অধিক দেশ এতে কাজ করছে
-
ঐতিহাসিক অধিবেশন: ১৯৭৮ সালে রাশিয়ার আশখাবাদে IUCN-এর ১৪তম অধিবেশন অনুষ্ঠিত হয়
-
উদ্দেশ্য: প্রাণী ও উদ্ভিদের বিলুপ্তি ঝুঁকি মূল্যায়ন এবং সংরক্ষণ উদ্যোগে সহায়তা প্রদান

0
Updated: 5 days ago
কোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ প্রবর্তন করা হয়েছে? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 9 hours ago
A
টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
B
কান চলচ্চিত্র উৎসব
C
বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
D
কোনটি নয়
জুলাই মেমোরিয়াল প্রাইজ
-
প্রবর্তন: দক্ষিণ কোরিয়ার বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে।
-
উদ্দেশ্য: সামাজিক ন্যায়বিচার, বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার এবং অসাম্যের বিরুদ্ধে লড়াইকে উপজীব্য করে নির্মিত চলচ্চিত্রকে সম্মানিত করা।
-
প্রথমবার বিতরণ: বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে, ১৭-২৬ সেপ্টেম্বর।
-
বিভাগ: ভিশন এশিয়া বিভাগে অংশ নেওয়া চলচ্চিত্রের মধ্যে নির্বাচিত।
-
প্রতিযোগিতা: ভিশন এশিয়া বিভাগে বিভিন্ন দেশের ১১টি চলচ্চিত্র অংশগ্রহণ করেছে।
-
পৃষ্ঠপোষকতা: দক্ষিণ কোরিয়ার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

0
Updated: 9 hours ago