বর্তমানে অপরিশোধিত তেল আমদানিতে শীর্ষ দেশ কোনটি? (সেপ্টেম্বর, ২০২৫)
A
কাতার
B
চীন
C
যুক্তরাষ্ট্র
D
ইরান
উত্তরের বিবরণ
অপরিশোধিত তেল আমদানি ও রপ্তানি
-
অপরিশোধিত তেল আমদানি (২০২৪):
-
চীন: প্রায় ৩২৪.৬ বিলিয়ন USD (মোট আমদানি মূল্যের ২৪.৬%) – বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক
-
যুক্তরাষ্ট্র: দ্বিতীয় স্থান
-
ভারত: তৃতীয় স্থান
-
-
অপরিশোধিত তেল রপ্তানি:
-
প্রথম: সৌদি আরব
-
দ্বিতীয়: রাশিয়া
-
0
Updated: 1 month ago
‘Piecing together the poverty puzzle’ শীর্ষক প্রতিবেদনটি কোন আন্তর্জাতিক সংস্থা প্রকাশ করে?
Created: 1 month ago
A
UN
B
World Bank
C
World Energy Foundation
D
UNSD
• বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে।
- বিশ্বব্যাংকের অনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন।
- বিশ্বব্যাংক ১৯৪৬ সালে তার কার্যক্রম শুরু করে।
- সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা।
- সদর দপ্তর অবস্থিত - ওয়াশিংটন, ডি.সি.-তে।
- Piecing together the poverty puzzle নামক প্রতিবেদন প্রকাশ করে থাকে - বিশ্বব্যাংক ।
অন্যদিকে,
- বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত।
- IBRD
- IDA
- IFC
- ICSID
- MIGA.
0
Updated: 1 month ago
রোটারি ক্লাবের প্রতিষ্ঠাতা কে?
Created: 1 month ago
A
থমাস এডিসন
B
বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন
C
পিটার বেনেনসন
D
পল হ্যারিস
Rotary International প্রতিষ্ঠা করেন পল হ্যারিস, যিনি শিকাগোর আইনজীবী ছিলেন এবং ২৩ ফেব্রুয়ারী ১৯০৫ সালে রোটারি ক্লাব গঠন করেন। ১৯৭৯ সালে ফিলিপাইনে ৬০ লক্ষ শিশুকে টিকা দেওয়ার প্রকল্পের মাধ্যমে পোলিওর বিরুদ্ধে Rotary International-এর বৈশ্বিক কার্যক্রম শুরু হয়। এটি সংস্থার সর্বাধিক পরিচিত বৈশ্বিক প্রকল্প। সদর দপ্তর: ইলিনয়িস, মার্কিন যুক্তরাষ্ট্র।
Rotary International-এর কার্যক্রম:
-
শান্তি প্রচার করা
-
রোগের বিরুদ্ধে লড়াই করা
-
পরিষ্কার পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রদান করা
-
মা ও শিশুদের বাঁচানো
-
শিক্ষা সহায়তা প্রদান করা
-
স্থানীয় অর্থনীতির বিকাশ ঘটানো
-
পরিবেশ রক্ষা করা
0
Updated: 1 month ago
সম্প্রতি, আর্মেনিয়া-আজারবাইজান স্বাক্ষরিত শান্তিচুক্তির মধ্যস্থতাকারী দেশ কোনটি? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 1 month ago
A
কাতার
B
জার্মানি
C
যুক্তরাষ্ট্র
D
তুরস্ক
আর্মেনিয়া-আজারবাইজান শান্তিচুক্তি (৮ আগস্ট, ২০২৫)
-
স্থান: হোয়াইট হাউস, যুক্তরাষ্ট্র
-
মধ্যস্থতা: যুক্তরাষ্ট্র
-
উপস্থিতি:
-
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী: নিকোল পাশনিয়ান
-
আজারবাইজানের প্রেসিডেন্ট: ইলহাম আলিয়েভ
-
মার্কিন প্রেসিডেন্ট: ডোনাল্ড ট্রাম্প
-
মূল বিষয়বস্তু:
-
কয়েক দশকের সংঘাতের অবসান।
-
দীর্ঘস্থায়ী মিত্রতা এবং পারস্পরিক সহযোগিতার প্রতিশ্রুতি।
-
পৃথক চুক্তি: করিডোর ও বাণিজ্য সম্পর্কিত বিষয়।
পটভূমি:
-
বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল আজারবাইজানের ভেতরে হলেও ১৯৯৪ সালের যুদ্ধের পর আর্মেনিয়ার সমর্থনে জাতিগত আর্মেনীয় বাহিনী নিয়ন্ত্রণ করছিল।
-
আর্মেনিয়া অঞ্চলে দখল নেয়ার পর কয়েক দফা রক্তক্ষয়ী সংঘাত হয়েছে।
-
২০২৩ সালে পুনরায় নিয়ন্ত্রণ নেয় আজারবাইজান।
0
Updated: 1 month ago