A
A musical instrument
B
A well-planned programme
C
A noisy activity
D
A musical activity
উত্তরের বিবরণ
• Razzmatazz
English Meaning: lively and loud activity designed to grab attention.
বাংলা অর্থ: আওয়াজপূর্ণ ও চটকদার কাজকর্ম, যা বিশেষত নজর কাড়ার জন্য করা হয়।
Example: The new car launch was full of razzmatazz, featuring champagne, delicious food, free giveaways, and energetic dancers.
বিকল্পসমূহ:
-
একটা আওয়াজপূর্ণ কর্মকাণ্ড: শোরগোলপূর্ণ কাজকর্ম।
-
সুসজ্জিত ও পরিকল্পিত অনুষ্ঠান: একটি সুচিন্তিত কর্মসূচি।
-
সঙ্গীতের অনুষ্ঠান: সঙ্গীতানুষ্ঠান।
-
বাদ্যযন্ত্র: যন্ত্রবাজনা।
সঠিক উত্তর: 'Razzmatazz' বলতে বোঝায়– একটা আওয়াজপূর্ণ কর্মকাণ্ড।
উৎস: Cambridge Dictionary।

0
Updated: 2 weeks ago
What is the meaning of the expression 'bottom line'?
Created: 2 months ago
A
The final step
B
The end of a road
C
The last line of a book
D
The essential point
Bottom line
English Meaning: The key or most important point in a given context or situation.
Bangla Meaning: মূল বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
Example Sentence: The bottom line is that we need another ten thousand dollars to complete the project.
Bangla Translation: আসল কথা হলো, এই প্রকল্পটি শেষ করতে আমাদের আরও দশ হাজার ডলার প্রয়োজন।
So, the meaning of the phrase 'Bottom line' is: The core or essential point.
Source: Live MCQ Lecture

0
Updated: 2 months ago
'Prior to' means
Created: 1 week ago
A
after
B
before
C
immediately
D
during the period of
• 'Prior to' means before.
• Prior to
English Meaning: Before a particular time or event:
Bangla Meaning: পূর্ব, পৌর্বিক বা পূর্ববর্তী ইত্যাদি।
• Before
English meaning: At or during a time earlier than (the thing mentioned): in the past.
Bangla Meaning: আগে বা পূর্বে।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
- during the period of অর্থ কাল বা যুগের মধ্যে।
- immediately অর্থ তৎক্ষণাৎ; অবিলম্বে; অচিরে এবং
- after অর্থ পরে এবং
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 week ago
What is the meaning of the word 'stanch'?
Created: 2 months ago
A
to reinforce
B
be weak
C
smooth out
D
put an end to
Stanch
English meaning: To stop something from happening, or to stop a liquid—especially blood—from flowing out.
Bangla meaning: কোনো কিছুর প্রবাহমান ধারা (বিশেষত রক্ত) থামানো বা রোধ করা।
• অপশনগুলোর অর্থ:
ক) Reinforce: অধিকতর জনবল বা রসদ দিয়ে আরো শক্তিশালী করা; ভারবহনক্ষমতা বৃদ্ধির জন্য আকার বা ঘনত্ব বাড়ানো; দৃঢ়তর বা জোরদার করা।
খ) Weak: দুর্বল।
গ) Smooth out: কোনো পরিস্থিতি মসৃণ ও নির্বিঘ্ন করা।
ঘ) Put an end to: কোনো কিছু শেষ করে দেওয়া বা বন্ধ করে দেওয়া।
উপরোক্ত শব্দগুলোর অর্থ বিশ্লেষণ করলে বোঝা যায়, ‘stanch’ শব্দটির অর্থের সঙ্গে সবচেয়ে বেশি মিল রয়েছে ‘put an end to’ এর অর্থের।
Source: Cambridge Dictionary.

0
Updated: 2 months ago