মালবর্ক দুর্গের সাথে কোন দেশ সম্পর্কিত?
A
সুইডেন
B
পোল্যান্ড
C
জার্মানি
D
মিশর
উত্তরের বিবরণ
মালবর্ক দুর্গ
-
অবস্থান: উত্তর পোল্যান্ডের নোগাত নদীর তীরে
-
আয়তনের দিক থেকে এটি বিশ্বের বৃহত্তম দুর্গ।
-
নির্মাণ: ১৩ শতকে পোল্যান্ডের মালবর্কে, প্রায় ৫২ একর জায়গাজুড়ে।
-
নির্মাতা: জার্মান ক্যাথলিক ধর্মীয় ক্রুসেডারদের সংগঠন টিউটনিক নাইটস।
-
বৈশিষ্ট্য: ইউরোপের সর্ববৃহৎ সুরক্ষিত গথিক স্থাপনা।
-
১৯৯৭ সালে ইউনেসকো এটিকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়।
0
Updated: 1 month ago
’Green Climate Fund’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
২০১০ সালে
B
২০১১ সালে
C
২০০৯ সালে
D
২০১৭ সালে
Green Climate Fund (GCF)
-
বর্ণনা: ঐতিহাসিক প্যারিস চুক্তির একটি গুরুত্বপূর্ণ উপাদান, GCF হলো বিশ্বের বৃহত্তম জলবায়ু তহবিল।
-
প্রতিষ্ঠা: ২০১০ সালে
-
সদর দপ্তর: ইনচিয়ন শহরের সোংডো, দক্ষিণ কোরিয়া
-
গঠন: COP16 সম্মেলনে (২০১০, ক্যানকুন, মেক্সিকো)
উদ্দেশ্য:
-
উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন (adaptation) এবং নির্গমন হ্রাস (mitigation) সংক্রান্ত আর্থিক সহায়তা প্রদান
0
Updated: 1 month ago
রোটারি ক্লাবের প্রতিষ্ঠাতা কে?
Created: 1 month ago
A
থমাস এডিসন
B
বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন
C
পিটার বেনেনসন
D
পল হ্যারিস
Rotary International প্রতিষ্ঠা করেন পল হ্যারিস, যিনি শিকাগোর আইনজীবী ছিলেন এবং ২৩ ফেব্রুয়ারী ১৯০৫ সালে রোটারি ক্লাব গঠন করেন। ১৯৭৯ সালে ফিলিপাইনে ৬০ লক্ষ শিশুকে টিকা দেওয়ার প্রকল্পের মাধ্যমে পোলিওর বিরুদ্ধে Rotary International-এর বৈশ্বিক কার্যক্রম শুরু হয়। এটি সংস্থার সর্বাধিক পরিচিত বৈশ্বিক প্রকল্প। সদর দপ্তর: ইলিনয়িস, মার্কিন যুক্তরাষ্ট্র।
Rotary International-এর কার্যক্রম:
-
শান্তি প্রচার করা
-
রোগের বিরুদ্ধে লড়াই করা
-
পরিষ্কার পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রদান করা
-
মা ও শিশুদের বাঁচানো
-
শিক্ষা সহায়তা প্রদান করা
-
স্থানীয় অর্থনীতির বিকাশ ঘটানো
-
পরিবেশ রক্ষা করা
0
Updated: 1 month ago
কোন অঞ্চলের জন্য ' ডমিনো' তত্ত্বটি ছিল?
Created: 1 month ago
A
দক্ষিণ-পূর্ব এশিয়ার
B
উত্তর-পূর্ব এশিয়ার
C
পূর্ব আফ্রিকায়
D
কোনটি নয়
ডমিনো তত্ত্ব
-
প্রবর্তক: মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার, ১৯৫৪ সালের ৭ এপ্রিল সংবাদ সম্মেলনে ইন্দোচিনে কমিউনিজম প্রসঙ্গে তত্ত্বটি উল্লেখ করেন।
-
মুল বক্তব্য: কোনো একটি রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হয়, তাহলে পাশের রাষ্ট্রগুলোও সমাজতন্ত্রীদের দখলে চলে যাবে।
-
প্রয়োগ: ভিয়েতনাম যুদ্ধ এবং স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এই তত্ত্ব অনুসরণ করে।
-
কার্যক্রম: আইজেনহাওয়ার এন্টি-কমিউনিস্ট দক্ষিণ ভিয়েতনাম সরকারকে সমর্থন দেন।
-
প্রযোজ্য এলাকা: দক্ষিণ-পূর্ব এশিয়া।
-
সময়কাল: ১৯৫০ থেকে ১৯৮৯ পর্যন্ত যুক্তরাষ্ট্র তত্ত্বটি প্রচার করেছিল।
0
Updated: 1 month ago