What final action drowns Prufrock at the close of the poem in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
Human voices woke him from a dream
B
Waves of fire burning his soul
C
Falling stars crashing to the earth
D
Empty winds blowing through the night
উত্তরের বিবরণ
কবিতার একেবারে শেষে Prufrock স্বপ্ন থেকে বাস্তবে ফিরিয়ে আনা হয় মানবকণ্ঠে। সে কল্পনা করেছিল mermaid–দের গান, কিন্তু বাস্তবে মানবকণ্ঠই তাকে টেনে আনে। বাস্তবে ফেরার সাথে সাথেই সে মনে করে, সে ডুবে যাচ্ছে।
Eliot দেখিয়েছেন, স্বপ্ন আর বাস্তবের দ্বন্দ্ব আধুনিক মানুষকে কিভাবে গ্রাস করে। বাস্তবতার কঠিন কণ্ঠস্বর তার কল্পনার জগতকে ভেঙে দেয়।

0
Updated: 9 hours ago
What image represents the lifelessness of modern love in the poem "The Waste Land"?
Created: 1 week ago
A
The typist smoothing her hair afterwards
B
The woman lighting a lamp with joy
C
The man singing passionately to her
D
The couple walking under the moon
যৌন সম্পর্ক শেষ হওয়ার পর typist কেবল চুল ঠিক করে নেয়, যেন কিছুই হয়নি। এখানে কোনো আবেগ বা আবেগীয় যোগাযোগ নেই। Eliot এর মাধ্যমে দেখিয়েছেন আধুনিক ভালোবাসা নিস্তেজ, যান্ত্রিক আর প্রাণহীন হয়ে গেছে। এই সাধারণ কাজটি আসলে সম্পর্কের শূন্যতাকে প্রতীকীভাবে ফুটিয়ে তোলে।

1
Updated: 1 week ago
What tone dominates Prufrock’s reflections on social interaction in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
Irony and frustration
B
Joy and optimism
C
Rage and rebellion
D
Wonder and excitement
Prufrock মানুষের সাথে মেশার কথা বলতে গিয়ে এক ধরনের ব্যঙ্গ আর হতাশা প্রকাশ করে। সে জানে, সামাজিক অনুষ্ঠানে মানুষ শুধু উপরের দিকের কথাবার্তাই বলে। এ ধরনের আলাপচারিতা তাকে একঘেয়ে এবং ফাঁপা মনে হয়।
Eliot এই ব্যঙ্গাত্মক সুর ব্যবহার করে আধুনিক সমাজের শূন্যতা তুলে ধরেছেন। Prufrock–এর চোখে সামাজিক যোগাযোগ আসলে ব্যর্থতা আর কৃত্রিমতায় ভরা, যা তাকে আরও বিচ্ছিন্ন করে তোলে।

0
Updated: 1 week ago
Which of the following best reflects Prufrock’s sense of indecision in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
“Do I dare disturb the universe?”
B
“In the room the women come and go.”
C
“I have measured out my life with coffee spoons.”
D
“I grow old … I grow old …”
Prufrock বারবার দ্বিধা আর সিদ্ধান্তহীনতার মধ্যে ভুগে। তার সবচেয়ে শক্তিশালী প্রশ্ন হলো “Do I dare disturb the universe?”। এখানে “universe” আসলে বড় কোনো মহাবিশ্ব নয়, বরং মানুষের সামাজিক দুনিয়া।
Prufrock ভয় পাচ্ছে, যদি সে কোনো সাহসী পদক্ষেপ নেয় বা নিজের ভালোবাসার কথা প্রকাশ করে, তবে কি সে পুরো সামাজিক ভারসাম্য নষ্ট করবে? এই প্রশ্নে তার আত্মবিশ্বাসের অভাব এবং নিজের গুরুত্ব নিয়ে সংশয় প্রকাশ পায়।
অন্য লাইনগুলোও তার হতাশা দেখায়, যেমন coffee spoons দিয়ে জীবন মাপা মানে হলো একঘেয়ে ও ক্ষুদ্র জীবন, আর “I grow old” দেখায় বার্ধক্যের ভীতি। তবে মূল indecision সবচেয়ে পরিষ্কারভাবে ধরা পড়ে এই প্রশ্নে — সে ভাবছে সাহসী হয়ে কিছু করা উচিত কি না।
Eliot আধুনিক মানুষের মানসিক দুর্বলতা ও দ্বিধা প্রকাশ করতে এই লাইন ব্যবহার করেছেন। তাই সঠিক উত্তর হলো (a)।

0
Updated: 1 week ago