What final action drowns Prufrock at the close of the poem in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
Human voices woke him from a dream
B
Waves of fire burning his soul
C
Falling stars crashing to the earth
D
Empty winds blowing through the night
উত্তরের বিবরণ
কবিতার একেবারে শেষে Prufrock স্বপ্ন থেকে বাস্তবে ফিরিয়ে আনা হয় মানবকণ্ঠে। সে কল্পনা করেছিল mermaid–দের গান, কিন্তু বাস্তবে মানবকণ্ঠই তাকে টেনে আনে। বাস্তবে ফেরার সাথে সাথেই সে মনে করে, সে ডুবে যাচ্ছে।
Eliot দেখিয়েছেন, স্বপ্ন আর বাস্তবের দ্বন্দ্ব আধুনিক মানুষকে কিভাবে গ্রাস করে। বাস্তবতার কঠিন কণ্ঠস্বর তার কল্পনার জগতকে ভেঙে দেয়।
0
Updated: 1 month ago
What figure asks, “Shall I at least set my lands in order in the poem 'The Waste Land'?”
Created: 1 month ago
A
A dying king
B
A lost sailor
C
A wandering prophet
D
A blind beggar
"The Waste Land" কবিতার শেষে একজন রাজা মৃত্যুর আগে ভাবে — অন্তত তার জমি গোছাবে। এটি Fisher King মিথের প্রতিফলন। Eliot এখানে দেখিয়েছেন, রাজা যেমন মৃত্যুর সামনে অক্ষম, আধুনিক মানুষও জীবনের অর্থ গোছাতে পারে না।
0
Updated: 1 month ago
What ancient religion influences Eliot’s view of fire and desire in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Buddhism
B
Hinduism
C
Judaism
D
Islam
"The Waste Land" কবিতায় Buddha–র “Fire Sermon” থেকে Eliot অনুপ্রাণিত। সেখানে বলা হয়েছিল, সব ইন্দ্রিয় কামনার আগুনে জ্বলছে। Eliot আধুনিক যৌনতা ও ভোগবাদকে সেই আগুনের প্রতীক করেছেন। Buddhist শিক্ষা তাকে আধ্যাত্মিক বিকল্প দিয়েছে।
0
Updated: 1 month ago
What line describes the crowd flowing over London Bridge in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
“I had not thought death had undone so many”
B
“The bridge was crowded with joy and laughter”
C
“The people danced along the narrow path”
D
“The river sang beneath the heavy stone”
Eliot লন্ডনের ভিড় দেখে Dante–র Inferno থেকে লাইন নিয়েছেন — “I had not thought death had undone so many।” যা "The Waste Land" কবিতার অংশ। মানুষ জীবন্ত হলেও মৃতদের মতো মনে হয়। এই লাইন শহরের যান্ত্রিকতা আর যুদ্ধোত্তর হতাশা ফুটিয়ে তোলে।
0
Updated: 1 month ago