What phrase reveals Prufrock’s fear of misunderstanding in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
“It is impossible to say just what I mean!”
B
“It is dangerous to speak of the night!”
C
“It is better to keep the silence within!”
D
“It is hopeless to chase after the dream!”
উত্তরের বিবরণ
Prufrock মনে করে, সে যা বলতে চায় তা কেউই বুঝবে না। তার কথার সঠিক মানে প্রকাশ করা অসম্ভব। এই ভয়ই তাকে চুপ করে রাখে। Eliot আধুনিক মানুষের আত্ম-সন্দেহ আর যোগাযোগ ব্যর্থতা এখানে তুলে ধরেছেন। Prufrock ভয় পায়, তার সত্যিকারের অনুভূতি অন্যেরা বুঝবে না, বরং ভুল ব্যাখ্যা করবে।
0
Updated: 1 month ago
What does Prufrock imagine people will say about his limbs in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“But how his arms and legs are thin!”
B
“But how his eyes are wide and clear!”
C
“But how his steps are strong and bold!”
D
“But how his chest is broad and firm!”
Prufrock মনে করে লোকেরা তার পাতলা হাত–পা নিয়ে কথা বলবে। এই চিন্তা আসলে তার শারীরিক অযোগ্যতা আর আত্মবিশ্বাসহীনতার প্রতীক।
সে ভাবে, সমাজ তার শরীরের দুর্বলতাকেই চিহ্নিত করবে এবং তাকে ছোট করে দেখবে। Eliot এর মাধ্যমে দেখিয়েছেন, আধুনিক মানুষ কিভাবে নিজের শরীর আর বাহ্যিক রূপ নিয়ে অতিরিক্ত ভীত হয়ে পড়ে।
0
Updated: 1 month ago
What myth is evoked through the drowning of Phlebas in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Death and rebirth cycle
B
Creation of the world
C
Descent into Hades
D
Marriage of the gods
Phlebas the Phoenician ডুবে মারা যায়, কিন্তু তার মৃত্যু সময় ও জীবনের চক্রের অংশ। Eliot এই কাহিনি ব্যবহার করেছেন মৃত্যু ও পুনর্জন্মের প্রতীক হিসেবে। যদিও Phlebas ধ্বংস হয়ে গেছে, তার মধ্য দিয়েই বোঝানো হয়েছে যে মৃত্যু আসলে জীবনের অপরিহার্য ধাপ।
0
Updated: 1 month ago
Which phrase conveys Prufrock’s sense of wasted time in meaningless talk in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“To prepare a face to meet the faces that you meet”
B
“To chase the winds along the barren street”
C
“To drink the endless wine of sorrow”
D
“To dance beneath the silver moon”
এই লাইনটি Prufrock–এর জীবনের ভণ্ডামি ও নাটকীয়তা বোঝায়। সে প্রতিদিন একটি মুখোশ পরে সমাজে যায়, যাতে অন্যদের সাথে মানিয়ে চলতে পারে। এটি আসল অনুভূতি লুকিয়ে রাখার প্রতীক। আধুনিক মানুষ প্রতিদিন ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন মুখ বানিয়ে নেয়, কিন্তু ভেতরে সে শূন্য থেকে যায়।
Eliot এই লাইন দিয়ে সামাজিক ভণ্ডামি, কৃত্রিমতা এবং অর্থহীন আলাপচারিতার ছবি এঁকেছেন। Prufrock মনে করে, তার পুরো জীবন এই “মুখ বানানো” কাজেই নষ্ট হয়ে গেছে।
0
Updated: 1 month ago