What phrase reveals Prufrock’s fear of misunderstanding in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
“It is impossible to say just what I mean!”
B
“It is dangerous to speak of the night!”
C
“It is better to keep the silence within!”
D
“It is hopeless to chase after the dream!”
উত্তরের বিবরণ
Prufrock মনে করে, সে যা বলতে চায় তা কেউই বুঝবে না। তার কথার সঠিক মানে প্রকাশ করা অসম্ভব। এই ভয়ই তাকে চুপ করে রাখে। Eliot আধুনিক মানুষের আত্ম-সন্দেহ আর যোগাযোগ ব্যর্থতা এখানে তুলে ধরেছেন। Prufrock ভয় পায়, তার সত্যিকারের অনুভূতি অন্যেরা বুঝবে না, বরং ভুল ব্যাখ্যা করবে।

0
Updated: 9 hours ago
What sound interrupts the loveless encounter of the typist in the poem "The Waste Land"?
Created: 1 week ago
A
The sound of the gramophone
B
The ringing of church bells
C
The whistle of a train
D
The barking of a dog
Typist–এর যৌন সম্পর্ক শেষে gramophone বাজতে শুরু করে। এটি একেবারে যান্ত্রিক ও শূন্য প্রতীক। সম্পর্কটা যেভাবে আবেগহীন, গানও সেভাবেই যান্ত্রিকভাবে বাজছে। Eliot এর মাধ্যমে দেখিয়েছেন, আধুনিক জীবনে ভালোবাসা কেবল যান্ত্রিক আনন্দে সীমাবদ্ধ হয়ে গেছে।

1
Updated: 1 week ago
What childhood memory is recalled by Marie in “The Burial of the Dead” of the poem "The Waste Land"?
Created: 9 hours ago
A
Sledging in the Hofgarten
B
Fishing in the Rhine
C
Singing in the cathedral
D
Riding horses in Vienna
প্রথম অংশে Marie–র স্মৃতিচারণ এসেছে, যেখানে সে Hofgarten–এ স্লেজ চালানোর কথা বলে। Eliot এখানে স্মৃতির রোমান্টিক দৃশ্যের বিপরীতে আধুনিকতার ভাঙাচোরা বাস্তব দেখিয়েছেন।
শৈশবের আনন্দময় মুহূর্ত এখন আর নেই; তার জায়গা নিয়েছে হতাশা আর যুদ্ধোত্তর ধ্বংস। Marie–র স্মৃতি তাই কবিতার nostalgia এবং হারানো সময়ের প্রতীক।

0
Updated: 9 hours ago
What final action drowns Prufrock at the close of the poem in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 9 hours ago
A
Human voices woke him from a dream
B
Waves of fire burning his soul
C
Falling stars crashing to the earth
D
Empty winds blowing through the night
কবিতার একেবারে শেষে Prufrock স্বপ্ন থেকে বাস্তবে ফিরিয়ে আনা হয় মানবকণ্ঠে। সে কল্পনা করেছিল mermaid–দের গান, কিন্তু বাস্তবে মানবকণ্ঠই তাকে টেনে আনে। বাস্তবে ফেরার সাথে সাথেই সে মনে করে, সে ডুবে যাচ্ছে।
Eliot দেখিয়েছেন, স্বপ্ন আর বাস্তবের দ্বন্দ্ব আধুনিক মানুষকে কিভাবে গ্রাস করে। বাস্তবতার কঠিন কণ্ঠস্বর তার কল্পনার জগতকে ভেঙে দেয়।

0
Updated: 9 hours ago