What small gesture symbolises Prufrock’s nervous hesitation in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
“The dropping of a question on your plate”
B
“The writing of a letter on the wall”
C
“The whispering of a word in the wind”
D
“The waving of a hand in the air”
উত্তরের বিবরণ
Prufrock ভাবে, যদি সে কারো সামনে প্রশ্ন রাখে, সেটি হবে যেন কারো প্লেটে হঠাৎ কিছু ফেলে দেওয়ার মতো। এটি তার নার্ভাসনেস ও ভয় প্রকাশ করে। Eliot এই ছোট অঙ্গভঙ্গির মাধ্যমে দেখিয়েছেন, Prufrock–এর দ্বিধা কতটা তীব্র। তার কাছে ভালোবাসার প্রকাশও হয়ে ওঠে এক অস্বস্তিকর অঙ্গভঙ্গি।
0
Updated: 1 month ago
What biblical valley is evoked in “The Waste Land”?
Created: 1 month ago
A
The Valley of the Shadow of Death
B
The Valley of Dry Bones
C
The Valley of Cedars
D
The Valley of Jordan
Eliot Ezekiel–এর ভবিষ্যদ্বাণী থেকে “Valley of Dry Bones” এর উল্লেখ করেছেন। এখানে শুকনো হাড়ে ভরা উপত্যকা পুনর্জীবনের জন্য অপেক্ষা করছে। Eliot এই প্রতীক ব্যবহার করেছেন আধুনিক সভ্যতার মৃত অবস্থার প্রতিফলন হিসেবে। মানুষ আধ্যাত্মিকভাবে মৃত, যেমন হাড় শুকিয়ে পড়ে আছে, এবং জীবনের কোনো প্রাণশক্তি নেই।
3
Updated: 1 month ago
What disease imagery is used for modern society in “The Waste Land”?
Created: 1 month ago
A
Rats and decay
B
Fever and plague
C
Broken bones
D
Drought and hunger
“The Fire Sermon” অংশে Eliot শহরের নিচে লুকানো ইঁদুরের কথা বলেন। ইঁদুর হলো পচন, রোগ আর নোংরার প্রতীক। শহরের ভেতরে যেমন বাহ্যিকভাবে সভ্যতা আছে, ভেতরে তেমনি পচন লুকানো। Eliot এর মাধ্যমে আধুনিক সভ্যতার ভেতরের নৈতিক অবক্ষয় বোঝানো হয়েছে।
0
Updated: 1 month ago
What animal is evoked in the description of the yellow fog in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
A cat
B
A dog
C
A fox
D
A hare
হলুদ কুয়াশাকে Eliot তুলনা করেছেন একটি বিড়ালের সাথে। কুয়াশা জানালায় ঘষা দেয়, কোণের পাশে হামাগুড়ি দেয়, লাফ দিয়ে উঠানে ঢুকে পড়ে — সবকিছুই যেন বিড়ালের চলাফেরার মতো।
এই বর্ণনায় কুয়াশা প্রাণীজগতের বৈশিষ্ট্য পায়, যা কবিতাকে আরও জীবন্ত করে তোলে। তবে এই বিড়াল-সদৃশ কুয়াশা এক ধরনের অস্বস্তি এবং রহস্যময়তা তৈরি করে, যা Prufrock–এর অন্তর্দ্বন্দ্বের প্রতিফলন।
0
Updated: 1 month ago