What bodily image shows Prufrock’s self-consciousness in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
Scar upon his pale forehead
B
Bruise on his fragile shoulder
C
Bald spot in the middle of his hair
D
Wrinkles upon his tired hands
উত্তরের বিবরণ
Prufrock ভয় পায় মানুষ তার টাক পড়া নিয়ে হাসাহাসি করবে। সে বলে, “With a bald spot in the middle of my hair—”।
Eliot এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন, মানুষের শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক চাপ কেমনভাবে আত্মবিশ্বাস ভেঙে দেয়। Prufrock বার্ধক্য ও শারীরিক দুর্বলতায় আতঙ্কিত হয়ে পড়ে।

0
Updated: 9 hours ago
What final action drowns Prufrock at the close of the poem in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 9 hours ago
A
Human voices woke him from a dream
B
Waves of fire burning his soul
C
Falling stars crashing to the earth
D
Empty winds blowing through the night
কবিতার একেবারে শেষে Prufrock স্বপ্ন থেকে বাস্তবে ফিরিয়ে আনা হয় মানবকণ্ঠে। সে কল্পনা করেছিল mermaid–দের গান, কিন্তু বাস্তবে মানবকণ্ঠই তাকে টেনে আনে। বাস্তবে ফেরার সাথে সাথেই সে মনে করে, সে ডুবে যাচ্ছে।
Eliot দেখিয়েছেন, স্বপ্ন আর বাস্তবের দ্বন্দ্ব আধুনিক মানুষকে কিভাবে গ্রাস করে। বাস্তবতার কঠিন কণ্ঠস্বর তার কল্পনার জগতকে ভেঙে দেয়।

0
Updated: 9 hours ago
What phrase reflects Prufrock’s trivial worries about his body in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
“How his hair is growing thin!”
B
“How his lips are turning blue!”
C
“How his hands are shaking fast!”
D
“How his skin is turning pale!”
Prufrock ভয় পায় যে মানুষ তার টাক পড়া বা চুল পাতলা হয়ে যাওয়া নিয়ে মন্তব্য করবে। এই ভয় আসলে তার আত্মবিশ্বাসহীনতার প্রতীক। বয়স বাড়া এবং বাহ্যিক পরিবর্তন তাকে আতঙ্কিত করে। Eliot এখানে মানুষের বাহ্যিক সৌন্দর্যের প্রতি সামাজিক চাপ ও উদ্বেগ দেখিয়েছেন। Prufrock–এর ক্ষেত্রে এই ক্ষুদ্র বিষয়ও তার ভেতরের দ্বিধাকে আরও বাড়িয়ে তোলে।

1
Updated: 1 week ago
What phrase shows Prufrock’s lack of heroic aspiration in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 9 hours ago
A
“I am no prophet—and here’s no great matter”
B
“I am no warrior—and here’s no great battle”
C
“I am no singer—and here’s no great song”
D
“I am no sailor—and here’s no great sea”
Prufrock নিজের গুরুত্বকে ছোট করে দেখে। সে বলে, সে কোনো নবী নয়, আর তার কথাও কোনো মহান বিষয় নয়। এই লাইন তার আত্ম-অবমূল্যায়ন প্রকাশ করে।
Eliot দেখিয়েছেন, আধুনিক মানুষ নিজেকে বড় করে দেখতে পারে না। সে ভাবে, তার কোনো মহান দায়িত্ব নেই, তাই সে সাহসী কাজও করবে না।

0
Updated: 9 hours ago