What does Prufrock fear about others’ gaze in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
Being reduced to a phrase
B
Being honoured with praise
C
Being forgotten in silence
D
Being lifted to glory
উত্তরের বিবরণ
Prufrock–এর ভয় হলো সমাজের চোখ তাকে এক বাক্যে সীমাবদ্ধ করে ফেলবে। Eliot লিখেছেন, “When I am formulated, sprawling on a pin, When I am pinned and wriggling on the wall, Then how should I
begin?” এখানে বোঝানো হয়েছে, আধুনিক মানুষ অন্যের চোখে কেবল একটি লেবেলে আটকে যায়।
মানুষের আসল সত্তা ধরা পড়ে না; বরং সমাজ তাকে ছোট করে এক লাইনে বেঁধে ফেলে। Prufrock মনে করে, এটাই তার সবচেয়ে বড় অপমান।

0
Updated: 9 hours ago
What role does Prufrock imagine for himself instead of being Hamlet in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
An attendant lord
B
A wandering poet
C
A humble priest
D
A forgotten soldier
সে ভাবে, সে কেবল এক “attendant lord।” মানে হলো এমন একজন, যে নাটকে মূল চরিত্র নয়, কেবল পার্শ্বচরিত্র। তার কাজ হলো সাহায্য করা বা পাশে দাঁড়ানো। Eliot এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন, Prufrock নিজেকে তুচ্ছ এবং গুরুত্বহীন মনে করে। তার জীবনে কোনো বীরত্ব নেই।

0
Updated: 1 week ago
What biblical valley is evoked in “The Waste Land”?
Created: 1 week ago
A
The Valley of the Shadow of Death
B
The Valley of Dry Bones
C
The Valley of Cedars
D
The Valley of Jordan
Eliot Ezekiel–এর ভবিষ্যদ্বাণী থেকে “Valley of Dry Bones” এর উল্লেখ করেছেন। এখানে শুকনো হাড়ে ভরা উপত্যকা পুনর্জীবনের জন্য অপেক্ষা করছে। Eliot এই প্রতীক ব্যবহার করেছেন আধুনিক সভ্যতার মৃত অবস্থার প্রতিফলন হিসেবে। মানুষ আধ্যাত্মিকভাবে মৃত, যেমন হাড় শুকিয়ে পড়ে আছে, এবং জীবনের কোনো প্রাণশক্তি নেই।

2
Updated: 1 week ago
What animal is evoked in the description of the yellow fog in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
A cat
B
A dog
C
A fox
D
A hare
হলুদ কুয়াশাকে Eliot তুলনা করেছেন একটি বিড়ালের সাথে। কুয়াশা জানালায় ঘষা দেয়, কোণের পাশে হামাগুড়ি দেয়, লাফ দিয়ে উঠানে ঢুকে পড়ে — সবকিছুই যেন বিড়ালের চলাফেরার মতো।
এই বর্ণনায় কুয়াশা প্রাণীজগতের বৈশিষ্ট্য পায়, যা কবিতাকে আরও জীবন্ত করে তোলে। তবে এই বিড়াল-সদৃশ কুয়াশা এক ধরনের অস্বস্তি এবং রহস্যময়তা তৈরি করে, যা Prufrock–এর অন্তর্দ্বন্দ্বের প্রতিফলন।

0
Updated: 1 week ago