What does Prufrock fear about others’ gaze in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
Being reduced to a phrase
B
Being honoured with praise
C
Being forgotten in silence
D
Being lifted to glory
উত্তরের বিবরণ
Prufrock–এর ভয় হলো সমাজের চোখ তাকে এক বাক্যে সীমাবদ্ধ করে ফেলবে। Eliot লিখেছেন, “When I am formulated, sprawling on a pin, When I am pinned and wriggling on the wall, Then how should I
begin?” এখানে বোঝানো হয়েছে, আধুনিক মানুষ অন্যের চোখে কেবল একটি লেবেলে আটকে যায়।
মানুষের আসল সত্তা ধরা পড়ে না; বরং সমাজ তাকে ছোট করে এক লাইনে বেঁধে ফেলে। Prufrock মনে করে, এটাই তার সবচেয়ে বড় অপমান।
0
Updated: 1 month ago
What childhood memory is recalled by Marie in “The Burial of the Dead” of the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Sledging in the Hofgarten
B
Fishing in the Rhine
C
Singing in the cathedral
D
Riding horses in Vienna
প্রথম অংশে Marie–র স্মৃতিচারণ এসেছে, যেখানে সে Hofgarten–এ স্লেজ চালানোর কথা বলে। Eliot এখানে স্মৃতির রোমান্টিক দৃশ্যের বিপরীতে আধুনিকতার ভাঙাচোরা বাস্তব দেখিয়েছেন।
শৈশবের আনন্দময় মুহূর্ত এখন আর নেই; তার জায়গা নিয়েছে হতাশা আর যুদ্ধোত্তর ধ্বংস। Marie–র স্মৃতি তাই কবিতার nostalgia এবং হারানো সময়ের প্রতীক।
0
Updated: 1 month ago
What metaphor does Prufrock use to describe the evening sky in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“Like a patient etherised upon a table”
B
“Like a flower blooming in silence”
C
“Like a candle burning in the dark”
D
“Like a child sleeping in a cradle”
সন্ধ্যার আকাশকে Prufrock তুলনা করেছে এক অচেতন রোগীর সাথে। এটি সাধারণ রোমান্টিক বর্ণনার বিপরীত। Eliot ইচ্ছে করেই ভীতিকর ছবি ব্যবহার করেছেন, যাতে আধুনিক জীবনের স্থবিরতা ও অসাড়তা ধরা পড়ে। আকাশ যেন প্রাণহীন হয়ে অপারেশনের টেবিলে পড়ে আছে।
0
Updated: 1 month ago
Who delivers the “Fire Sermon” in Buddhist tradition in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Buddha
B
Krishna
C
Christ
D
Zoroaster
Buddha–র “Fire Sermon” থেকে Eliot অনুপ্রেরণা নিয়েছেন। এখানে বলা হয়েছিল, সবকিছু কামনা ও আসক্তির আগুনে জ্বলছে। Eliot এটি ব্যবহার করেছেন আধুনিক সমাজের যৌনতা, লোভ আর ভোগবাদের আগুন বোঝাতে। Buddhist প্রেক্ষাপট কবিতায় আধ্যাত্মিক বিকল্প তৈরি করে।
0
Updated: 1 month ago