What fruit does Prufrock mention while reflecting on aging in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
Apple
B
Peach
C
Orange
D
Fig
উত্তরের বিবরণ
Prufrock ভাবে, “Do I dare to eat a peach?” এই প্রশ্ন আসলে তার বার্ধক্য আর শারীরিক দুর্বলতার প্রতীক। পিচ ফল খেতে গেলে রস ঝরে পড়ে, দাঁত মজবুত না থাকলে খাওয়া কঠিন হয়। তাই সে ভাবে, তার বয়স হয়েছে,
সে কি এখনো পিচ খাওয়ার মতো সাহস রাখে? Eliot এখানে aging–এর ভয় এবং জীবনের ভঙ্গুরতা দেখাতে চেয়েছেন। সাধারণ একটি ফলের মাধ্যমে বার্ধক্যের সীমাবদ্ধতা প্রকাশ করা হয়েছে।
0
Updated: 1 month ago
Which section describes a typist’s mechanical sexual encounter in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
The Fire Sermon
B
A Game of Chess
C
What the Thunder Said
D
The Burial of the Dead
“The Fire Sermon”–এ typist আর একজন কেরানির যৌন সম্পর্ক বর্ণনা করা হয়েছে। এটি সম্পূর্ণ যান্ত্রিক, আবেগহীন। Eliot এর মাধ্যমে দেখিয়েছেন, আধুনিক যৌনতা কেবল মেশিনের মতো কাজ হয়ে দাঁড়িয়েছে, যেখানে ভালোবাসা বা আবেগ নেই। এটি Waste Land–এর মূল প্রতীকী দৃশ্যগুলোর একটি।
0
Updated: 1 month ago
Which season does the poem "The Waste Land" famously begin with?
Created: 1 month ago
A
April
B
December
C
June
D
October
কবিতার প্রথম লাইন হলো — “April is the cruellest month.” Eliot ইচ্ছাকৃতভাবে প্রচলিত ধারণার উল্টো বলেছেন। সাধারণত এপ্রিলকে বসন্তের মাস হিসেবে আনন্দময় মনে করা হয়, কিন্তু Eliot–এর কাছে এপ্রিল নিষ্ঠুর।
কারণ শীতের মতো নিস্তেজ সময় মানুষকে অনুভূতিহীন করে রাখে, কিন্তু বসন্ত মানুষকে আবার স্মৃতি, আশা আর যন্ত্রণার দিকে ঠেলে দেয়। এই লাইন পুরো কবিতার মুড সেট করে দেয়।
Eliot দেখিয়েছেন আধুনিক জীবনের হতাশা, ভাঙাচোরা আবেগ এবং মৃত্যু–পরবর্তী পুনর্জন্মের বেদনা।
0
Updated: 1 month ago
Which famous literary work influences the epigraph of Prufrock in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
Dante’s Inferno
B
Homer’s Iliad
C
Virgil’s Aeneid
D
Milton’s Paradise Lost
Prufrock–এর শুরুতে একটি epigraph আছে, যা নেওয়া হয়েছে Dante–র Inferno থেকে। সেখানে Guido da Montefeltro নামের একটি চরিত্র নরকে আটকে থেকে স্বীকার করে যে সে কেবল তখনই তার গোপন কথা বলছে কারণ কেউ নরক থেকে ফিরে জীবিত পৃথিবীতে এই কথা জানাবে না।
Eliot এই উদ্ধৃতি ব্যবহার করে বোঝাতে চেয়েছেন যে Prufrock–এর কণ্ঠস্বরও এক ধরনের গোপন স্বীকারোক্তি, যা সে সমাজের সামনে বলতে পারে না। Dante–র এই প্রভাব কবিতাকে গভীর আধ্যাত্মিক এবং দার্শনিক প্রেক্ষাপটে নিয়ে গেছে। Eliot দেখাতে চেয়েছেন যে Prufrock–এর স্বীকারোক্তিও ততটাই ব্যক্তিগত এবং শূন্যে আটকে থাকা কণ্ঠস্বর, যা কেউ শোনে না।
0
Updated: 1 month ago