What fruit does Prufrock mention while reflecting on aging in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
Apple
B
Peach
C
Orange
D
Fig
উত্তরের বিবরণ
Prufrock ভাবে, “Do I dare to eat a peach?” এই প্রশ্ন আসলে তার বার্ধক্য আর শারীরিক দুর্বলতার প্রতীক। পিচ ফল খেতে গেলে রস ঝরে পড়ে, দাঁত মজবুত না থাকলে খাওয়া কঠিন হয়। তাই সে ভাবে, তার বয়স হয়েছে,
সে কি এখনো পিচ খাওয়ার মতো সাহস রাখে? Eliot এখানে aging–এর ভয় এবং জীবনের ভঙ্গুরতা দেখাতে চেয়েছেন। সাধারণ একটি ফলের মাধ্যমে বার্ধক্যের সীমাবদ্ধতা প্রকাশ করা হয়েছে।

0
Updated: 10 hours ago
What daily object does Prufrock use to measure his monotonous life in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 5 days ago
A
Coffee spoons
B
Broken clocks
C
Empty glasses
D
Rusted keys
Prufrock যখন বলে, “I have measured out my life with coffee spoons,” তখন সে নিজের জীবনকে ছোট ও একঘেয়ে রুটিনের সাথে তুলনা করছে।
প্রতিদিনের সাধারণ চায়ের বা কফির চামচে জীবন মাপা মানে হলো, তার জীবন কোনো মহান কাজ বা আবেগে ভরা নয়; বরং ক্ষুদ্র দৈনন্দিনতায় আটকে গেছে। Eliot এই চিত্র ব্যবহার করেছেন আধুনিক মানুষের অস্তিত্বের সংকীর্ণতা বোঝাতে।
Coffee spoon এখানে প্রতীক হয়ে উঠেছে মধ্যবিত্ত জীবনের একঘেয়ে রুটিন, যেখানে নতুনত্ব বা সাহস নেই। এই লাইনটিই Eliot–এর কাব্যে আধুনিক মানুষের সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গি প্রকাশ করে, যা হতাশা আর শূন্যতায় পূর্ণ।

0
Updated: 5 days ago
What kind of party setting does the poem repeatedly suggest in "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 5 days ago
A
An afternoon tea gathering
B
A royal banquet
C
A countryside wedding
D
A political debate
Prufrock–এর কবিতায় বারবার “tea and cakes”–এর উল্লেখ আছে। এগুলো বোঝায় শহুরে সমাজের চা-আড্ডা, যেখানে মানুষ একে অপরের সাথে ফ্যাশনেবল কথোপকথন করে। Eliot এই tea gathering–এর প্রতীক ব্যবহার করেছেন আধুনিক জীবনের শূন্যতা প্রকাশ করার জন্য।
এই ধরনের সামাজিক অনুষ্ঠানে বড় কোনো আবেগ বা গভীরতা নেই; আছে শুধু ফ্যাশন আর ভদ্রতা। Prufrock নিজেকে এই অনুষ্ঠানের মধ্যে বিচ্ছিন্ন মনে করে, কারণ তার গভীর ভাবনা বা ভয় এসব আড্ডার সাথে খাপ খায় না।

0
Updated: 5 days ago
What phrase shows Prufrock’s lack of heroic aspiration in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 10 hours ago
A
“I am no prophet—and here’s no great matter”
B
“I am no warrior—and here’s no great battle”
C
“I am no singer—and here’s no great song”
D
“I am no sailor—and here’s no great sea”
Prufrock নিজের গুরুত্বকে ছোট করে দেখে। সে বলে, সে কোনো নবী নয়, আর তার কথাও কোনো মহান বিষয় নয়। এই লাইন তার আত্ম-অবমূল্যায়ন প্রকাশ করে।
Eliot দেখিয়েছেন, আধুনিক মানুষ নিজেকে বড় করে দেখতে পারে না। সে ভাবে, তার কোনো মহান দায়িত্ব নেই, তাই সে সাহসী কাজও করবে না।

0
Updated: 10 hours ago