What insect-like image conveys Prufrock’s humiliation in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
“Pinned and wriggling on the wall”
B
“Flying away into the night”
C
“Caught in the spider’s web”
D
“Buried beneath the leaves”
উত্তরের বিবরণ
Prufrock নিজেকে এমন এক পতঙ্গের সাথে তুলনা করেছেন, যাকে পিন দিয়ে দেয়ালে আটকানো হয়েছে। এই চিত্র তার অসহায়তা ও লজ্জা প্রকাশ করে। অন্যদের চোখের সামনে সে কুঁকড়ে যায়, পালাতে পারে না।
Eliot এখানে দেখিয়েছেন, সমাজের সমালোচনার সামনে আধুনিক মানুষ কেমনভাবে পরাধীন ও ভীত হয়ে পড়ে। পতঙ্গের মতো অসহায় অবস্থায় Prufrock নিজেকে দেখে, যা তার আত্মবিশ্বাসহীনতা ও আত্ম-সন্দেহকে প্রতীকীভাবে ফুটিয়ে তোলে।

0
Updated: 9 hours ago
Which mythical creatures appear near the poem’s end, symbolizing unattainable desire in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
Mermaids
B
Angels
C
Sirens
D
Nymphs
শেষের দিকে Prufrock কল্পনা করে বলে, “I have heard the mermaids singing, each to each. I do not think that they will sing to me.” এখানে mermaid–এর চিত্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রাচীন কাহিনিতে mermaid বা সমুদ্রপরী সৌন্দর্য, প্রলোভন এবং অধরা আকাঙ্ক্ষার প্রতীক। Prufrock মনে করে, এই সৌন্দর্য ও আনন্দের জগৎ তার নাগালের বাইরে। সে জানে, mermaid–রা কখনও তার জন্য গান গাইবে না, কারণ সে নিজের জীবনে সাহসী বা আকর্ষণীয় কোনো ভূমিকা পালন করতে পারেনি।
এই লাইন তার আত্ম-অবিশ্বাসকে আরও গভীরভাবে প্রকাশ করে। Eliot এই প্রতীক ব্যবহার করে দেখিয়েছেন, Prufrock জীবনের সুন্দরতম জিনিসগুলোও তার কাছে দূরের এবং অপ্রাপ্য।

0
Updated: 1 week ago
"In T.S. Eliot's poem The Waste Land, which tarot card does Madame Sosostris say is missing from her pack?"
Created: 1 week ago
A
The Hanged Man
B
The Wheel of Fortune
C
The Star
D
The Tower
Sosostris–এর কার্ডে “The Hanged Man” নেই। ট্যারোটে এটি সাধারণত ত্যাগ, পরিবর্তন আর আধ্যাত্মিক পুনর্জন্মের প্রতীক। Eliot এখানে ইঙ্গিত করেছেন যে আধুনিক সমাজে আত্মত্যাগ বা পুনর্জন্মের কোনো আশা নেই। সমাজ আধ্যাত্মিক শূন্যতায় ডুবে আছে। Eliot–এর Waste Land তাই ত্যাগহীন, পুনর্জন্মহীন এবং মরুভূমির মতো।

1
Updated: 1 week ago
What does Prufrock imagine people will say about his limbs in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
“But how his arms and legs are thin!”
B
“But how his eyes are wide and clear!”
C
“But how his steps are strong and bold!”
D
“But how his chest is broad and firm!”
Prufrock মনে করে লোকেরা তার পাতলা হাত–পা নিয়ে কথা বলবে। এই চিন্তা আসলে তার শারীরিক অযোগ্যতা আর আত্মবিশ্বাসহীনতার প্রতীক।
সে ভাবে, সমাজ তার শরীরের দুর্বলতাকেই চিহ্নিত করবে এবং তাকে ছোট করে দেখবে। Eliot এর মাধ্যমে দেখিয়েছেন, আধুনিক মানুষ কিভাবে নিজের শরীর আর বাহ্যিক রূপ নিয়ে অতিরিক্ত ভীত হয়ে পড়ে।

0
Updated: 1 week ago